সকাল থেকেই রাখির আনন্দে মজে গোটা দেশ। ভাই বা বোনের হাতে রাখি পরিয়ে তাঁকে সারা জীবন রক্ষা করার অঙ্গীকার দেওয়ার জন্য এ এক বিশেষ দিন। সঙ্গে অনেকদিন পর ভাইবোনকে কাছে পাওয়া, জমিয়ে আড্ডা, খাওয়া-দাওয়া তো রয়েইছে।
টলিউডের এই নায়িকাও শেয়ার করলেন ছেলেবেলার ছবি। পাশে ভাই। লিখলেন, ‘আমার আত্মার একটা অংশ, আমার হৃদয়ের। দূরে থাকলেও আমরা অভিন্ন। হ্যাপি রাখি @অভিষেক। আমি তোকে খুব ভালোবাসি।’
দেখুন সেই পোস্ট-
কী ছেলবেলার মুখ দেখে পারলেন চিনতে। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। বরও বাংলা ইন্ডাস্ট্রির নামী অভিনেতা। অভিনয়ের সঙ্গে যুক্ত শ্বশুর-শাশুড়ি-দেওর। পারলেন বুঝতে কার কথা বলছি?
এই অভিনেত্রীকে আপনারা দেখেছেন সত্যবতীর চরিত্রে। যদিও বর্তমানে মাতৃত্বের কারণে কাজ থেকে বিরতি নিয়েছে। তাঁর জায়গায় এসেছেন সোহিনি সরকার।
এবার নিশ্চয়ই ধরতে পারলেন কার কথা হচ্ছে। ইনি হলেন ঋদ্ধিমা ঘোষ, দর্শকদের প্রিয় সত্যবতী। গৌরব চক্রবর্তীর স্ত্রী। তুন বাংলা বছরের প্রথম দিনে মা-বাবা হতে চলার খবর শেয়ার করেছিলেন টলিউডের এই দম্পতি। বিয়ের ছ-বছরের মাথায় মা হচ্ছেন ‘ব্যোমকেশ’-এর সত্যবতী। বর্তমানে রয়েছেন শেষ ট্রায়মেস্টারে। সামাজিক মাধ্যমে একাধিক মেটারনিটি শ্যুটের ছবি শেয়ার করে নিয়েছেন ইতিমধ্যেই। সেপ্টেম্বরেই আসবে সুখবর। দাদু হবেন সব্যসাচী। আরও পড়ুন: লাভ বিয়ে আজকালে আসছে শ্রাবণের প্রেমিক, ওমকে কড়া টক্কর দেবেন এই নায়ক!
দুজনকে একসঙ্গে দেখতে খুবই পছন্দ করেন নেট-নাগরিকরা। প্রথম সন্তান আসার আনন্দে আটখানা আপাতত দুজনেই। তা তাঁদের ফোটোশ্যুটের ছবিতেই স্পষ্ট। আরও পড়ুন: ‘যেই না কাঁধে হাত রাখা শুরু করল…!’, দুই ভাই সহজ-শিবাংকে নিয়ে কী জানালেন পরিণীতি
এর আগে ঋদ্ধিমার শাশুড়ি মা মিঠু চক্রবর্তী জানিয়েছেন সেপ্টেম্বর মাসে বউমার ডেলিভারি ডেট। তাঁর কথায়, ‘একটা সুস্থ, স্বাভাবিক শিশু পৃথিবীতে আসুক। ব্যস, এটুকুই চাই।’ আরও পড়ুন: প্রথম সিনেমা ‘কেল্লাফতে’-র জন্য কত টাকা পেয়েছিলেন অঙ্কুশ? এবার নিজেই করলেন ফাঁস
২০১৭ সালের ২৮ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন গৌরব-ঋদ্ধিমা। টলিউডের পরিচিত মুখ ঋদ্ধিমা। ছোট ও বড় পরদাতে কাজ করছেন দাপটের সঙ্গে। ব্যোমকেশের সত্যবতী হয়ে যেমন ভালোবাসা কুড়িয়েছেন, তেমনই তাঁকে দেখা গিয়েছে ‘ল্যাপটপ’, ‘রাজকাহিনি’, ‘ক্রিসক্রস’, ‘দ্বিতীয় পুরুষ’-এর মতো ছবিতে। সায়ন্তন ঘোষালের পরিচালনায় এরপর দেখা যাবে ‘টেনিদা অ্যান্ড কোং’ ছবিতে।