লোকসভা ভোটের উত্তেজনার মাঝেই বড় বিপাকে বিজেপির তারকা সাংসদ রবি কিষাণ। ভোজপুরী সুপারস্টারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন অপর্ণা ঠাকুর নামের এক মহিলা। তাঁর দাবি, তিনি রবি কিষাণের স্ত্রী। পরিবার-বন্ধুদের সামনে তাঁর সিঁথিতে সিঁদুর দিয়ে ১৯৯৬ সালে বিয়ে করেছিলেন রবি, তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে বলে জানান ওই মহিলা। আরও পড়ুন-নববর্ষে ‘সোমদা’ ধ্রুবর বাহুলগ্না কৌশাম্বি, ‘আদৃত রাগ করবে’, বলছে ফ্যানেরা
মেয়েকে পাশে নিয়েই সোমবার লখনউ-তে সাংবাদিক বৈঠক করেন ওই মধ্যবয়স্কা। অপর্ণার দাবি, শেনোভা তাঁর ও রবির সন্তান। তিনি চান, মেয়েকে সমাজের সামনে স্বীকৃতি দিক বিজেপি সাংসদ। অপর্ণা বলেন, ব্যক্তিগত স্তরে শেনোভাকে নিজের মেয়ে বলে মেনে নিলেও জনসমক্ষে তা স্বীকার করতে না-রাজ রবি কিষণ। গত এক বছর ধরে মেয়ে-স্ত্রীর সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছেন তিনি, তাই বাধ্য হয়েই প্রকাশ্যে এসে স্বীকৃতির দাবি জানাচ্ছেন তিনি।
আফসোসে সুরে ওই মহিলা বলেন, ‘আমি চাই আমার মেয়ে তাঁর অধিকার পাক। ও নিজের অপর সন্তানদের জন্য বাবা হিসাবে যে দায়িত্ব পালন করে, আমার মেয়ের জন্যও করুক। হয় আমার মেয়েকে রবি দত্তক নিক, না হলে অধিকার দিক। আশ্বাস ছাড়া রবি কিছুই দেয়নি আমাদের। গত এক বছর যোগাযোগ বন্ধ করেছে। নিরুপায় হয়ে আমি আজ মিডিয়ার সামনে। এরপর আদালতেও যাব’।
যদিও ‘স্বামী’র বিরুদ্ধে এফআইআর করতে না-রাজ ওই মহিলা। অপর্ণা বলেন, রবি কিষাণকে প্যাঁচে ফেলা তাঁর উদ্দেশ্য নয়, মেয়ের অধিকার জন্যই এই লড়াই। তাই কোনওরকম শাস্তিমূলক পদক্ষেপ নিতে চান না তিনি।
অপর্ণা জানান, বিয়ের ভিডিয়ো বা ছবি না থাকলেও রবি কিষাণের সঙ্গে একান্ত যাপনের অজস্র ভিডিয়ো বা ছবি তাঁর কাছে রয়েছে। তাঁর সাফাই, ১৯৯৬ সালে তো আর মোবাইল ক্যামেরা ছিল না! সাংবাদিকদের সামনে প্রমাণস্বরূপ বেশকিছু ছবিও তুলে ধরেন অপর্ণা।
রবি কিষাণের চর্চিত কন্যে বলেন, ১৫ বছর বয়সে তিনি প্রথম জানতে পারেন রবি কিষাণ তাঁর বাবা। তার আগে ‘চাচু’ (কাকা) হিসাবে রবি কিষাণকে জানতে তিনি। শেনোভা বলেন, ‘বাবা হিসাবে কোনওদিন পাশে থাকেননি তিনি। ছোটবেলায় নিয়মিত আমাদের বাড়িতে ওঁর যাতায়াত ছিল। আমি জানতাম উনি আমার কাকা হন। সত্যিটা সামনে আসার পর আমি মেয়ের স্বীকৃতি চেয়েছিলাম, উনি মিথ্যা আশ্বাসই দিয়ে গিয়েছেন। গত চার বছর ধরে পাত্তা নেই ওঁনার। আমি বেঁচে আছি না মরে গেছি সেই খোঁজটুকু নেন না'।
অপর্ণা ও শেনোভার বিস্ফোরক অভিযোগ নিয়ে এখনও জবাব দেননি রবি কিষাণ। প্রয়োজনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দরজায় কড়া নাড়বেন বলেও জানান রবির চর্চিত স্ত্রী-কন্যে। উত্তর প্রদেশের গোরখপুরের বিদায়ী সাংসদ রবি কিষাণ। তাঁর স্ত্রীর নাম প্রীতি কিষাণ। ১৯৯৩ সালে বিয়ে হয়েছিল রবি-প্রীতির। স্কুল জীবন থেকে শুরু তাঁদের প্রেম কাহিনি। দুজনের তিন কন্যা সন্তান ও এক পুত্র সন্তান রয়েছে। ভোজপুরী সিনেমার সুপারস্টার বলিউডেরও পরিচিত নাম। সম্প্রতি কিরণ রাও-এর ‘লাপাতা লেডিজ’-এ দেখা গিয়েছে তাঁকে।