বাংলা নিউজ > বায়োস্কোপ > Sham Kaushal on Katrina: 'পঞ্জাবি ভালো বোঝে, বলারও চেষ্টা করে', ক্যাটরিনার অজানা কথা ফাঁস করলেন ভিকির বাবা

Sham Kaushal on Katrina: 'পঞ্জাবি ভালো বোঝে, বলারও চেষ্টা করে', ক্যাটরিনার অজানা কথা ফাঁস করলেন ভিকির বাবা

২০২১ সালের ৯ ডিসেম্বর ধুমধাম করেই বিয়ে করেছিলেন ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফ।

Katrina-Vicky: অ্য়াকশন পরিচালক শ্যাম কৌশল জানিয়েছেন, পঞ্জাবি খুব ভালো বুঝতে পারেন ক্যাটরিনা। এমনকী পঞ্জাবিতে কথা বলারও চেষ্টা করেন অভিনেত্রী। 

বলিউডের অন্যতম পাওয়ার কাপল ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। জনসমক্ষে পরস্পরের প্রতি ভালোবাসা, প্রশংসা এমনকী সাপোর্ট দেখাতেও কখনও পিছু পা হননা তাঁরা। দুই ছেলে থাকা সত্ত্বেও ভিকির বাবা-মা শ্যাম কৌশল এবং বীনা দেবী একটি মেয়ের অভাব অনুভব করতেন। আর ক্যাটরিনা আসার পর সেই অভাবও ঘুচে যায় ভিকির বাবা-মায়ের। ক্যাটরিনাই তাঁদের পরিবারে প্রচুর আনন্দ বয়ে নিয়ে এসেছে জানিয়েছেন ভিকি।

সদ্য এক সাক্ষাৎকারে অ্য়াকশন পরিচালক শ্যাম কৌশল জানিয়েছেন, পঞ্জাবি খুব ভালো বুঝতে পারেন ক্যাটরিনা। এমনকী পঞ্জাবিতে কথা বলারও চেষ্টা করেন অভিনেত্রী। তিনি আরও জানিয়েছেন, অনেক রকমের শাক-সব্জি বাড়িতে এখন আনা হয় ক্যাটরিনার জন্য। কারণ সে সব্জি খেতে খুব ভালোবাসে। তাই পরিবারের সবাই এখন নানা রকমের সব্জি খেতে শিখে গিয়েছে। তিনি এ-ও জানিয়েছেন, ‘এখন ডিরেক্টরের থেকে বেশি ভিকি-সানির বাবা, ক্যাটরিনা কাইফের শ্বশুর হিসেবে লোকে বেশি চেনে’। আরও পড়ুন: পরিচালনায় মানসী, শাশ্বত-অপরাজিতা জুটি বলবেন ‘এটা আমাদের গল্প’, প্রকাশ্যে টিজার

বিয়ে তাঁর জীবনে কী প্রভাব ফেলেছেন? সম্প্রতি দ্য উইক-কে দেওয়া সাক্ষাৎকারে ভিকি বলেছেন, তাঁদের সম্পর্কের মূলে রয়েছে প্রশংসা। তাঁরা একে অপরকে উৎসাহ দেন, একে অপরকে আরও উন্নতির পথ দেখান। পরস্পরের প্রশংসা করেন। অভিনেতা জানিয়েছেন, ‘আমরা যেমন ধরণের মানুষ পরস্পরকে সেই ভাবেই ভালোবাসি। আমাদের মধ্যে নতুনত্ব বিষয় হল, কীভাবে আমরা একে অপরকে আরও উন্নতি পথ দেখাতে পারি। এখন আমরা বিবাহিত, সবথেকে বড় বিষয় হল সমস্তটাই আমাদের দুজনের উপর নির্ভর করে, একা আমার উপর নয়’।

অভিনেতা ফাঁস করেছেন, বাড়িতে কী ধরণের খাবার খান তাঁরা। যেখানে বেশিরভাগ সময় শাক-সবজি খেতে পছন্দ করেন ক্যাটরিনা, তিনি কিন্তু নানা রকমের খাবার বেছে নেন। ভিকি জানিয়েছেন, ‘খাবারের ক্ষেত্রে ও (ক্যাটরিনা) আমার থেকে বেশি শাক-সবজি খায়। ও খুব সাধারণ খাবার খেতে পছন্দ করে। খুব কমই ওকে ছোলা ভাতুরা খেতে দেখা যায়। কিন্তু আমি তো কব্জি ডুবিয়ে খাই। ক্যাটরিনা বাড়িতে থাকলে মা খুব খুশি হয়, সবসময় বলেন, দুই ছেলেকে খুব ছোট থাকতে করলা খাওয়ানোর চেষ্টা করেন তিনি। বিন নানা ধরণের সব্জি খাওয়ানোর চেষ্টা করেন। তবে এখন তাঁর ছেলে বউ সেগুলি রোজ খায়। এগুলোই আসলে ওর প্রধান খাবার। ও প্যানকেক খেতে খুব ভালোবাসে। আমরা খুব সাধারণ দম্পতি, পেশার খাতিরে আমারা আসলে লাইমলাইটে থাকি’।

২০২১ সালে রাজস্থানে চার হাত এক হয়েছিল ভিকি-ক্যাটরিনা। আগামীতে ‘ছাবা’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে।

 

বায়োস্কোপ খবর

Latest News

দেবীপক্ষেই বিয়ে সারছেন, কনের বেশে তৈরি রূপসা, বর বেশে সায়নদীপ কি হাজির? অগ্নিবীর নিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে, হরিয়ানায় ভোটের আগে রাহুলকে বিঁধলেন রাজনাথ উইন্ডিজে ‘চুরি’ হয়েছে তাঁর পুরস্কার! মুরলিকে টপকে কি এবারেই রেকর্ড গড়তেন অশ্বিন স্কুলে সাপের কামড়ে ছাত্রের মৃত্যুতে গ্রেফতার প্রধান শিক্ষক! রান্নাঘরে ঝগড়া, ছুরি দিয়ে স্ত্রী'র কান কেটে দেওয়ার অভিযোগ, মাথা ফাটল স্বামীর ‘বন্যাপ্রবণ এলাকা’ চিহ্নিত করা হয়নি, মমতাকে চিঠি লিখে দায়ী করলেন মোদীর মন্ত্রী কাজের কাজ কিছুই হচ্ছে না! দিল্লির দূষণ রোধে প্রশাসনের ভূমিকায় বিরক্ত শীর্ষ আদালত 'রাস্তা কঠিন' ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে জবাব দিলেন দেব, ফেব্রুয়ারিতে আসছে সুখবর আর কত কষ্ট সইতে হবে মেয়েদের? কলকাতার এই পুজোয় লজ্জায় মুখ ঢাকছেন মা বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে ইকো পার্কে দেখা গিয়েছে, দাবি পড়শি দেশের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.