ব্রেন স্ট্রোক হওয়ার পর হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। শনিবার সকাল ৯.৪০ নাগাদ তাঁকে কলকাতার বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই বর্তমানে আইসিইউতে আছেন তিনি। শনিবার রাতেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং সেরে বর্ষীয়ান অভিনেতাকে দেখতে যান দেব। বাদ গেলেন না সোহম চক্রবর্তীও।
মিঠুনকে দেখতে হাসপাতালে দেব
শনিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি মিটিংয়ে যোগ দিয়েছিলেন দেব। সেখান থেকেই তিনি সোজা মিঠুন চক্রবর্তীকে দেখতে যান। এদিন রাত ৮টার কিছু পর তিনি হাসপাতালে এসে পৌঁছন। সেখানে কাবুলিওয়ালার সঙ্গে কিছুক্ষণ থেকে বেরিয়ে এসে জানান, 'মিঠুন দা ভালো আছেন। সুস্থ আছেন, চিন্তার কিছু নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি উনি যেন দ্রুত সেরে ওঠেন।' তিনি এদিন আরও জানান মিঠুন চক্রবর্তী তাঁর বাবার মতো, এবং তিনি যে দ্রুত সুস্থ হয়ে উঠবেন সেই বিষয়েও আশ্বাস দেন। প্রসঙ্গত প্রজাপতি ছবি দেব এবং মিঠুন একসঙ্গে কাজ করেছিলেন। কানাঘুষোয় শোনা যাচ্ছে আবারও তাঁরা নাকি শীঘ্রই জুটি বাঁধবেন। যদিও সেই বিষয়ে এখনও নিশ্চিত বার্তা পাওয়া যায়নি।
আরও পড়ুন: 'ওটা বড় আফসোস...' ইন্ডিয়ান আইডলে ভুল স্বীকার শানুর, জানালেন কেন রহমান তাঁকে দিয়ে কখনও গান গাওয়াননি
আরও পড়ুন: ফুটবলের টানে কাতারে! এশিয়ান কাপ ফাইনাল দেখতে মাঠে হাজির খোদ শাহরুখ, করলেন কাকে সমর্থন?
এদিন সকালে সোহম চক্রবর্তীই মিঠুন চক্রবর্তীকে এনে হাসপাতালে ভর্তি করান। তিনি সন্ধ্যাবেলায় পুনরায় অভিনেতাকে দেখতে আসেন। দেবশ্রী রায়, বিশ্বনাথ বসু সহ অনেকেই এসেছিলেন এদিন।
মিঠুনের স্বাস্থ্যের বিষয়ে হাসপাতাল থেকে কী জানানো হয়েছে?
অভিনেতার স্বাস্থ্যের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘শ্রী মিঠুন চক্রবর্তী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শরীরের ডানদিকের উপর ও নিচের অংশে ব্যথা নিয়ে সকাল ৯.৪০ মিনিটে কলকাতার অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তাঁর মস্তিষ্কের আমআরআই সহ প্রয়োজনীয় পরীক্ষা এবং রেডিয়োলজির বিভাগের পরীক্ষা-নিরীক্ষার করা হয়েছে। তার মস্তিষ্কের ইস্কেমিক সেরিব্রোভাসকুলার অ্যাক্সিডেন্ট (স্ট্রোক) ধরা পড়েছে। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সচেতন এবং ভালো আছেন। ডায়েটে নরম খাবার খাচ্ছেন। শ্রী মিঠুন চক্রবর্তী এই মুহূর্তে একজন নিউরো-চিকিৎসক, কার্ডিওলজিস্ট এবং একজন গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট সহ অন্যান্য চিকিৎসকদের নিয়ে তৈরি মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।’
আরও পড়ুন: মাধবী মুখোপাধ্যায়ের কোলের একরত্তি কিন্তু বর্তমানের সুপারস্টার, চিনতে পারলেন অভিনেতাকে?
মিঠুনের প্রজেক্ট
প্রসঙ্গত বর্তমানে মিঠুন চক্রবর্তী কলকাতায় থেকে তাঁর আগামী ছবি শাস্ত্রীর শুটিং করছিলেন। এই ছবিটি জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে বানানো হচ্ছে। ছবিটির পরিচালনা করছেন পথিকৃৎ বসু। প্রযোজনার দায়িত্বে সোহম চক্রবর্তীর প্রযোজনা সংস্থা। এখানে মিঠুনের সঙ্গে দীর্ঘ ১৬ বছর পর দেবশ্রী রায়কে দেখা যাবে।
এর আগে অভিনেতাকে শেষবার কাবুলিওয়ালা ছবিতে দেখা গিয়েছিল। সুমন ঘোষ পরিচালিত সেই ছবিতে রহমতের চরিত্রে ধরা দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তাঁর সঙ্গে মিনির চরিত্রে ছিলেন অনুমেঘা কাহালি। আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার ছিলেন মিনির বাবা মায়ের ভূমিকায়। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে এই ছবি। বাঙালির নস্টালজিয়া উসকে দিয়েছেন মহাগুরু নতুন করে।