রোহিত শেট্টির কপ ইউনিভার্স আরও বড় আকার নিতে চলেছে। সিংঘম এগেইনে যোগ দিলেন এবার টাইগার শ্রফ। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অজয় দেবগন। সবেমাত্র পুলিশ অফিসার শক্তি শেট্টি হয়ে যোগ দিয়েছিলেন টিমে দীপিকা পাড়ুকোন। এর আগে যারা রোহিতের কপ ইউনিভার্সের অংশ ছিলেন, অক্ষয় কুমার, অজয় দেবগন এবং রণবীর সিং, প্রত্যেকেই স্বাগত জানিয়েছেন টাইগারকে টিমে।
অজয় দেবগন লিখছেন, ‘স্কোয়াড আরও শক্তিশালী হয়েছে, দলে স্বাগত জানাই এসিপি সত্যকে।’ অক্ষয় কুমার যোগ করেছেন, ‘অন্য মায়ের থেকে আমার ভাইকে স্বাগত জানাচ্ছি, টাইগার শ্রফ এসিপি সত্য হিসেবে এলেন দলে।’ রণবীর সিং লিখেছেন, ‘তিনি সত্য। তিনি অমর। স্পেশাল টাস্কফোর্স অফিসার এসিপি সত্য, ডিউটি রিপোর্টিং! স্কোয়াডে স্বাগতম.... দ্য স্পেশাল ওয়ান, টাইগার 'দ্য ফেনম' শ্রফ।’ আরও পড়ুন: ডেটিং অ্যাপে গিয়েও ‘প্রেমিক’ পাননি করণ জোহর, ‘যাকেই টিক মারতাম, সে…’
ছবির পরিচালক রোহিত শেট্টি টাইগার শ্রফের একটি পোস্টার শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘স্পেশাল টাস্ক ফোর্স অফিসার এসিপি সত্যের সঙ্গে আলাপ করুন... সত্যের মতো অমর! দলে সুস্বাগতম...টাইগার।’
আরও পড়ুন: মিটে গেল বিবাদ, সলমনের টাইগার ৩-এই থাকছে অরিজিতের গান! আসছে ‘লেকে প্রভু কা নাম’
কদিন আগই অজয় দেবগনের কপ ইউনিভার্সে যোগ দেন দীপিকা পাড়ুকোন। সেখানে তাঁকে স্বাগত জানিয়ে রোহিত লিখেছিলেন, 'নারী সীতা কা রূপ হ্যায় অর দুর্গা কা ভি। আমাদের কপ ইউনিভার্সের সব থেকে হিংস্র এবং পাশবিক অফিসারের সঙ্গে আলাপ করুন। শক্তি শেট্টি ওরফে দীপিকা হল আমার লেডি সিংঘম।' তিনি এর আগে চেন্নাই এক্সপ্রেস- এ রোহিত শেট্টির সঙ্গে কাজ করেছেন এবং সার্কাসের একটি গানে একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন: সুশান্ত মৃত্যু মামলায় আদিত্যর গ্রেফতারি নিয়ে PIL! বোম্বে হাইকোর্টে ঠাকরে-পুত্র
২০২১ সালের সিনেমা সূর্যবংশী ছিল রোহিত শেট্টির কপ ইউনিভার্সের চতুর্থ সিনেমা। ২০১৮ সালের সিম্বাতে রণবীর সিং একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। ২০১১ সালের সিংঘম ও ২০১৪ সালের সিংঘম রিটার্নসে দেখা গিয়েছিল অজয় দেবগনকে। প্রতিটা ছবিই সাফল্য পায় বক্স অফিসে। এখন দেখার কতটা খেল জমাতে পারে সিংঘম এগেইন।