গত ১৪ এপ্রিল পশ্চিম বান্দ্রায় বলিউড অভিনেতা সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। সোমবার গভীর রাতে গুজরাটের ভুজ থেকে দুই সন্দেহভাজন বন্দুকবাজকে গ্রেফতার করা হয়
মুম্বই পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, সোমবার গভীর রাতে গুজরাটের ভুজ থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গুলি চালানোর পর মুম্বই থেকে পালিয়ে যাওয়া দুই অভিযুক্তকেই গুজরাটের ভুজ থেকে গ্রেফতার করা হয়েছে।পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃত দু'জনকে আরও তদন্তের জন্য মুম্বই নিয়ে আসা হবে।
রবিবার ভোর ৫টা নাগাদ বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি চালায়। এরপর হেলমেটের আড়ালে মুখ ঢেকে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি।
আরও পড়ুন: ভূটানিজ মডেলের সঙ্গে ৯ বছর প্রেম, শেষে খেলোয়াড়কে বিয়ে বলি নায়িকার, আজ জন্মদিন, বলুন তো কে?
মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এই ঘটনাটিকে ‘পরিকল্পিত হামলা’ হিসাবে বর্ণনা করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে যে, সন্দেহভাজনদের মধ্যে একজন সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। সেই সময় তারা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের উপরে মোট ৪ রাউন্ড গুলি ছুড়েছিল। ঘটনাস্থলে একটি তাজা কার্তুজও পাওয়া যায়। এর আগে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সম্প্রতি গুলি চালানোর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু'জনকে তলব করেছিল।
গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ক্রাইম ব্রাঞ্চের দশটি দল মোতায়েন করে মুম্বই পুলিশ। এই ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ফোনে সলমন খানের সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী শিন্ডে মুম্বইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনা করে অভিনেতার নিরাপত্তা বাড়ানোর পরামর্শ দেন।
এই ঘটনার কয়েক ঘণ্টা পরে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে গুলি চালানোর দায় স্বীকার করে অভিনেতাকে সতর্ক করে দিয়েছিল যে এটি কেবল ‘ট্রেলার’ ছিল। এই মামলায় অভিযুক্তদের মধ্যে একজন গুরুগ্রামের বাসিন্দা বলে সন্দেহ করা হয়েছিল, যারা গ্যাংস্টার রোহিত গোদারার সঙ্গে যোগাযোগ করেছিল।
২০২২ সালের নভেম্বর থেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের হুমকির কারণে সালমান খানের সুরক্ষা স্তর ওয়াই-প্লাসে উন্নীত করা হয়েছে। খানকে একটি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র বহন করার অনুমতিও দেওয়া হয়েছে এবং অতিরিক্ত সুরক্ষার জন্য একটি নতুন বুলেট প্রুফ গাড়িও দেওয়া হয়েছে।