চলুন আজ আরও এক হিরোইনের খুদে বয়সের ছবি দেখে নেওয়া যাক। এখনও অবশ্য সে বেশ ছোট্টটিই আছে। কদিন আগেই ক্লাস টুয়েলভের পরীক্ষা দিয়েছে। খুব ছোট বয়সে শুরু হয় তাঁর অভিনয় কেরিয়ার। কাজ শুরু করেন শিশুশিল্পী হিসেবেই। সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয় এই অভিনেত্রী।
চলুন কিছু ক্লু দিয়ে দেওয়া যাক। একে লোক বেশি চেনে মুন্নি হিসেবে। তবে কেউ কেউ ডাকে পিঙ্কিজি বলেও। বর্তমানে দুটো ধারাবাহিকে একসঙ্গে দেখা যাচ্ছে, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ও তুঁতে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা হচ্ছে।
ঠিকই ধরেছেন এই ছবি অভিনেত্রী অনন্যা গুহর। বাবার কোলে দুটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। পরে আছেন হলুদ টি-শার্ট। চুল বাঁধা ঝুটি-তে। কপালে কাজলের টিপ।
আরও পড়ুন: নিজেকে দেখে নিজেই ভয় পাচ্ছে ইউভান! এমন কী সাজাল ৮ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী
অনন্যার পোস্টে কমেন্ট করলেন দিদি অলোকানন্দা। লিখলেন, ‘গুলুগুলু’। আর চর্চিত-প্রেমিক সুকান্ত কুণ্ডু দিয়েছেন একগুচ্ছ ইমোজি।
‘কৃষ্ণকলি’ ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করেন অনন্যা। সখানেই তাঁর চরিত্রের নাম ছিল মুন্নি। এরপর তাঁকে দেখা যায় মিঠাই ধারাবাহিকে পিঙ্কির চরিত্রে। লক্ষ্মী কাকিমা সুপারস্টার, গ্রামের রাণি বিনাপানি, খনার বচন-এর মতো প্রোজেক্টেরও অংশ ছিলেন তিনি।
অনন্যা বর্তমানে চর্চায় আছেন সুকান্তের সঙ্গে সম্পর্ক নিয়েও। সুকান্ত ইউটিউবে কাজ করেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তিনি। তাঁর চ্যানেলের নাম ‘লেটস বি কনফিউজড’। দশমীতেই তাঁর আর অনন্যার সম্পর্কের একবছর পূর্তী হয়। আরও পড়ুন: ধরাশায়ী অনুরাগের ছোঁয়া! ১ থেকে সোজা ৫, টপার জগদ্ধাত্রী না নিম ফুলের মধু?
‘লাভ অ্যানিভারসারি’-র দিন সুকান্তর সঙ্গে কাটানো ১০টি বিশেষ দিনের বিশেষ মুহূর্ত শেয়ার করে নিয়েছিলেন অনন্যা সোশ্যাল মিডিয়াতে। বয়ফ্রেন্ডের উদ্দেশে লিখেছিলেন, ‘তোমার সঙ্গে কাটানো সেরা ১০টি দিনের স্মৃতি রইল! যদিও তোমার সঙ্গে কাটানো সব মুহূর্তগুলোই স্মরণীয়। আমার স্বপ্নগুলো সত্য়ি করে তোলার জন্য ধন্যবাদ। আমাদের (সম্পর্কের) বয়স এখন এক বছর!’
সেই পোস্টের কমেন্টে সুকান্ত লিখেছিলেন, ‘মনে হচ্ছে একটা যুগ পেরিয়ে গেল! কতকিছু একসঙ্গে করেছি, আবার কত্ত কী করা বাকি রয়েছে’।
অনেকদিন ধরেই সুকান্ত আর অনন্যার রোম্যান্টিক রিলস নজর কাড়ত নেট-নাগরিকদের। অবশেষে দিদি নম্বর ১-এর মঞ্চে গিয়ে তাতে শিলমোহর দেন সুকান্ত নিজেই। এই মুহূর্তে ‘তুঁতে’ এবং ‘কমলা ও শ্রীমান পথ্বীরাজ’ ধারাবাহিকে কাজ করছেন অনন্যা।