বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘বিক্রম বেদা’ ছবিতে ২০ বছরের আমি থাকলে, আমাকে একদম ইব্রাহিমের মতোই দেখাত: সইফ

‘বিক্রম বেদা’ ছবিতে ২০ বছরের আমি থাকলে, আমাকে একদম ইব্রাহিমের মতোই দেখাত: সইফ

ছেলে ইব্রাহিমের সঙ্গে তাঁর মিলের প্রসঙ্গ অকপট সইফ আলি খান

ছেলেকে অবিকল বাবা সইফ আলি খানের মতোই দেখতে, অনেকের মুখেই শোনা যায় একথা। তিনি যে হুবহু বাবার মতো, তা মানেন ইব্রাহিম নিজেও।

সইফ আলি খান এবং প্রথম স্ত্রী অমৃতা সিং-এর ঘরে দুই ছেলেমেয়ে, সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। অমৃতা সিং-এর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর করিনা কাপুরের সঙ্গে সংসার পেতেছেন সইফ। দ্বিতীয় ঘরে দুই ছেলে পতৌদি নবাবের, তৈমুর এবং জেহ। বাবা হিসেবে সারা এবং ইব্রাহিমের সমস্ত দায়িত্ব পালন করেন বলিউড তারকা।

সম্প্রতি বছর ২১-এর ছেলে ইব্রাহিমকে নিয়ে মুখ খুলেছেন সইফ আলি খান। অভিনেতা বলেন, ইব্রাহিম ছোটবেলার মতোই নজিরবিহীন। ছবি-ভিডিয়ো দেখে সকলেই বলেন ছেলেকে অবিকল বাবা সইফ আলি খানের মতোই দেখতে। তিনি যে হুবহু বাবার মতো, তা মানেন ইব্রাহিম নিজেও। আরও পড়ুন: 'লাল সিং চাড্ডা' থেকে 'সেলফি', এই রিমেক ছবিগুলি ২০২২ সালে মুক্তি পাবে বলিউডে

সম্প্রতি জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে ছেলের ব্যাপারে কথা বলতে গিয়ে সইফ জানিয়েছেন, ‘ওর ভবিষ্যত নিয়ে চিন্তা রয়েছে আমারও। ও কঠোর পরিশ্রম করছে দেখে আমি খুশি। স্কুলেও খুব ভালো করেছে। তাই যে কোনও অভিভাবকের মতো ওর ভালো ভবিষ্যতের কথা আমিও চিন্তা করি।’ 

পুরনো এক সাক্ষাৎকারে সইফ জানিয়েছেন, ‘একটি নির্দিষ্ট বয়সে আপনার নজিরবিহীন এবং সরল হওয়া উচিত যা আমি তরুণ ইব্রাহিমের মধ্যে দেখতে পাই, ও চমৎকার। কিন্তু পরবর্তী বয়সে একই মনোভাব থাকাটা কিন্তু ঠিক নয়।’

ছেলের সঙ্গে তাঁর মিলের প্রসঙ্গ কথা উঠতেই সইফের মন্তব্য করেছিলেন, 'সত্যিই আমাদের বেশ এক রকম দেখতে। আমিও দেখেছি সেটা। 'বিক্রম বেদ' ছবিতে যদি ২০ বছরের আমি থাকতাম, আমাকে একদম ইব্রাহিমের মতোই দেখাত!'

সইফ আলি খান এবং হৃতিক রোশনের আসন্ন সিনেমা ‘বিক্রম বেদা’। ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করছেন সইফ। এর আগে হৃতিকের সঙ্গে ‘না তুম জানো না হাম’ ছবিতে ২০০২ সালে অভিনয় করেছিলেন সইফ। প্রায় দুই দশক পর ফের একসঙ্গে ছবিতে অভিনয় করছেন তাঁরা। তামিল হিট 'বিক্রম বেদা'র হিন্দি রিমেক এই ছবি। তামিল ছবির পরিচালনার পাশাপাশি হিন্দির ছবির পরিচালকের আসনে দেখা যাবে পুষ্কর এবং গায়ত্রীকে।

ছবিতে গ্যাংস্টার বেদার চরিত্রে থাকবেন হৃত্বিক। সইফকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রটিতে।

 

বন্ধ করুন