বাংলা নিউজ > বায়োস্কোপ > Vivek Oberoi: ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের পর একাধিক ক্যাজুয়াল সম্পর্কে ছিলেন বিবেক! বললেন, 'অনেকে আমার বিয়েতেও এসেছিল'

Vivek Oberoi: ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের পর একাধিক ক্যাজুয়াল সম্পর্কে ছিলেন বিবেক! বললেন, 'অনেকে আমার বিয়েতেও এসেছিল'

ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের পর একাধিক সম্পর্কে থেকেছেন বিবেক!

Vivek Oberoi Relationships: সম্পর্ক, বিচ্ছেদ, সম্পর্কের ভাঙা গড়া সবটা নিয়ে মুখ খুললেন বিবেক ওবেরয়। জানালেন তিনি কী শিখেছেন এসব থেকে।

জীবনে একাধিক ব্রেকআপ, বিচ্ছেদ সহ অনেক কিছুই পেরিয়ে এসেছেন। কিন্তু সেই সম্পর্কগুলো থেকে তিনি কী কী শিখলেন, কী বুঝলেন এবার সেইসব নিয়েই মুখ খুললেন তিনি। ২০০০ সালের শুরুর দিকে তিনি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছিলেন বলেও জানান। জানান একাধিকবার তাঁর মন ভেঙেছে।

সম্প্রতি অনস বৌখাসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিবেক জানান, 'প্রতিটা সম্পর্ক আপনাকে কিছু না কিছু শেখায়। সেটা তোমার কাছে কিছু না কিছু শিক্ষা রেখে যায়। ব্রেকআপ, খারাপ সম্পর্ক আপনাকে আরও বেশি করে অনেক কিছু শেখায়। বোঝায় কীসের থেকে আপনার দূরে থাকা উচিত। আমি বুঝেছিলাম যে আমার মধ্যে একটা হিরো কমপ্লেক্স আছে। আমি নিজেকে সেটার থেকে সংযত করেছিলাম।'

তিনি আরও বলেন, 'নিজেই নিজের জন্য যে প্রত্যাশা তৈরি করেছেন সেটা সবসময় পূরণ করা সহজ হয় না। এরপর আপনার উল্টো দিকে থাকা মানুষটার থাকায় আপনি অভ্যস্থ হয়ে উঠবেন। এবং তাঁরাও আপনার থেকে কিছু না কিছু এক্সপেক্ট করতে শুরু করেন। আর তারপর আপনি আর চাইলে সেই জিনিসগুলো চাইলেও বদলাতে পারেন না। আপনি বলতে পারেন না আমরা দুজনেই এক, চলো দায়িত্ব দুজনে ভাগ করে নিই। আর এটাই কিন্তু একটা ভালো, সুস্থ সম্পর্ক। আমি এগুলোই আমার খারাপ, টক্সিক সম্পর্কগুলো থেকে জেনেছি, শিখেছি।'

তিনি তাঁর প্রাক্তন সম্পর্কগুলো সম্পর্কে বলেন, 'সম্পর্কে আমি কখনও অসৎ থাকিনি। আমি কাউকে কথা দিয়ে কখনও ছেড়ে দিইনি। আমি সোজাসুজি বলে দিতাম যে আমি সিরিয়াস নই। আমার অনেক ক্যাজুয়াল প্রেমিকার সঙ্গে পরবর্তীকালেও বন্ধুত্ব রেখেছি। ওঁরা তো অনেক আবার আমাদের বিয়েতেও এসেছিল।' প্রসঙ্গত ২০১০ সালে প্রিয়াঙ্কা আলভাকে বিয়ে করেন বিবেক।

আরও পড়ুন: শ্রদ্ধা কাপুরের পোস্টে ‘কৃষ ৪’-এর ইঙ্গিত হৃতিকের! 'অবশেষে' উচ্ছ্বসিত ভক্তরা

আরও পড়ুন: 'ও আমার কী-কতটা জানি না', রুক্মিণীর ভালোবাসায় বুঁদ দেব, জানালেন সম্পর্কের গোপন কথা

অভিনেতা জানান তাঁর এই ব্রেকআপগুলোর পর নাকি তাঁর মা তাঁকে আশ্বস্ত করতেন, তাঁর কথাতেই বিবেক শান্ত হতেন। এই বিষয়ে বলে রাখা ভালো ২০০৩ সালে রাম গোপাল ভার্মার কোম্পানি ছবির মাধ্যমে তিনি বলিউডে ডেবিউ করেন। তিনি নানা সময়ে বলেছেন যে বলিউডে তিনি কত ওঠা পড়া দেখেছেন। সম্প্রতি তিনি দক্ষিণ ভারতীয় ছবি এবং ওটিটিতে পা রেখেছেন। তাঁকে আগামীতে আমাজন প্রাইম ভিডিয়োর পুলিশ ফোর্স ছবিতে দেখা যাবে।

বায়োস্কোপ খবর

Latest News

এখনও পার্টনার জোগাড় হয়নি?মেষ সহ কোন ৫রাশির জাতকরা এবারও একাই পুজো কাটাতে পারেন তফসিলি স্বীকৃতি আদায়ে একজোট বাংলা-সিকিমের গোর্খা উপজাতিরা, পাশে বিজেপি সাংসদ! চিকিৎসায় ২০২৪-এর নোবেল পেলেন ২ মার্কিন বিজ্ঞানী, গবেষণা করেন মাইক্রো RNA নিয়ে যেন ঝিনুকের মাঝে মুক্তো বা ফোয়ারা! নাতাশার প্যারিস গালার সাজ দেখে হেসে খুন সবাই ফ্রনফুটে এসে অজি তারকার মাথার ওপর ছয়! দঃ আফ্রিকার স্মৃতি মনে করালেন শ্রীসন্থ… পুজোর আগেই ঘরে শ্যামা পোকার উপদ্রব শুরু হয়েছে? মুক্তি পেতে মাথায় রাখুন এই টিপস এখনই টিম পাঠান, মহিলারা খুব আতঙ্কে রয়েছেন, জয়নগরের ঘটনায় কেন্দ্রকে চিঠি সুকান্তর ‘আমি নাকি BJP করি…’, অরিত্রর বাড়িতে হামলা! 'পরের উত্তরটা অভিষেক-মমতার থেকে নেব' নবরাত্রিতে রীতি মেনে কন্যা পুজো করলেন ভিকি-অঙ্কিতা শতরান হাতছাড়া পান্ডিয়ার, নিখিলদের ব্যাটে অজিদের বিরুদ্ধে বড় ইনিংসের পথে ভারত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.