'পিলু' থেকে 'নিম ফুলের মধু' বিভিন্ন ধারাবাহিকে অভিনয়ের দৌলতে মানসী সেনগুপ্ত বেশ পরিচিত মুখ। TV-পর্দায় মূলত 'খল' চরিত্রেই বেশি দেখা গিয়েছে মানসীকে। সেই মানসীই হঠাৎ বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। নিজের সেই সিদ্ধান্তের কথা সকলকে জানিয়েও দিলেন অভিনেত্রী।
কী সেই সিদ্ধান্ত?
মানসী সেনগুপ্ত তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, ‘ব্যক্তিগত ও পেশাগত কারণে সমাজমাধ্যেমের পাতা থেকে কিছুদিনের জন্য বিরতি নিচ্ছি। যদি কাজের কারণে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, তাহলে প্লিজ ইমেল করবেন। আমার টিম যোগাযোগ করে নেবে। ধন্যবাদান্তে মানসী।’
আরও পড়ুন-স্ত্রী পূজাকে কেন লাইমলাইটে আসতে দেন না? অবশেষে মুখ খুললেন সানি
আরও পড়ুন-‘আমার ছেলেকে নিয়ে সবচেয়ে বেশি উৎসাহ ভাইঝির’, ছোট্ট ধীরকে নিয়ে কেমন কাটছে গৌরব-ঋদ্ধিমার?
যেকোনও অভিনেতাদের জন্যই সোশ্যাল মিডিয়ায় একটা গুরুত্বপূর্ণ বিষয়। বহু অভিনেতাই বাধ্যতামূলকভাবে রিল ভিডিয়ো পোস্ট করেন। সেখান থেকে তাঁদের মোটা টাকা রোজগারও হয়। তাহলে কেন এমন সিদ্ধন্ত নিলেন মানসী?
সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার বিষয়ে মানসী আনন্দবাজারকে জানান, তিনি তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একটু ঘেঁটে আছেন। তাঁর ব্যক্তিগত জীবনে বেশকিছু সমস্যা চলছে, যেটা তিনি প্রকাশ্যে আনতে চান না। তবে সেটা অনেক বড় গল্প। সেই জন্যই তিনি নিজেকে সময় দিতে চান। ৫ বছরের মেয়েকে নিয়ে, আর কাজ নিয়ে ভালো থাকতে চান। তবে মানসী জানিয়েছেন, বিরতি নিচ্ছেন এর অর্থ এই নয় যে তিনিসকলের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। তাঁর টিম আছে, প্রয়োজনে তাঁরা যোগাযোগ করবেন।
তবে মানসিক অবসাদের প্রসঙ্গ এলে সেকথা খারিজ করে দেন। বলে তাঁকে মানসিক অবসাদ কখনও গ্রাস করেনি।