বাংলা নিউজ > বায়োস্কোপ > Writing With Fire: অস্কার দৌড়ে বাঙালি পরিচালকের ‘রাইটিং উইথ ফায়ার’, সেরা তথ্যচিত্রের বিভাগে স্থান

Writing With Fire: অস্কার দৌড়ে বাঙালি পরিচালকের ‘রাইটিং উইথ ফায়ার’, সেরা তথ্যচিত্রের বিভাগে স্থান

‘রাইটিং উইথ ফায়ার’-এ দৃশ্য। (ছবি: ইউটিউব)

ছবির দুই পরিচালকের একজন বাঙালি। সুস্মিত ঘোষ। যুগ্ম পরিচালক রিন্টু থমাস। ছবির মূল বিষয় দলিত মহিলাদের দ্বারা পরিচালিত একটি খবরের কাগজের অস্তিত্ব রক্ষার লড়াই। 

অস্কারের দৌড়ে ভারতীয় ছবি। ছবির দুই পরিচালকের মধ্যে একজন আবার বাঙালি। সব মিলিয়ে মঙ্গলবার রাতটা ভারতীয় সিনেমার জন্য বেশ উজ্জ্বল।

মঙ্গলবারে ঘোষণা হল এ বছরের অস্কারের মনোনয়নের তালিকা। সেই তালিকায় পূর্ণ দৈর্ঘ্যের তথ্যচিত্রের মধ্যে স্থান পেল সুস্মিত ঘোষ এবং রিন্টু থমাস পরিচালিত ‘রাইটিং উইথ ফায়ার’। দু’জনেরই প্রথম ছবি এটি। 

তথ্যচিত্রটির কেন্দ্রে একটি খবরের কাগজ। ‘খবর লহরিয়া’। ভারতের একমাত্র খবরের কাগজ, যা চালান দলিত মহিলারা। তথ্যচিত্রের বিষয়টি সেই কাগজের প্রধান সাংবাদিক মীরাকে অনুসরণ করে এগোয়। কীভাবে টিকে থাকার জন্য ‘খবর লহরিয়া’ ছাপা কাগজ থেকে ডিজিটাল-মাধ্যমে রূপান্তরিত হয়— সেটিই উঠে এসেছে এই তথ্যচিত্রের মধ্যে।

তবে শুধু একটি খবরের কাগজের টিকে থাকার লড়াই নয়, তার সঙ্গে এই তথ্যচিত্রে গুরুত্ব পেয়েছে দলিত মহিলাদের লড়াই, সামাজিক অবস্থান, প্রশাসনের সঙ্গে বিবাদ, অধিকার রক্ষার দাবিতে আন্দোলনের মতো বিষয়গুলি।

এদিন অস্কারের তালিকায় নাম ওঠার পরেই পরিচালক রিন্টু থমাস একটি ভিডিয়ো শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, তাঁদের ছবির নাম ঘোষণা হওযার পরেই কীভাবে তিনি এবং সুস্মিত বিহ্বল হয়ে যান।

এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েক জায়গায় আলোচনা হয়েছে। ছবিটি ইতিমধ্যেই হাতে পেয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারও। আমেরিকায় সানডান্স উৎসবের একটি বিশেষ বিভাগেও ছবিটি দেখানো হয়েছে এবং পুরস্কৃত হয়েছে। পুরস্কার পেয়েছে বেলফাস্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ক্র্যাকো ফিল্ম ফেস্টিভ্যালের মতো জায়গাতেও। অস্কারের দৌড়ে সেই জয় অব্যাহত থাকবে, তা নিয়েও আশাবাদী অনেকে।

বন্ধ করুন