রণবীর ও ক্যাটরিনার অতীত সম্পর্কের কথা অনুরাগীদের অজানা নয়। দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিল তাঁদের, বিয়ের কথাও এগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি প্রেম। ২০১৬ সাল নাগাদ ভেঙে যায় রণবীর-ক্যাটরিনার বহুচর্চিত প্রেম কাহিনি। পরে ক্যাটরিনারই ঘনিষ্ঠ বান্ধবী আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেকটা জল। এখন ক্যাটরিনা মিসেস ভিকি কৌশল, অন্যদিকে স্ত্রী-কন্যাকে নিয়ে ভরা সংসার রণবীরের।
ক্যাটরিনা ব্রেক আপের পর রণবীরের সঙ্গে কাজ করেননি। কিন্তু প্রথমবারের জন্য ক্যাটরিনার স্বামী রণবীরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। সৌজন্যে সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’। আপতত রণবীর-ভিকির ব্রোম্যান্স বলিউডে টক অফ দ্য টাউন। শনিবার ছিল পরিচালক-প্রযোজক সঞ্জয় লীলা বনশালির জন্মদিন। সেই পার্টিতে হাজির ছিলেন বলিউডের একঝাঁক তারকা।
পৌঁছেছিলেন রানি মুখোপাধ্যায়, ভিকি কৌশল, রণবীর কাপুর, আলিয়া ভাট, অদিতি রাও হায়দারি এবং রিচা চাড্ডারা। পার্টির একাধিক ভিডিয়ো ও ছবি সোশ্যালে সামনে এসেছে। তবে সবচেয়ে বেশি চর্চায় ভিকি কৌশল ও রণবীর কাপুরের পরস্পরকে জড়িয়ে ধরার মুহূর্ত।
এদিন রণবীর কাপুর বেছে নিয়েছিলেন ব্লেজার ও ডেনিমের নিচে কালো টি-শার্ট। জন্মদিনের পার্টিতে একসঙ্গে হাজির হন রণবীর-আলিয়া, এথনিক পোশাকে নজরকাড়া আলিয়া। রণবীরও গাড়ির ভিতর থেকে ছবি শিকারিদের জন্য হাত নাড়েন।
বনশালির সুবাদে ভিকি-রণবীরের বন্ধুত্ব এখন গাঢ় হয়েছে। এদিন ক্যাটরিনার দেখা মেলেনি, তবে ভিকি কৌশল এসেছিলেন ক্যাজুয়াল পোশাকে সেজে, মাথায় টুপি। একটি ক্লিপে দেখা যাচ্ছে, ভিকি রণবীরকে জড়িয়ে ধরে রয়েছেন, পাশে বনশালি।
পরিচালকের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘প্রেমের গল্প বলতে সিদ্ধহস্ত বনশালি, এটাও একদম সেইরকম কালজয়ী প্রেমের গল্প হতে চলেছে। ছবিতে মুখ্য ভূমিকায় থাকছেন রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল। ২০২৪-এর নভেম্বরে এই ছবির শ্যুটিং শুরু হবে। এই ছবির মাধ্যমে রাজ কাপুর পরিচালিত সঙ্গম ছবিতে শ্রদ্ধার্ঘ্য জানাবেন সঞ্জয় লীলা বনশালি।’
এই ছবির ‘কাস্টিং’ নিয়ে চর্চার শেষ নেই। হবে নাই বা কেন! রণবীরের জীবনে প্রেম এসেছে বারবার। আলিয়ায় থিতু হওয়ার আগে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর। তাঁদের বিয়ে নিয়েও কমচর্চা হয়নি, তবে নিন্দকদের দাবি ক্যাটরিনাকে ‘ঠকিয়ে’ তারই বান্ধবী আলিয়ার প্রেমে পড়েন নায়ক। ২০২১ সালের ডিসেম্বরে ভিকির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ক্যাটরিনা। চার মাস যেতে না যেতেই অন্তঃসত্ত্বা আলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রণবীর।
প্রসঙ্গত, সঞ্জয় লীলা বনশালির হাত ধরেই শুরু হয়েছিল রণবীরের রুপোলি সফর। নায়কের ডেবিউ ছবি সাওয়ারিয়া-র পরিচালক বনশালি। এর আগে ব্ল্যাক ছবিতে বনশালির সহকারী হিসাবেও কাজ করেছেন রণবীর। ভুলভ্রান্তি হলে কপালে জুটেছে মার-গালিগালাজ। জানিয়ে রাখি, পরিচালক বনশালির আগামী প্রোজেক্ট হীরামান্ডি মুক্তির জন্য তৈরি, নেটফ্লিক্সে মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালির প্রথম সিরিজ।