উরফি জাভেদ মানেই উদ্ভট এবং অন্যরকম কিছু। তিনি বারবার তাঁর ইউনিক সাজ পোশাক দিয়ে চমকে দিয়েছেন সকলকে। কখনও প্রশংসা পেয়েছেন কখনও আবার কটাক্ষের শিকার হয়েছেন। ভাবছেন এবার কী কাণ্ড ঘটালেন তিনি? এই সোশ্যাল মিডিয়া তারকা এবার একটি আস্ত ১০০ কেজি ওজনের গাউন পরে রাস্তায় নেমে পড়লেন। শুধু তাই নয় মুম্বইয়ের রাজপথে এই বিশালাকার গাউন পরে ঘুরেও বেড়ালেন।
আরও পড়ুন: নববর্ষে সৌরভকে বিশেষ গান উৎসর্গ সাহেবের, করতে গেলেন প্রণামও! কাদের গানে রবিবার জমবে দাদাগিরির মঞ্চ?
উরফির ১০০ কেজির জামা
শুধু তাই নয়। এদিন উরফি জাভেদ নিজের গাড়ি করেও বাইরে আসেননি। বরং এই পেল্লাই সাইজের জামা পরে একটি টেম্পো করে এসেছিলেন। উরফির গাউনের সাইজ এতটাই বড় ছিল যে সেটাকে সামলানোর জন্য আরও বেশ কয়েকজনকে লাগে।
আরও পড়ুন: সৌরসেনীর জন্মদিনেই প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন নিখিল! শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন নুসরতের প্রাক্তন
উরফি জাভেদ জানান তাঁর এই পোশাকটি বানাতে ২ থেকে ৩ মাস সময় লেগেছে। তাও একজন নয়। প্রায় ১০ থেকে ১১ জন মিলে এই পোশাকটি বানিয়েছেন। এদিন এই ১০০ কেজি ওজনের এই পোশাক করে উরফি জানান, 'কোনও রেড কার্পেটে আমাকে ডাকা হয় না, তাই আমি নিজেই বানিয়ে নিলাম।'
উরফির নতুন শো
প্রসঙ্গত উরফি জাভেদ কিছুদিন আগেই ঘোষণা করেছেন তিনি একটি নতুন শো নিয়ে আসতে চলেছেন যার নাম ফলো কর লো ইয়ার। এই শোটি প্রাইম ভিডিয়োতে দেখা যাবে। এই শোটি উরফি জাভেদের জীবনের উপর ভিত্তি করে বানানো হয়েছে এবং এটির পরিচালনা করবেন সন্দীপ কুকরেজা।
এই শো ছাড়াও উরফি জাভেদ শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন। তাঁর প্রথম ছবির নাম লাভ সেক্স অউর ধোঁকা ২। সদ্যই এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে।