মনের মানুষের সঙ্গে নতুন জীবন শুরুর আনন্দ চোখে-মুখে। গত ২৭শে জানুয়ারি স্কুলজীবনের প্রেমিক জয়সূর্য গুপ্তর সাত পাকে বাঁধা পড়েছেন জি বাংলার ‘উড়ন তুবড়ি’ খ্যাত নায়িকা সোহিনী বন্দ্যোপাধ্যায় (Sohini Banerjee)। ভালোবাসায় দূরত্ব কোনও বাধা নয়, দেখিয়ে দিয়েছেন তিনি। বিয়েতে ছিমছাম সাজে ধরা দিয়েছিলেন সোহিনী, বউভাতেও সিম্পল সাজই বাছলেন তিনি। আরও পড়ুন-টুকটুকে লাল বেনারসিতে সাবেকি সাজ, স্কুলজীবনের প্রেমিককে বিয়ে করলেন ‘উড়ন তুবড়ি’ সোহিনী
বেগুনি রঙা বেনারসি আর হালকা ঢেউ খেলানো খোলা চুল, সিঁথি রাঙানো জয়সূর্যর নামের সিঁদুরে- রিসেপশনের সাজে অপরূপা সোহিনী। পাশে সাদা রঙা বন্ধগলায় সোহিনীর হ্যান্ডসাম বর। বুধবার বিয়ের অফিসিয়্যাল ছবি পোস্ট করলেন জয়সূর্য। বিয়ের এবং রিসেপশনের দুটি ছবি পোস্ট করেছেন তিনি। দুটি ছবিতেই জয়সূর্যর বাহুলগ্না সোহিনী। বিবরণীতে জুড়েছেন সংস্কৃত শ্লোক- ‘যদেতৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম’ অর্থাৎ তোমার হৃদয় তা আমার হোক।
সাড়ে দশ বছরের প্রেম সোহিনী-জয়সূর্যর। কর্মসূত্রে গত দেড় বছর ধরে লন্ডনে থাকেন জয়সূর্য, পেশায় ইঞ্জিনিয়ার। বিয়ের পর টেমসের পারেই নতুন সংসার পাতবেন সোহিনী। পর্দার তুবড়ির সুদর্শন বরের ভূয়সী প্রশংসা নেটপাড়ায়। দুজনকে দারুণ মানিয়েছে, একবাক্যে বলছেন সকলে। বিয়ের পর নতুন জীবন কেমন কাটছে? হাসিমুখে হিন্দুস্তান টাইমস বাংলাকে সোহিনী জানালেন, ‘দারুণ, খুব ভালো কাটছে বিবাহিত জীবন’। 'সকলে বলছে, সোহিনীর বরভাগ্য ভালো', এই প্রসঙ্গে নায়িকার কী মত? সোহিনী মুচকি হেসে বললেন- ‘হ্য়াঁ, আমাকেও তো সবাই সেটাই বলছে।’
বন্ধুত্ব নয়, প্রথম থেকেই প্রেম সম্পর্কে সোহিনী-জয়সূর্য। আজকাল যেখানে কয়েকমাসও সম্পর্ক টেকে না, সেখানে এক দশক পরস্পরের হাত ধরে রয়েছেন সোহিনী-জয়সূর্য। নতুন বউ জানিয়েছেন, ‘আমরা শুরুতেই প্রেমে ঢুকে গেছি। কিন্তু এখন আমরা বন্ধু বেশি। আমার মনে হয়, যে লাইফ পার্টনার হবে তাঁর সঙ্গে বন্ধুত্বটা দরকার, স্পেসটা দরকার। আমি তোমার জীবনে আছে মানে এটা নয়, আমি তোমার জীবনের সব সময়টা নিয়ে থাকব। অন্যকে স্পেসটা দিতে হবে, তাহলেই টানে টানে চলে আসবে। আর হ্যাঁ, বিশ্বাসটাও খুব জরুরি’।
কোনওদিন বাবা-মা'কে ছেড়ে আলাদা থাকেননি সোহিনী, সে জায়গায় বিয়ের পর নতুন দেশে সংসার। নতুন জীবনের আনন্দের সঙ্গে খানিক মন খারাপ। তবে আশ্বাস দিলেন তিনি জলদি ফিরবেন। ফেব্রুয়ারি মাসে লন্ডন পাড়ি দেবেন জুটিতে। মাস খানেক পর ইউরোপেই হানিমুন সারার পরিকল্পনা রয়েছে সোহিনী-জয়সূর্যর। অভিনয় থেকে আপাতত অল্প বিরাম। আগামী বছর কলকাতায় ফেরার পরিকল্পনা রয়েছে সোহিনীর।