বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের তারকাদের সাপ্তাহিক রেজাল্টের দিন! আজকল টিআরপি-র উপর নির্ভর করে যে কোনও সিরিয়ালের ভাগ্য। একটু এদিক-ওদিক হলেই সিরিয়াল বন্ধের খাড়া শিওরে ঝুলবে! গত কয়েক সপ্তাহে টিআরপি-র হিসাবে অনেকটাই বদলেছে। গত সপ্তাহে তো সেরা পাঁচে ঠাঁই হয়নি অনুরাগের ছোঁয়ার। অন্যদিকে রাণী আর গীতা দারুণ প্রশংসা কুড়োচ্ছে।
বছর শেষ হতে বাকি মেরেকেটে আর দু-সপ্তাহ। শেষলগ্নে এসে কোন সিরিয়াল বেঙ্গল টপার হল? লড়াইতে কে পিছিয়ে পড়ল, চলুন দেখি সেই হিসেব। এই সপ্তাহে বেঙ্গল টপারের খেতাব গেল জি বাংলার ‘ফুলকি’র ঝুলিতে। জগদ্ধাত্রীকে হটিয়ে সেরার সিংহাসন দখল করল ফুলকি। প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা মামলা থেকে শাশুড়িকে নির্দোষ প্রমাণ করতে কীভাবে সফল হবে ফুলকি, সেই ট্র্যাক বেশ পছন্দ করেছে দর্শক। অন্যদিকে ‘দ্রোণাচার্য’ রোহিতের ভিডিয়ো দেখেই কীভাবে একলব্য-র মতো বক্সিং শিখবে আপতত সেদিকে নজর সকলের।
এই সপ্তাহে জগদ্ধাত্রীর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করেছে পর্ণা-সৃজনের ‘নিম ফুলের মধু’। দুই মেগার প্রাপ্ত নম্বর ৮.১। তৃতীয়স্থানে রয়েছে এই মুহূর্তে স্টার জলসার সবচেয়ে চর্চিত মেগা গীতা LL.B। হ্যাঁ, কার কাছে কই মনের কথা-কে হারিয়ে দিল জলসার এই নতুন গল্প। সুতরাং ব্লুজ প্রোডাকশনের দুই মেগা দুই ভিন্ন চ্যানেলে দারুণ ফল করছে। অন্যদিকে সেরা পাঁচে অবশেষে কামব্যাক করেছে সূর্য-দীপা। এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া (৭.২)। তারপরেই স্থান তোমাদের রাণীর।
এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা-
প্রথম- ফুলকি (৮.৫)
দ্বিতীয়- নিম ফুলের মধু (৮.১)
জগদ্ধাত্রী (৮.১)
তৃতীয়- গীতা LLB (৭.৩)
চতুর্থ- অনুরাগের ছোঁয়া (৭.২)
পঞ্চম- তোমাদের রাণী (৭.০)
ষষ্ঠ- কার কাছে কই মনের কথা (৬.৭)
জল থই থই ভালোবাসা (৬.৭)
সপ্তম- লাভ বিয়ে আজকাল (৬.৫)
অষ্টম- তুঁতে (৬.৪)
নবম- সন্ধ্যাতারা (৬.২)
দশম- রাঙা বউ (৫.৭)
অন্তঃসত্ত্বা রাণীর ডাক্তার হওয়ার স্বপ্নকে কুর্নিশ জানাচ্ছে দর্শকরা, অন্য দিকে শাশুড়ির সঙ্গে তাঁর বন্ডিংও প্রশংসা কুড়োচ্ছে। তৃণা এখন নতুন শ্রাবণ। তা সত্ত্বেও খুব বেশি হেরফের হয়নি লাভ বিয়ে আজকালের রেটিং-এ। জগদ্ধাত্রীর কাছে পরাস্ত হয়ে স্লট হারাল তুঁতে। এই সপ্তাহে আট নম্বরে আটকে গিয়েছে এই মেগা।
অন্যদিকে সন্ধ্যার প্রেগন্যান্সির ট্র্যাক বিশেষ সুবিধা দিল না সন্ধ্যাতারাকে। সেরা পাঁচ থেকে ছিটকে আপতত নবম স্থানে রয়েছে এই সিরিয়াল। জি বাংলায় সদ্য শুরু হয়েছে দুটি নতুন মেগা- ‘আলোর কোলে’ এবং ‘মিঠিঝোরা’। দুটি মেগায় স্লট দখলে ব্যর্থ। আরাত্রিকা-দেবাদৃতার মিঠিঝোরার নম্বর ৪.১, অন্যদিকে স্বীকৃতি-সমু-কৌশিক অভিনীত আলোর কোলের ঝুলিতে এসেছে ৪.৭ নম্বর।