Yash Dasgupta's Bollywood Debut With Yaariyan2: বলিউডে ডেবিউ করছেন অভিনেতা যশ দাশগুপ্ত সে খবর ছিল। কিন্তু তা নিয়ে একটা শব্দও খরচ করেননি অভিনেতা। একেবারে শেয়ার করে নিলেন তাঁর প্রথম হিন্দি সিনেমার অ্যানিমেটেড মোশন পোস্টার। আপাতত যশের এই পোস্টে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা।
আসছে ইয়ারিয়া ২। বলিউডের সফল এই ফ্র্যাঞ্জায়েজির হাত ধরেই আরব সাগরের পাড়ে যশ। বিপরীতে নায়িকা হিসেবে কে থাকবেন জানেন? সুন্দরী নায়িকা দিব্যা খোসলা কুমার। ছবিটি পরিচালনা করেছেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও-এর জুটি। এছাড়াও এই সিনেমায় রয়েছেন পার্ল ভি পুরি, মিজান জাফরি, ওয়ারিনা হুসেন, লিলেত দুবে, প্রিয়া প্রকাশ বেরিয়াক, কৃষণ কুমারের মতো তারকারা।
কেরিয়ারের একদম শুরুর দিকটা মুম্বইতে কেটেছে যশের। সেখানে মডেলিং থেকে শুরু করে টেলিভিশনে কাজ করেছেন। তবে রুপোলি পরদায় হিন্দি ছবিতে এটাই প্রথম। আর শুরুতেই টি সিরিজের সিনেমা।
যশকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন অঙ্কুশের বান্ধবী ঐন্দ্রিলা। লিখলেন, ‘অল দ্য বেস্ট’। শুভেচ্ছা জানিয়েছেন রামকমল মুখোপাধ্যায়ও। অনুরাগীরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নুসরত জাহানের সঙ্গীকে। একজন লিখলেন, ‘তুমি এতদিন টলিউডের সেরা ছিলে, এবার বলিউডও কাঁপাবে। তোমাকে অনেক ভালোবাসামাখা শুভেচ্ছা পাঠালাম।’ অপরজন লিখলেন, ‘ইয়ারিয়ার মতো রোম্যান্সের ছবিতে যশ, উফফফফ হলে যেতেই হবে দেখছি।’
রোম্যান্টিক ফ্যামিলি ড্রামা যশ-দিব্যার এই ছবি। এই ছবিতে টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক চুটিয়ে রোম্যান্স করেছেন জন আব্রাহামের ‘সত্যমেব জয়তে ২’ নায়িকার সঙ্গে। দুজনের রসায়ন নাকি ইতিমধ্যেই নজর কেড়েছে। ২০২৩ সালের ১২ মে মুক্তি পাওয়ার কথা ইয়ারিয়া ২-র।