'গাঁটছড়া'র 'দ্যুতি', তাঁকে এই নামেই চেনেন ছোটপর্দার দর্শকরা। হ্যাঁ, অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের কথা-ই বলছিলাম। পর্দার তারকাদের অভিনয়ের থেকেও আজকাল তাঁদের ব্যক্তিগত জীবনই বেশি চর্চায় থাকে। এদিকে শ্রীমা আবার সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়, প্রায়দিনই রিল ভিডিয়ো পোস্ট করেন, আর সেগুলি বেশিরভাটই ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের সঙ্গে। টলিপাড়ায় কান পাতলে শোনা যায়, শ্রীমা নাকি ইন্দ্রনীলের সঙ্গেই সম্পর্কে রয়েছেন। যদিও ইন্দ্রনীল বা শ্রীমা এবিষয়ে এক্কেবারে চুপ।
তবে সম্প্রতি ইন্দ্রনীলের সঙ্গে প্রেমের জল্পনা উসকে দিল শ্রীমার নতুন পোস্ট। অভিনেত্রী নিজের একটা ছবি পোস্ট করেছেন। যেখানে তাঁর মুখে ধরা পড়েছে মৃদু হাসি, মুখে এসে পড়েছে পড়ন্ত সূর্যালোক, আর চোখে প্রেমে পড়ার লাজুক দৃষ্টি। ক্যাপশানে লিখেছেন, ‘কেহদো জো তুম এক বার/ মেরে হো বাস তুম মেরে/ নজরোঁ মে তুম হো বসে’। যার বাংলা তর্জমা করলে অর্থ দাঁড়ায়, 'একবার বলো তুমি শুধু আমার, আমার চোখে এখন শুধুই তুমি'।
আর শ্রীমার এই পোস্টে নেট নাগরিকদের মনে হয়েছে তিনি ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে ভালোবাসা প্রকাশ করেই এই পোস্ট করেছেন। শ্রীমার পোস্টের নিচে লাল ভালোবাসার ইমোজি দিয়েছেন অভিনেত্রী গীতশ্রী রায়। আর বাকি অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বেশকিছুদিন আগে ‘পারফেক্ট হাজব্যান্ড টেস্ট’-এর একটা রিল ভিডিয়ো পোস্ট করেছিলেন ইন্দ্রনীল-শ্রীমা। আর সেই ভিডিয়োর নিচেও অনুরাগীদের কমেন্ট ছিল চোখে পড়ার মতো। তবে শুধু এটাই নয়, প্রায়দিনই ইন্দ্রনীলের সঙ্গে স্বামী-স্ত্রী সেজে নানান রিল পোস্ট করেন শ্রীমা। যেগুলি দেখতে বেশ পছন্দও করেন নেটনাগরিকরা।
এদিকে শ্রীমা ভট্টাচার্য চর্চায় থাকলেও তাঁর 'গাঁটছড়া' ধারবাহিকের TRP-কিন্তু এক্কেবারে তলানিতে। যদিও একসময় TRP-তালিকায় প্রথমেই থাকত 'গাঁটছড়া'র নাম। আর সেই সুবাদেই টেলি দর্শকদের ঘরের মেয়ে ছিলেন 'দ্যুতি' শ্রীমা। যদিও শ্রীমার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। আর তা তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে কমেন্টে বন্যা দেখলেই বোঝা যায়। নেটনাগরিকরা আবার মাঝে মধ্যে নিজেদের মধ্যে তর্কও করেন, যে কে বেশি কিউট, 'শ্রীমা' নাকি 'দ্যুতি'! তা আপনার কি মনে হয়?
প্রসঙ্গত, ২০১৬ সালে 'নাগলীলা' ধারবাহিকের হাত ধরে টেলিভিশন কেরিয়ার শুরু হয় শ্রীমা ভট্টাচার্যের।পরবর্তী সময়ে তাঁকে টিভি ধারাবাহিক 'জামাই রাজা', ‘মহাপ্রভু শ্রীচৈতন্য’, 'বেদের মেয়ে জ্যোৎস্না'তে দেখা গিয়েছে।