মায়ের সঙ্গে দারুণ বন্ডিং বলিউডের দাবাং খানের। মা সালমা খানের সঙ্গে সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন সলমন। অর্পিতা খানের দুই ছেলেমেয়ে অর্থাৎ ভাগ্না-ভাগ্নি আহিল এবং আয়াতের সঙ্গেও মামা সাল্লুর দারুণ বন্ডিং ফুটে উঠেছে ভিডিয়োতে। সেই ভিডিয়ো দেখে মুগ্ধ নেটদুনিয়া।
দুবাইয়ারে শারজাহতে চলছে সেলিব্রিটি ক্রিকেট লিগ (CCL)। সেখানে হাজির হয়েছেন সলমনও। অভিনেতার শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, নীল রঙের শার্ট আর ডেনিম জিনস পরে স্টেডিয়ামে ঢুকছেন সলমন। ম্যাচ দেখার জন্য তাঁর পরিবার যেখানে বসা রয়েছে সোজা সেখানে চলে এলেন সলমন। এরপরই মা সালমার কপালে, গালে এবং নাকে আদুরে চুম্বন করেন তিনি। ভাগ্না-ভাগ্নি আহিল এবং আয়াতের সঙ্গেও কথোপকথন সারতে দেখা গিয়েছে অভিনেতাকে। হাতে থাকা স্ন্য়াক্স মামাকে খাইয়ে দেন খুদে। ভাই সোহেল খান এবং বোন অর্পিতার সঙ্গে ম্যাচ দেখতে গিয়েছিলেন সলমন। আরও পড়ুন: 'লাভ সেক্স অউর ধোকা ২'-এ ক্যামিও রোলে দেখা যাবে মৌনিকে, কবে বড় পর্দায় আসছে ছবি
দেখুন ভিডিয়ো-
এ দিন ম্যাচ ছিল মুম্বই হিরোস এবং কেরল স্টাইকার্সদের মধ্যে। অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল ‘টাইগার থ্রি’ ছবিতে। এ দিনে সলমনের হাতে আগামীতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। সলমনের শেয়ার করা ভিডিয়োতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। একজনের মন্তব্য, ‘নজর যেন না লাগে’।
প্রায় ১৩ বছর আগে সোহেল খান জানিয়েছিলেন যে তিনি একটি ছবির পরিচালনা করতে চলেছেন। সেই ছবিতে সলমন খান এবং কপিল শর্মাকে দেখা যাবে। এটি একটি লার্জর দ্যান লাইফ ছবি হবে। এই ছবিটির নাম শের খান দেওয়া হয়েছিল। জানা গিয়েছিল ভিএফএক্সে ঠাসা এই ছবিটি আদতে জঙ্গলকেন্দ্রিক একটি অ্যাডভেঞ্চার ছবি হবে। এখানে সিংহের মতো সাহসী একজন পুরুষের চরিত্রে দেখা যাবে সলমন খানকে। যদিও এতদিন ধরে যে ছবিটি নিয়ে এত টালবাহানা চলেছে অবশেষে সেই ছবিটি বড় পর্দায় আসতে চলেছে। শীঘ্রই শুরু হবে শ্যুটিং।
সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রচারে এসে নিউজ ১৮ কে দেওয়া একটি সাক্ষাৎকারে সোহেল খান জানিয়েছেন, ‘ভিএফএক্সের জায়গাটা দিন দিন শক্তপোক্ত হয়ে উঠছে। আমি যতবার শের খানের স্ক্রিপ্ট শেষ করেছি ততবার মার্ভেলের কোনও ছবি দেখে মনে হয়েছে যা লিখেছি সেটা ব্যাকডেটেড। আসল অ্যাকশন কেমন হওয়া উচিত সেটা নতুন করে অনুভব করি। তাই ভাবি তখন যদি ছবিটা আনতাম কেমন পুরনো দিনের মনে হতো’।
সব ঠিক থাকলে ২০২৫ সাল থেকেই তাঁরা এই ছবির কাজ শুরু করবেন। এমনটাই তিনি আভাস দিয়েছেন। প্রসঙ্গত, এটাই প্রথমবার নয় যখন সলমন খান তাঁর ভাই সোহেলের কোনও ছবিতে কাজ করতে চলেছেন। এর আগেও তিনি সোহেল পরিচালিত পেয়ার কিয়া তো ডরনা কেয়া, হ্যালো ব্রাদার, জয় হো ইত্যাদিতে কাজ করেছেন।