Gadar-2 ব্লকবাস্টার হওয়ার পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন সানি দেওল। তবে শুধু পেশাগত কারণেই নয়, একসময় ব্যক্তিগত বেশকিছু কারণেও খবরের শিরোনামে উঠে আসেন সানি। ৮০ ও ৯০-এর দশকে একাধিক অভিনেত্রীর সঙ্গে নামও জড়িয়েছিল সানির। যদিও ব্যক্তিগত জীবনে পূজা দেওলের সঙ্গে ৪০ বছরের বিবাহিত জীবন সানির। পেশাগত ও ব্যক্তিগত নানান বিষয় নিয়ে নানান কথা Koffee With Karan-এ খোলাসা করবেন সানি।
সানি দেওল একসময়ের সুপারস্টার হওয়া সত্ত্বেও বলিউডের বহু পার্টি এড়িয়ে গিয়েছেন, স্ত্রী পূজাকেও বিশেষ লাইমলাইটে আসতে দেননি, এবিষয়েই মুখ খুলতে দেখা যাবে সানিকে। বলিউডের পার্টিতে না যোগ দেওয়া নিয়ে সানি বলেছেন, ‘আমি মদ্যপান করি না। একটু লাজুক লোক। সারাদিনের কাজের পরে আমি এমন জায়গায় থাকতে চাই যেখানে আমি আরও স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি বেশ সকালে ঘুম থেকে উঠি, এটাই অভ্যাস। আর বলিউডের পার্টি চলে অনেক রাত পর্যন্ত।’
আরও পড়ুন-‘আমার ছেলেকে নিয়ে সবচেয়ে বেশি উৎসাহ ভাইঝির’, ছোট্ট ধীরকে নিয়ে কেমন কাটছে গৌরব-ঋদ্ধিমার?
সানির স্ত্রী পূজা দেওলকেও বিশেষ লাইম লাইটে দেখা যায় না। এপ্রসঙ্গে সানি বলেন, ‘আমরা সকলেই আসলে বেশ ব্যক্তিগত পরিসরেই থাকতে পছন্দ করি। কেউই প্রায় বন্ধুবান্ধব বা ঘনিষ্ঠ কারোর কোনও অনুষ্ঠান ছাড়া যেতে চায় না। সেখানেই যায়, যেখানে স্বচ্ছন্দ্যে থাকতে পারেন।' সানির কথায়, 'কেউ যদি সারা ক্রমাগত শুটিং করেন, ক্যামেরার সামনে থাকেন। যখন চারপাশে হাঁটছেন, লোকজন আপনার দিকে তাকায়। তাই এমন কিছু সময় প্রয়োজন হয়, যেখানে কেউ আমাদের দিকে তাকাবে না। এই কারণেই আমি যখনই সুযোগ পাই তখনই বিদেশে যাই কারণ ওখানে কেউ আমাকে বিরক্ত করে না।’
প্রসঙ্গত, Koffee With Karan-র ৮ নম্বর সিজনে ভাই ববি দেওলের সঙ্গে দেখা যাবে সানিকে। আগামী ২ নভেম্বর সম্প্রচারিত হবে সানি-ববির এই এপিসোড।