বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP List: স্লট পেল কার কাছে কই মনের কথা! অনুরাগ না জগদ্ধাত্রী, কে হল টিআরপি-তে এই সপ্তাহের বেঙ্গল টপার?

TRP List: স্লট পেল কার কাছে কই মনের কথা! অনুরাগ না জগদ্ধাত্রী, কে হল টিআরপি-তে এই সপ্তাহের বেঙ্গল টপার?

বাংলা টিআরপি-তে কোন সিরিয়াল আগে, কোন সিরিয়াল পড়ে?

বাংলা সিরিয়ালের টিআরপি তালিকায় বারবারই থাকে চমক। কে আগে কে পিছনে নিয়ে জোর চর্চা। দেখে নিন এই সপ্তাহে কার ফল সবচেয়ে ভালো?

টিআরপিই কিন্তু এখন ভাগ্য নির্ধারণের মূল মন্ত্র। ধারাবাহিকের তিন মাসে বন্ধ হবে না তিন বছরে, তা পুরোপুরিই টিআরপি-র হাতে। তাই বৃহস্পতিবার দিনটা এলেই বুক ধুকপুক করে অনেক দর্শকদের। তাঁদের পছন্দের ধারাবাহিক বা তারকারা কেমন ফল করল জানার জন্য অধীরে অপেক্ষা করে থাকে মনটা। গত কয়েক মাসের মতো এবারেও প্রথম স্থানে অনুরাগের ছোঁয়া। ৮.৬ নম্বর পেয়ে সবার ধরাছোঁয়ার বাইরেই চলে গেছে সূর্য আর দীপা। 

ঠিক তার পরে এবারেও ফুলকি-কে হটিয়ে দিয়ে দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে জগদ্ধাত্রী। নম্বর ৭.৮। তিনে রয়েছে ফুলকি। সদ্য শুরু হওয়া এই মেগা-কে অনেকেই দেখছে মিঠাই ধারাবাহিকের রিপ্লেসমেন্ট হিসেবে। কারণ মিঠাই-এর পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস থেকে লেখিকা রাখী-সহ অনেকেই যোগ দিয়েছেন ফুলকি টিমে। নায়ক চরিত্রে রয়েছেন অভিষেক বসু। আর নায়িকা চরিত্রে একেবারে নতুন মুখ দিব্যানী মণ্ডল। আপাতত দেখা যাচ্ছে বিয়ে হয়ে গিয়েছে রোহিত আর ফুলকির। বক্সিংকে কেন্দ্র করে এই মেগা। 

চার নম্বর থেকে সরে গেল নিম ফুলের মধু। তার জায়গা উঠে এল রাঙা বউ (৬.৭)। ধারাবাহিকের থেকেও বেশি চর্চায় বর্তমানে সিরিয়ালের পরিচালক স্বর্ণন্দু সমাদ্দার আর নায়িকা শ্রুতি দাসের বিয়ে। ৯ জুলাই আইনি বিয়ে করেন তাঁরা। আপাতত মিনি হানিমুনে নর্থ বেঙ্গলে। 

পাঁচ নয়, একেবারে ছয় নম্বরে নেমে গিয়েছে নিম ফুলের মধু (৬.৫)। যদিও স্লট ধরে রেখেছে বাংলা মিডিয়ামের (৫.৯) বিপরীতে। উল্টোদিকে রাঙা বউয়ের সঙ্গে টক্করে গো হারা হেরে পঞ্চমী নেমে গিয়েছে নয় নম্বরে। নম্বর পেয়েছে মাত্র ৫.৫। 

দেখে নিন সেরা দশ টিআরপি তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.৬)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৭.৮)

তৃতীয়-ফুলকি (৭.৩)

চতুর্থ- রাঙা বউ (৬.৭)

পঞ্চম- হরগৌরী পাইস হোটেল (৬.৬)

ষষ্ঠ- নিম ফুলের মধু (৬.৫)

সপ্তম- বাংলা মিডিয়াম (৫.৯)

অষ্টম- এক্কা দোক্কা (৫.৭)

নবম- পঞ্চমী (৫.৫)

দশম- খেলনা বাড়ি (৫.৪)

কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি টিআরপি-র সেরা দশে জায়গা করতে পারল না দ্বিতীয় সপ্তাহে এসেও। নম্বর পেয়েছে ৪.৭। তবে স্লট পেয়েছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৪.৪)-এর বিপরীতে। মানালী-র বিয়ের সপ্তাহে নম্বর খানিকটা বাড়বেই বলে আশা করা যাচ্ছে। আগামী সপ্তাহগুলোতে টিআরপি বেড়ে হয়তো যেতে পারে পাঁচের ঘরে। তবে সেরা দশে জায়গা করে নেওয়া তাহলেও বেশ চ্যালেঞ্জিংই হবে। 

চলতি সপ্তাহেও স্লট হারা গৌরী এলো। একসময় সেরা পাঁচে থাকা এই মেগা স্লট বদালোর পর থেকেই যেন ঝিমিয়ে পড়েছে। বিকেল ৬টায় রামপ্রসাদের বিপরীতে যাওয়ার পর থেকেই আর যেন পায়ে মাটি শক্ত করে উঠতে পারছে না। একই হাল নতুন শুরু হওয়া তুঁতে-রও। সম্প্রতি তো পরিবর্তন হয়েছে এই মেগার পরিচালকও। দেখার তাতে লাভের লাভ হয় নাকি। 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

ছুটির দিন সকালে কেষ্টপুর খালে চলছিল আবর্জনা পরিষ্কারের কাজ, তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা হার্দিক-জাদেজা নয়, রোহিতের পর ভারত অধিনায়ক হিসেবে শ্রেয়সকে চেয়েছিল বোর্ড ‘ইশক মুঝে ভি…’! ৮ মাসের মেয়ের মৃত্যু, কবে আসবে কাবো-পূজার দ্বিতীয় সন্তান? ১১ দেশের প্রথম বোলার যাঁরা IPL-এর এক ম্যাচে ৪ উইকেট নিয়েছেন হতে পারে BCCI-ECB বোঝাপড়া, সল্টের প্লে-অফ খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মেয়র নির্বাচনে লেবার পার্টির জয়জয়কার! ধাক্কা ব্রিটেনের PM ঋষি সুনাকের শিবিরে দীপ্সিতা বিয়ে করেছে? আমি করেছি, তাই আমাকে ভোট দিন, বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রামলালা যতটা গুরুত্ব পান, মা সরস্বতীও যেন পান, আদর্শ 'দেশ' হয়ে উঠুক আমার ভারত বিয়ের আগে চুপি চুপি ডিনার ডেট, এক প্লেট থেকেই খাবার খেলেন আদৃত-কৌশাম্বি! ঘুমিয়ে পড়েছিলেন স্টেশন মাস্টার! হর্ন বাজিয়ে জাগিয়ে আধ ঘণ্টা পর মিলল সিগনাল

Latest IPL News

হার্দিক-জাদেজা নয়, রোহিতের পর ভারত অধিনায়ক হিসেবে শ্রেয়সকে চেয়েছিল বোর্ড হতে পারে BCCI-ECB বোঝাপড়া, সল্টের প্লে-অফ খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ICC Champions Trophy 2025: PCB বড় পদক্ষেপ, এবার IPL এর সঙ্গে সরাসরি সংঘাতে PSL IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.