অভিনেত্রী রতন রাজপুত। হিন্দি টেলিভিশন দুনিয়ায় অতি পরিচিত মুখ তিনি। 'আগলে জনম মোহে বিটিয়া হি কিজো'-ধারাবাহিকের দৌলতে তিনি টেলভিশনের দর্শকদের কাছে পরিচিত নাম হয়ে ওঠেন। সম্প্রতি কাস্টিং কাউচের ভয়ানক অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন রতন। তাঁকে নাকি একবার নাকি কোনও এক পরিচালক ও তাঁর দলবল তাঁর পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে দিয়েছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রতন রাজপুত বলেন, একবার অডিশনের জন্য মুম্বইয়ের ওশিওয়ারা শহরতলি এলাকার একটি হোটেলেও তিনি গিয়েছিলেন। যেখানে নাকি তিনি ইন্ডাস্ট্রির অনেক পরিচিত মুখও দেখেছিলেন। রতনের কথায়, ‘আমি মিটিংয়ের জন্য উপরে অন্য একটি হোটেলে গিয়েছিলাম। সেখানে, ওরা আমাদেরকে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে, না চাইলেও আমরা অনুরোধ রাখতে এক চুমুক খেয়েছিলাম। ওরা বলে আমাকে আরেকটি অডিশনের জন্য ডাকা হবে। আমি এবং আমার বন্ধু যখন বাড়িতে ফিরি তখন সন্দেহ হয় যে আমাদের কোল্ড ড্রিঙ্কে কিছু মেশানো ছিল। কারণ আমিও কিছুটা অস্বস্তি বোধ করছিলাম’।
কয়েক ঘন্টা পরে, আরও একটি আরেকটি অডিশনের জন্য ফোন করে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে বলা হয়। ওটা খুব অদ্ভুত একটা জায়গা ছিল। আমি সেখানে ঢুকে দেখলাম পুরো জায়গাটাই এলোমেলো, আলো আঁধারি, সব জায়গায় জামাকাপড় পড়ে আছে। আমি সেখানে একটা মেয়েকে মদ্যপানের কারণে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি। আমি বুঝতে পারি যা হওয়ার ছিল তা ইতিমধ্যেই সেখানে ঘটেছে। একজন আমায় ধমক দিয়ে বলে কেন প্রেমিককে সঙ্গে করে নিয়ে গিয়েছি। আমি তখন মিথ্যে কথা বলি, যে ও আমার ভাই। তারপর দুঃখিত জানিয়ে সেখান থেকে পালিয়ে যাই। বুঝি যে ওই পানীয়র মধ্যে এমন কিছু ছিল যে সচেতন থেকেও আমি নিয়ন্ত্রণের বাইরে ছিলাম।'
তবে রতন রাজপুতের কথায়, বিনোদন দুনিয়ায় সকলেই যে খারাপ এমনটা নয়। শুধু কিছু লোকজন এমন খারাপ রয়েছেন। তবে আমার মনে হয় যে আমার সকলকে সচেতন করে দেওয়া উচিত। রতন রাজপুত অবশ্য বহুদিন ধরেই বিনোদন দুনিয়া থেকে দূরেই রয়েছেন। তবে নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভ্লগ করছেন তিনি।