সদ্যই মুক্তি পেয়েছে দ্য রেলওয়ে মেন। এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান। তাঁর সঙ্গে আছেন কে কে মেনন। ওয়েব সিরিজটি ১৯৮৪ সালে ঘটে যাওয়া ভোপাল গ্যাস লিক ঘটনার উপর ভিত্তি করে বানানো হয়েছে। সম্প্রতি ভারতের ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির ছিলেন বাবিল এবং কে কে মেনন। সেখানেই একে অন্যের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন। এই সিরিজেই তাঁরা প্রথমবার একসঙ্গে কাজ করেছেন।
কে কে মেনন সম্পর্কে বাবিল কী বললেন?
সহঅভিনেতা কে কে মেননের প্রসঙ্গে গোয়ায় অনুষ্ঠিত হওয়া এই চলচ্চিত্র উৎসবে বাবিল বলেন, 'উনি একজন ভার্সেটাইল অভিনেতা। সিরিজের সেটে উনি নানা অপ্রাসঙ্গিক বিষয়ে কথা বলতেন, গল্প করতেন। এই যেমন এই প্লাস্টিকের বোতল কেন কোনও মেটাল দিয়ে তৈরি নয় এসব।' তিনি আরও বলেন, 'আমি জানি যখন দুজন অভিনেতা কাজ করছেন তখন সেখানে যাওয়া উচিত নয়। কিন্তু আমি এটুকু বলতে পারি কে কে স্যারের সঙ্গে এই ছবিতে কাজ করে আমি সব ভুলে গেছি।'
আরও পড়ুন: 'ওরা ইসলাম ধর্মের বলেই...' মুসলিম বলেই ভারতের পরাজয়ে খুশি বাংলাদেশিরা? বিস্ফোরক দাবি তসলিমার
এই সিরিজের কাজ শুরু হয় যখন তার কিছুদিন আগেই মারা গিয়েছেন ইরফান খান। ফলে একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন বাবিল। সেই প্রসঙ্গ মনে করে বলেন, 'সেই সময় আমার জীবনের সব থেকে বড় ক্ষতিটা হয়ে গিয়েছে। আমি আমার প্রিয় বন্ধু, আমার বাবাকে হারিয়েছিলাম। মাত্র ৭-৮ মাস কেটেছিল তখন সবে। সেটে এসে নিজেকে খুব একা লাগত। কেবল কে কে স্যারের সঙ্গে যখন জিমে সময় কাটাতাম তখন ভালো লাগত। এটুকুই তো একটা সেরা উপহার যা কেউ কাউকে দিতে পারে।'
তবে বাবিল একা নন, কে কে মেননও তাঁর প্রশংসা করেন এদিন। তিনি বলেন, 'বাবিল একজন দারুণ মানুষ, ও ওর নিজের দক্ষতায় অনেক দূর পৌঁছবে। এই সিরিজ দেখলেই সেটা বোঝা হবে। ওর মনটা খুব ভালো।'