বাংলা নিউজ > বায়োস্কোপ > Kangana Vs Urmila: কঙ্গনাকে যৌনকর্মীর সঙ্গে তুলনায় হইচই, একইভাবে একদিন ঊর্মিলাকে ‘সফট পর্নস্টার’ বলেছিলেন ‘কুইন’

Kangana Vs Urmila: কঙ্গনাকে যৌনকর্মীর সঙ্গে তুলনায় হইচই, একইভাবে একদিন ঊর্মিলাকে ‘সফট পর্নস্টার’ বলেছিলেন ‘কুইন’

ঊর্মিলা-কঙ্গনা-সুপ্রিয়া

অভিনেত্রী থেকে রাজনীতিবিদ হওয়া উর্মিলা মাতন্ডকরের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের দ্বন্দ্ব ২০২০ সালে শিরোনামে এসেছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়বেন কঙ্গনা।

কথায় বলে History repeats itself (ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে)। সম্প্রতি, হিমাচলের 'মান্ডি'র বিজেপি প্রার্থী, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে যৌনকর্মীর সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস কর্মী সুপ্রিয়া শ্রীনাথ। আর তাতেই রাজনৈতিক মহলে হইচই পড়ে গিয়েছে। এমন কথায় শান্ত স্বরে হলেও সুপ্রিয়া শ্রীনাথকে পাল্টা জবাবও দিয়েছেন কঙ্গনা। তবে এর আগে এই একই ঘটনা ঘটিয়েছিলেন কঙ্গনা নিজেও। যদিও তখন তিনি রাজনীতির ময়দানে আসেননি, তিনি তখন শুধুই অভিনেত্রী।

সালটা ছিল ২০২০। অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরকে 'সফট পর্ন স্টার' বলে আক্রমণ করেছিলেন কুইন। টাইমস নাও-কে দেওয়া পুরনো সাক্ষাৎকারে ঊর্মিলার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন বলিউডের ‘কুইন'।

২০২০ সালে ঠিক কী বলেছিলেন কঙ্গনা?

‘আমি ঊর্মিলা মাতন্ডকরের দেওয়া অত্যন্ত অবমাননাকর এক সাক্ষাৎকার দেখেছি। উনি যেভাবে আমার সম্পর্কে কথা বলছিলেন, আমার লড়াইকে উপহাস করছিলেন, আমাকে আক্রমণ করছিলেন যেন বলতে চাইছিলেন, আমি টিকিট পাওয়ার জন্য বিজেপিকে খুশি করার চেষ্টা করছি! আমার কাছে টিকিট পাওয়া খুব কঠিন কিছু নয়, তা বোঝার জন্য জিনিয়াস হতে হয় না। ঊর্মিলা একজন সফট পর্নস্টার। উনি কিন্তু ওঁর অভিনয় দক্ষতার জন্য পরিচিতি পাননি। তাহলে কিসের জন্য পরিচিত? সফট পর্নের জন্য, কী ঠিক বলছি তো? তাহলে উনি যদি টিকিট পেতে পারেন, তাহলে আমি কেন টিকিট পাব না?' ২০২০র সেপ্টেম্বরে দেওয়া সাক্ষাৎকারে ঠিক এই কথাই বলেছিলেন কঙ্গনা রানাওয়াত।

কঙ্গনা সম্পর্কে কী বলেছিলেন ঊর্মিলা?

প্রসঙ্গত ঊর্মিলা ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে রাজনীতিতে আত্মপ্রকাশ করেছিলেন। কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে ২০২০-তে পরে শিবসেনায় যোগ দেন। সেসময় বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনকে অসম্মান করার জন্য কঙ্গনার সমালোচনা করেছিলেন ঊর্মিলা। ২০২০ সালে সংসদে বক্তব্য রাখার সময় ফিল্ম ইন্ডাস্ট্রিকে 'কলঙ্কিত' করার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন।

২০২০ সালে NDTV-কে দেওয়া এক সাক্ষাৎকারে ঊর্মিলা বলেন, 'যখন জয়াজি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিলেন, তখন তো কঙ্গনার জন্মই হয়নি। এমন এক মহিলার (জয়া বচ্চন) কথা হচ্ছে যিনি নিজেই একজন আইকন। ভারতীয় সংস্কৃতি কি আপনাকে এধরনের লোকজনের উপর আক্রমণাত্মক হতে শেখায়?  এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন ঊর্মিলা। আর তারপরই পাল্টা ঊর্মিলাকে পাল্টা আক্রমণ করে বসেন কঙ্গনা।

ঊর্মিলাকে আক্রমণের জবাবে মুখ খুলেছিলেন যাঁর…

 ঊর্মিলার বিরুদ্ধে কঙ্গনার আক্রমণের পর বলিউডে একাংশা ঊর্মিলার সমর্থনে সুর চড়িয়েছিলেন। অভিনেত্রী স্বরা ভাস্কর লিখেছিলেন, ‘প্রিয় ঊর্মিলা মাতন্ডকরজি, মাসুম, চমৎকার, রঙ্গিলা, জুদাই, দাউদ, সত্য, ভূত, কৌন, জঙ্গল, পেয়ার তুনে কেয়া কিয়া, তেহজিব, পিঞ্জর, এক হাসিনা থি.. সহ আরও অনেক ছবিতে আপনার অভিনয়ের ছাপ এবং উজ্জ্বল নাচ দেখে অবাক হয়েছি! লাভ ইউ’।

পরিচালক অনুভব সিনহাও তখন ঊর্মিলার পাশে দাঁড়িয়ে টুইটে লিখেছিলেন, 'সবচেয়ে সুন্দর, মার্জিত, উদ্দীপক, অভিব্যক্তিপূর্ণ অভিনেত্রীদের মধ্যে আপনিও একজন। আপনাকে ভালোবাসা পাঠাচ্ছি।

জুয়েলারি ডিজাইনার তথা হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের বোন ফারাহ খান আলি লিখেছেন, ‘ক্লাস শুধু বকবক করার জন্য নয়। এখনও জ্বলজ্বল করছেন... ঊর্মিলা মাতন্ডকর, জয়া বচ্চন, স্বরা ভাস্কর, তাপসী পান্নু, সোনু সুদ, হেমা মালিনীর মতো তারকারা।’

 

বায়োস্কোপ খবর

Latest News

মাকে ছাড়া ১৩ বছর! আবেগঘন অংশুলা ও অর্জুন কাপুর কোহলিকে না বলেকয়ে ব্যাগ খুলে পারফিউম নিয়ে গোটা গায়ে মাখলেন RCB-র তরুণ- ভিডিয়ো এবার উলুবেড়িয়া এলাকায় পাইপলাইনে ফাটল, ৭টি ওয়ার্ড নির্জলা হওয়ায় বিপাকে মানুষজন প্রেমের সেকাল-একাল!প্রেমিক যখন স্বামী, আগে কেমন দেখতে ছিলেন রুদ্র ও নন্দিনী দিদি গাড়ির শব্দে মানুষের মতো অস্বস্তি বোধ করে পাখিরাও, গবেষণায় উঠে এল করুণ তথ্য শতরান নয়, দলের জয়ই আসল! শ্রেয়সের আত্মত্যাগে মুগ্ধ শাস্ত্রী, খোঁচা দিলেন কোহলিকে? অলসদের জন্য সেরা চাকরি, লক্ষ লক্ষ টাকা বেতন নিশ্চিত? দেব-জিৎ নন, এই বাঙালি অভিনেতাই নাকি ছবি পিছু নেন ১ কোটি পারিশ্রমিক! কে তিনি? ‘একটা শব্দও বলতে দিচ্ছে না,’ লোকসভার স্পিকারের বিরুদ্ধে বড় অভিযোগ রাহুলের প্রধানের পদে থেকেই নাইট গার্ড হিসেবে বেতন তোলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

IPL 2025 News in Bangla

কোহলিকে না বলেকয়ে ব্যাগ খুলে পারফিউম নিয়ে গোটা গায়ে মাখলেন RCB-র তরুণ- ভিডিয়ো শতরান নয়, দলের জয়ই আসল! শ্রেয়সের আত্মত্যাগে মুগ্ধ শাস্ত্রী, খোঁচা দিলেন কোহলিকে? IPLর প্রথম ম্যাচে হারতেই মা কামাখ্যার শরণাপন্ন KKR! পুজো দিলেন রাহানে, বরুণরা MIতে খেললে বিমানবন্দরে লাগে না চেকিং! ১০ কোটির অফারে ‘না’? রহস্য ফাঁস KKR তারকার ৫ ম্যাচে তিনবার শূন্য, লজ্জাজনক রেকর্ড বাবর আজমের উত্তরসূরির, একবার আউট ১ রানে IPL: স্টইনিসের ছক্কা গিয়ে পড়ল মহিলা নিরাপত্তারক্ষীর গায়ে,ঘটল বড় বিপদ- ভিডিয়ো ‘মাইলস্টোন কিলিং অ্যাকাডেমিতে স্বাগত’, শশাঙ্ককে কেন হার্দিকের ছাত্র বলা হচ্ছে? ‘আমি থাকতে ইডেনের পিচ বদলাবে না, KKR-এর ঘূর্ণি বাইশগজের 'আর্জি’ খারিজ কিউরেটরের জনসনের বদলে মইন নাকি নরকিয়া? RR-এর বিরুদ্ধে KKR-এর একাদশে শিকে ছিঁড়বে রমনদীপের? ৯৭ রান করা আইয়ারকে ব্যাটিং দেননি কেন? শশাঙ্কের জবাবে শ্রেয়সের উপর শ্রদ্ধা বাড়বে

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.