সন্তান-সম পোষ্য হ্যাপিকে হারানোর যন্ত্রণার কথা রবিবার ইনস্টাগ্রামে তুলে ধরেছিলেন ‘যশরত’। তারপর থেকেই মন ভালো নেই দু'জনের। মাঝে সোশ্যাল মিডিয়ায় প্রাণোচ্ছ্বল নুসরতকে দেখে কটূক্তি করতে ছাড়েননি নেটিজেনরা। যোগ্য জবাবও দিয়েছিলেন অভিনেত্রী। এবার যশের সোশ্যাল মিডিয়ায় ফিরল ‘হ্যাপি’র স্মৃতি।
যশের পোষ্যপ্রেম কারুর অজানা নয়। যশের দীর্ঘদিনের সাথী ছিল ‘হ্যাপি’। তাঁর সঙ্গে কাটানো মুহূর্ত হামেশাই উঠে আসত অভিনেতার সোশ্যাল মিডিয়ায়। ২০১৬ সালের শুরুতেই ‘হ্যাপি’কে ঘরে এনেছিলেন যশ। যদিও অভিনেতার সবচেয়ে পুরোনো চারপেয়ে বন্ধু ছিল ‘ব্রুটাস’। হ্যাপি, ব্রুটাস, লিও-- তিন ছানাকে নিয়ে দিব্বি চলত যশের দিনযাপন। যদিও ধীরে ধীরে কালের নিয়মে বিদায় নিয়েছে হ্যাপি, ব্রুটাস।
আপতত ‘সিম্বা’ আর ‘ব্রুয়াস’কে আগলেই কাটছে যশ-নুসরতের দিন। যশের আরও দুই চারপেয়ে সন্তান তাঁরা। বৃহস্পতিবার ছিল ‘জাতীয় প্রিয় বন্ধু দিবস’। আর চারপেয়ে সন্তানদের চেয়ে ভালোবন্ধু কেই বা হতে পারে? এদিন যশের এক ফ্যান ক্লাবের তরফে যশের সঙ্গে হ্যাপি ও ব্রুটাসের কিছু পুরোনো ছবির কোলাজ পোস্ট করা হয়েছিল, সেই ছবিই নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করে নেন নায়ক। কোথাও পরম স্নেহে পোষ্যকে জড়িয়ে রয়েছেন যশ, আবার কখনও আপনমনে তারা খেলায় ব্যস্ত। পুরোনো দিনের স্মৃতি আগলে নিঃসন্দেহে মন কেঁদেছে যশের।
গত রবিবার প্রিয় পোষ্যের মৃত্যু সংবাদ জানিয়ে যৌথ বিবৃতিতে যশরত জানিয়েছিলেন,‘আমাদের প্রিয় পুত্রের স্নেহময় স্মৃতিতে… আমাদের বাড়িতে কারও না থাকা এখন দিনরাত অনুভব করি/ আমরা জানি সময়টা শক্ত, কাটিয়ে উঠতে অনেক শক্তি লাগবে। আমাদের একটা টুকরো তোমার সঙ্গে চলে গেছে। তুমি আমাদের জীবনে এত সুখ আর ভালোবাসা এনে দিয়েছিলে। সবসময়ের সঙ্গী ছিলে… সবসময় পাশে থেকো, নীরবেই থেকো। ভালোবাসি, মিস করি তোমায়। আমাদের প্রিয় পুত্র… মা এবং বাবা অপেক্ষা করবে যতক্ষণ না পরপারে আবার আমাদের দেখা হচ্ছে। আমরা তোমাকে অনেক ভালোবাসি।’
নুসরতেরএই পোস্টেই কমেন্ট বক্সে শোকপ্রকাশ করেন 'বোনুয়া' মিমি চক্রবর্তী-সহ ইন্ডাস্ট্রির সহকর্মী রুক্মিণী মৈত্র, পার্নো মিত্র, গায়িকা ইমন চক্রবর্তীরা। নুসরতের কথায় সহমত প্রকাশ করে মিমি কমেন্টে লেখেন, ‘যতক্ষণ না রামধনু সেতু পেরিয়ে আবারও আমাদের দেখা হয়।’
প্রসঙ্গত, যশ এবং নুসরত দুজনেই এখন শিকার ছবিটির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন নুসরতের স্বামী। যশকে ইয়ারিয়া ছবির সিক্যুয়েলে দেখা যাবে। টি-সিরিজ ব্যানারের এই ছবিতে দিব্যা খোসলা কুমারের নায়ক তিনি। এই বছরের শেষেই মুক্তি পাবে ‘ইয়ারিয়া ২’।