বাংলা নিউজ > বায়োস্কোপ > Vikrant Massey Son: প্রথমবার সামনে আনলেন সদ্যোজাতর ছবি, ছেলের নাম কী রেখেছেন, জানালেন বিক্রান্ত-শীতল

Vikrant Massey Son: প্রথমবার সামনে আনলেন সদ্যোজাতর ছবি, ছেলের নাম কী রেখেছেন, জানালেন বিক্রান্ত-শীতল

সদ্যোজাত একরত্তির ছবি প্রকাশ্যে আনলেন বিক্রান্ত-শীতল

Vikrant Massey And Sheetal Thakur: বাবা হয়েছেন 'টুয়েলভথ ফেল' খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সদ্য স্ত্রী শীতলের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়েছেন ছেলের নামও।

সদ্য বাবা হয়েছেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত অভিনেতা বিক্রান্ত ম্যাসি। শীতল ঠাকুর এবং বিক্রান্তের কোল আলো করে এসেছে পুত্রসন্তান। নিজেদের সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি দিয়ে এই সুখবর ভাগ করে নিয়েছেন বলিউডের দম্পতি। ৭.২.২০২৪ তারিখটি দিয়ে লিখেছেন, ‘আমাদের কোল আলো করে এসেছে আমাদের ছেলে। আনন্দ আর ভালোবাসায় ভাসছি দু’জনে’। বিক্রান্তদের এই পোস্ট দেখে বহু মানুষ দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

২০২২ সালে অভিনেত্রী শীতলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিক্রান্ত। বলিউডে তাঁরা দু’জনেই পরিচিত নাম। শুক্রবার সদ্যোজাত একরত্তির ছবি-ও প্রকাশ্যে আনলেন তাঁরা। ইনস্টাগ্রামে সদ্যোজাতের ছবিও পোস্ট করেছেন। প্রথম ছবিতে দেখা গিয়েছে, গোলাপি রঙের শাড়ি পরে শীতল সদ্যোজাতকে কোলে নিয়ে তিনি। আর দুজনে আগলে রয়েছেন বিক্রান্ত, অপলক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে অভিনেতা। মা-বা ও ছানা…তিনজনেই সেজেছেন গোলাপিতে। শুধুই একরত্তির ছবি নয়, এদিন বিক্রান্ত ও শীতল জানালেন সদ্যোজাতর নাম-ও…। ছেলের নাম রেখেছেন 'বরদান’। আরও পড়ুন: ‘ব্যর্থতা শিখিয়ে গিয়েছে..’, ‘লাল সিং চাড্ডা’র ফ্লপ নিয়ে চমকে যাওয়া মন্তব্য আমিরের

পোস্টে শোভিতা ধুলিপালা, রাশি খান্না, সুহেল নাইয়ার, রশিকা দুগ্গাল, অংশুমান ঝা, মনীশ মালহোত্রা-সহ বহু অনেক বলিউড সেলেব শুভেচ্ছা জানিয়েছেন। বিক্রান্ত ওটিটির পর্দায় দীর্ঘ দিন ধরেই প্রশংসা কুড়িয়েছেন। আরও পড়ুন: CCL ম্যাচের ফাঁকে ছুটে এসে মাকে চুম্বন সলমনের, ‘নজর যেন না লাগে’, বলছে নেটদুনিয়া

সম্প্রতি ‘টুয়েলভথ ফেল’ তাঁকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত খ্যাতি এবং জনপ্রিয়তা। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনকাহিনি তিনি নিখুঁত দক্ষতায় পর্দায় ফুটিয়ে তুলেছেন। ২০২৩ সালের অক্টোবরে এই ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়েছিল। কিন্তু তখন বক্স অফিসে সে ভাবে বিক্রান্তের ছবি ব্যবসা জমাতে পারেনি। পরে ওটিটি-তে ‘টুয়েলভ্‌থ ফেল’ মুক্তি পেলে ক্রমশও জনপ্রিয়তা বাড়তে থাকে ছবির। এই ছবি অভিনেতার কেরিয়ারে অন্য মাত্রা যোগ করেছে।

প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে সম্পর্কে ছিলেন বিক্রান্ত এবং শীতল। ২০১৯ সালে দু’জনেই বাগদান সারেন। ১৪ ফেব্রুয়ারি ২০২২-এ অভিনেত্রী শীতল ঠাকুরের সঙ্গে তাঁর বিয়ের রেজিস্ট্রি করেছেন। এবং ১৮ ফেব্রুয়ারি একেবারে ঐতিহ্য-নিয়ম মেনে সেই অনুযায়ী বিয়ে করেন। দু’জনেই দীর্ঘদিন ধরে একে অপরকে ডেট করেছেন। শোনা যায়, এএলটি বালাজির ওয়েব শো 'ব্রোকেন বাট বিউটিফুল'-এর সেটে দু’জনের প্রথম দেখা হয়েছিল। তবে বিয়ের পর থেকেই চলচ্চিত্র জগৎ থেকে দূরে সরে যান শীতল।

 

 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

'আরএসএস সকল প্রজন্মের অনুপ্রেরণা', সংগঠনের শতবর্ষে পদার্পণে বার্তা মোদীর কাশ্মীর থেকে কন্যাকুমারী দেশজুড়ে অনশনে বসবেন জুনিয়র ডাক্তাররা, বাংলার হাতে হাত বিয়ের পর প্রথম বিজয়ায় সিঁদুরে মাখামাখি দর্শনা, সিঁদুর খেললেন শুভশ্রী-রচনা-নুসরত বাংলার বিদ্বজ্জনদের চিঠি পৌঁছল মুখ্যমন্ত্রীর দুয়ারে, মধ্যস্থতায় ইমেল দু’‌পক্ষকে গান গেয়ে মা দুর্গাকে বিদায় জানালেন মমতা! শুনে নিন বিজয়ার গান, শেয়ার কুণালের ৩৭ বার ২০০-র বেশি রান! সামারসেট, CSK, RCB-কে টপকে T20-তে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর বাড়ানো হল সলমন খানের বাড়ির বাইরের নিরাপত্তা দশমীতে একটা নতুন শাড়ি কিনে দিলে না! চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ বধূর মুকেশ-শাহবাজের সাঁড়াশি আক্রমণে ভাঙল UP-র প্রতিরোধ, রঞ্জির ১ম ইনিংসে লিড বাংলার পুজোয় অপরূপা অপরাজিতা! কেমন কাটল অভিনেত্রীর পুজো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.