সোমবারই মুক্তি পেয়েছে সলমনের 'টাইগার-থ্রি'র ট্রেলার। মুক্তি পেতেই নেটদুনিয়ায় ট্রেন্ড করতে শুরু করেছে। টাইগার থ্রি-তে টাইগারের প্রতিপক্ষ হিসাবে নতুন সংযোজন ইমরান হাশমি। ট্রেলারে দেখা গিয়েছে ইমরানের লক্ষ্যেই সলমনের বদনাম ছড়ানো ও তাঁর পরিবারকে শেষ করে ফেলা। যদিও গোটা ট্রেলার জুড়ে শুধু শোনা গিয়েছে ইমরান হাশমির ভয়েসওভার। একদম শেষে গিয়ে শেষ কয়েক সেকেন্ডেের জন্য দেখা গিয়েছে তাঁকে। চেয়ারে বসিয়ে হাত-পা বাঁধা'টাইগার' সলমনের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘পাকিস্তানে স্বাগত’।
'টাইগার থ্রি' ট্রেলার শেয়ার করে সলমন লিখেছেন, ‘টাইগার সে দুশমনি সবকো বাড়ি পড়তি হ্যায়’ (টাইগারের সাথে শত্রুতার পরিণতি মারাত্মক)। তবে টাইগার থ্রির ট্রেলারে ইমরান হাশমিকে দেখে বেশ পছন্দ হয়েছে অনুরাগীদের। কেউ কেউ লিখেছেন, ‘অবশেষে একজন যোগ্য প্রতিপক্ষকে পেল’। ট্রেলার দেখে ইমরান হাশমির উদ্দেশ্যে একজন লিখেছেন, ‘ব্লকবাস্টার অন কার্ড, আপনার ভয়েসওভার পছন্দ হয়েছে এবং ট্রেলারে দেখেছি। সিনেমাটির জন্য উত্তেজিত।’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে। তাতে বেশ বোঝা যাচ্ছে টাইগারের শত্রু হিসাবে সকলেরই ইমরানকে বেশ পছন্দ।
আরও পড়ুন-অরিজিতের গাড়িকে বাইক নিয়ে ধাওয়া, একের পর এক হর্ন! কী করলেন গায়ক?
প্রসঙ্গত, এর আগে ইমরান হাশমিকে দেখা গিয়েছিল অক্ষয় কুমারের সঙ্গে ‘সেলফি’তে দেখা গিয়েছিল। ছবিটি ২৪ ফেব্রুয়ারি হলে মুক্তি পায়। তারপর বেশ অনেকটা সময় পার করে আবারও পর্দায় ফিরছেন ইমরান। কাঁচাপাকা চুল, কাঁচাপাকা দাড়িতে ইমরানের লুকও সিনেমাপ্রেমীদের বেশ পছন্দ হয়েছে। যশরাজ ফিল্মসের ব্যানারে টাইগার থ্রি মুক্তি পাচ্ছে দীপাবলিতে। হিন্দি ছাড়াও তামিল ও তেলুগুতে মুক্তি পাবে এই ছবি।
টাইগার থ্রি-তে 'টাইগার' সলমন একজন শীর্ষ RAW এজেন্ট। যিনি তাঁর কাজে ২০ বছর কাটিয়ে ফেলেছেন। এতবছর দেশের হয়ে কাজ করার পর ‘শত্রু, বিশ্বাসঘাতক’ র তকমা লাগবে টাইগারের গায়ে৷ টাইগার চান, তিনি নয়, দেশই একদিন তাঁর ছেলেকে বলুক, টাইগার দেশপ্রেমী নাকি বিশ্বাসঘাতক!