বাংলা নিউজ > বায়োস্কোপ > Vicky Kaushal-Katrina Kaif: ভিকির উপর বেজায় চটে বিয়ে ক্যানসেল করে দিতে বলেছিলেন ক্যাট! কী হয়েছিল তাঁদের মধ্যে?

Vicky Kaushal-Katrina Kaif: ভিকির উপর বেজায় চটে বিয়ে ক্যানসেল করে দিতে বলেছিলেন ক্যাট! কী হয়েছিল তাঁদের মধ্যে?

ভিকিকে বিয়ে ক্যানসেল করার পরামর্শ দিয়েছিলেন ক্যাটরিনা!

Vicky Kaushal-Katrina Kaif: ২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। কিন্তু প্রাথমিক ভাবে বিয়ে ক্যানসেল করে দেওয়ার কথা বলেছিলেন ক্যাট, কিন্তু কেন?

২০২১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। বলিউডের অন্যতম হ্যাপেনিং কাপল তাঁরা। দুই বছর আগে রাজস্থানে নিকট আত্মীয় এবং বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। তবে সম্প্রতি অভিনেতা জানালেন ক্যাটরিনা নাকি প্রাথমিক ভাবে এই বিয়ে ক্যানসেল করে দিতে চেয়েছিলেন। না না, অভিমান বা রাগ করে নয়। বরং অন্য কারণে। সেই সময় জারা হাটকে জারা বাঁচকে ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ভিকি। বিয়ের জন্য ছুটি নিলেও কাজের চাপ ছিল তখন তাঁর। সেই জন্যই বিয়ের সময় চেঞ্জ করার পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী।

ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিয়ে

একদিকে বিয়ে আরেকদিকে কাজ, দুইয়ের মধ্যে ফেঁসে গিয়েছিলেন ভিকি কৌশল! পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান তিনি তাঁর বিয়ের আগেই ছবির অর্ধেক শুটিং করে নিয়েছিলেন, তারপর একটা বিরতি নেন বিয়ের জন্য। কিন্তু বিয়ের মাত্র দুদিনের মাথায় তাঁকে ছবির নির্মাতারা ফোন করে কাজে ফিরতে বলেন। কিন্তু তখন যখন কাজ থেকে এভাবে চাপ দেওয়া হচ্ছিল তাঁকে তখন অন্যদিকে বাড়ি থেকে পান অন্য চাপ। ক্যাটরিনা তাঁকে বলেন বিয়ের দুদিনের মাথায় কাজে ফিরতে হলে এই সময় বিয়ে করার দরকারই বা কী ছিল। পরে করলেই হতো বিয়ে। বউয়ের ধমকে তিনি তখন জানান যে কাজে তখনই ফিরতে পারবেন না। গাঁটছড়া বাঁধার পাঁচদিন পর পুনরায় সেটে ফেরেন অভিনেতা।

আরও পড়ুন: সৌরভের নাম ভাঙিয়ে ভিনরাজ্যে সুবিধা নিচ্ছেন বহু বাঙালি! দাদা বললেন, 'কতজন যে এভাবেই...'

আরও পড়ুন: ইরফানের মৃত্যুর পর বাবিলের ভরসা হয়ে ওঠেন কে কে মেনেন! দ্য রেলওয়ে মেনের সেটে কী হয়েছিল

তবে ক্যাটরিনাকে বিয়ে করে যে তিনি খুশি সেটা তিনি এদিন আবারও বুঝিয়ে দেন। তাঁর কাছে এটা একটা আশীর্বাদের মতো বলেও দাবি করেন। ক্যাটরিনা নাকি তাঁর জীবনের আসার পর অনেক পরিবর্তন নিয়ে এসেছেন, শান্তি নিয়ে এসেছেন। কিছুদিন আগেই তাঁদের একত্রে করওয়া চৌথ পালন করতে দেখা যায়।

ভিকি-ক্যাটের আগামী প্রজেক্ট

ভিকি কৌশলকে আগামীতে স্যাম বাহাদুর ছবিতে দেখা যাবে। ছবিটি পয়লা ডিসেম্বর মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। অন্যদিকে ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার থ্রি সদ্যই মুক্তি পেয়েছে। তাঁকে আগামীতে মেরি ক্রিসমাস ছবিতে দেখা যেতে চলেছে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের মহাষষ্ঠী কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মহাষষ্ঠী? জানুন রাশিফল বৃষ্টি থেকে রেহাই নেই ষষ্ঠীতেও, ৯ জেলায় কিছুটা বেশি বর্ষণ, পুজোর মধ্যেই কমবে? 'ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে', 'পরজীবী' কংগ্রেসকে তুলোধোনা মোদীর ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.