10 Most Popular Indian Web Series: ২০২২ সালে মুক্তি পাওয়া কোন বলিউড ওয়েব সিরিজগুলো দারুন প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে? কোন কোন সিরিজগুলো দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিল? দেখুন।
1/11২০২২ সালে একাধিক দুর্দান্ত ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে ভারতে। ওটিটি প্ল্যাটফর্মগুলোতে এবার যেমন রুদ্ধশ্বাস থ্রিলার ছবি মুক্তি পেয়েছে তেমনই এসেছে কলেজের স্মৃতি উসকে দেওয়ার মতো একাধিক ওয়েব সিরিজ। এই বছর একাধিক অভিনেতা ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করেছেন এর মধ্যে আছেন, অজয় দেবগন, কুণাল খেমু, প্রমুখ। এছাড়া শেফালি শাহ, টিস্কা চোপড়া, পঙ্কজ ত্রিপাঠীকে তো দেখা গেছেই। আইএমডিবি রেটিং অনুযায়ী ভারতের সেরা ১০ ওয়েব সিরিজ কোনগুলো যা এই বছর মুক্তি পেয়েছে?
2/11কলেজ রোম্যান্সও সোনি লিভে মুক্তি পেয়েছে। এটিও একটি কলেজ ড্রামা ঘরানার ওয়েব সিরিজ। এক দল বন্ধুর গল্প উঠে এসেছে এখানে। এখানে এমন অনেক জিনিস তুলে ধরা হয়েছে যা আজকালকার কলেজ পড়ুয়ারা সহ্য করে থাকে। আইএমডিবি রেটিংয়ে এটি ৮.৪ পেয়েছে।
3/11ডিজনি প্লাস হটস্টারের হিউম্যান ওয়েব সিরিজে চিকিৎসাবিজ্ঞানের নানা দিক তুলে ধরা হয়েছে। মেডিক্যাল স্ক্যামের ঘটনা দেখানো হয়েছে এই ছবিতে। আইএমডিবি রেটিংয়ে এটি ৭.৯ পেয়েছে। এখানে শেফালি শাহ, কৃতি কুলহারি প্রমুখ আছেন।
4/11সোনি লিভের রকেট বয়েজ ছবিটিতে জিম সর্ব, রেজিনা ক্যাসান্দ্রা, প্রমুখকে দেখা গিয়েছিল। ডক্টর হোমি ভাবা এবং ডক্টর বিক্রম সারাভাইয়ের জীবনীর উপর বানানো হয়েছে এই সিরিজ। আইএমডিবি রেটিংয়ে এটি ৮.৯ পেয়েছে।
5/11সোনি লিভের গুল্লাককেও এই তালিকায় রাখা যায়। এখানে একটি মধ্যবিত্ত পরিবারের গল্প ধরা পড়বে। বাস্তব জীবনের সঙ্গে দর্শকরা দারুন মিল পাবেন। হাসি মজার সঙ্গেই বাস্তব জীবনের নানা মুহূর্তকে তুলে ধরা হয়েছে এখানে। আইএমডিবি রেটিংয়ে এটি ৯.১ পেয়েছে।
6/11নেটফ্লিক্সের দিল্লি ক্রাইম ইতিমধ্যেই একাধিক পুরস্কার পেয়েছে, এর মধ্যে আছে আন্তর্জাতিক এম্মি অ্যাওয়ার্ড। এই ওয়েব সিরিজের প্রথম পর্বে উঠে এসেছিল দিল্লি গ্যাং রেপের ঘটনা। দ্বিতীয় পর্বে দেখা গেল খাকি ফাইলস বইয়ের মুন গেজার গল্প। এই বইটি প্রাক্তন পুলিশকর্মী নীরজ কুমারের লেখা। আইএমডিবি রেটিংয়ে ৮.৫ পেয়েছে।
7/11ভুটের অপহরণ একটি ক্রাইম থ্রিলার ঘরানার ছবি। এই ওয়েব সিরিজে দেখা যাবে কীভাবে একজন পুলিশ অফিসার অপরাধের জালে জড়িয়ে পড়েন এবং চেষ্টা করতে থাকেন স্বাভাবিক জীবনে ফিরে আসার। আইএমডিবি রেটিংয়ে এই সিরিজ ৮.৩ পেয়েছে।
8/11ইউটিউবে মুক্তি পাওয়া এনসিআর ডেজ দর্শকদের বেশ ভালো লেগেছে। পঞ্চায়েতের উল্টো গল্প এখানে দেখা গিয়েছে। একটি ছোট শহরের ছেলে বড় শহরে এসে কী করে মানিয়ে নেয় সেই গল্প ধরা পড়েছে এখানে। আইএমডিবি রেটিংয়ে এটি ৯.১ পেয়েছে।
9/11ক্যাম্পাস ডায়রিজ মুক্তি পেয়েছে এমএক্স প্লেয়ারে। নতুন প্রজন্মের গল্প উঠে এসেছে এখানে। এক তরফা প্রেম, মন ভাঙা, বিচ্ছেদ, যৌনতা, মাদক সেবন সহ নানা ঘটনাকে তুলে ধরা হয়েছে। এই ওয়েব সিরিজ আইএমডিবি রেটিংয়ে ৮.৯ পেয়েছে।
10/11সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ অভয় জি ফাইভে মুক্তি পেয়েছে। এই সিরিজের মাধ্যমে কুণাল খেমু ওয়েব দুনিয়ায় পা রাখলেন। এই ওয়েব সিরিজে আরও একবার দুর্দান্ত অভিনয় দিয়ে তিনি সকলের মন জয় করে নিয়েছেন। এখানে তিনি ছাড়া নমিত দাস, বিদিতা বাগ, প্রমুখকে দেখা গিয়েছিল। আইএমডিবি রেটিংয়ে এটি ৮.১ পেয়েছিল।
11/11অ্যামাজন প্রাইম ভিডিয়োর পঞ্চায়েত ওয়েব সিরিজে একাধিক ভার্সেটাইল অভিনেতাদের দেখা গিয়েছে যার মধ্যে আছেন নীনা গুপ্ত, রঘুবীর যাদব, জিতেন্দ্র কুমার, প্রমুখ। একটি গ্রামের ইঞ্জিনিয়ারিং পাশ ছেলের জীবনী উঠে এসেছে এই ছবিতে। পড়াশোনা অনুযায়ী চাকরি না পেয়ে উত্তর প্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে অভিষেক ত্রিপাঠী পঞ্চায়েত সেক্রেটারি হয়ে যান। তারপর? সেই গল্প উঠে এসেছে এই ছবিতে। আইএমডিবি রেটিংয়ে এটি ৮.৯ পেয়েছে।