মা শ্রীদেবী ছিলেন জাহ্নবীর অত্যন্ত কাছের। সেকথা কারোই অজানা নয়। মেয়েকে সব সময় নিজের কাছে আগলে রাখতেন প্রয়াত অভিনেত্রী। ছোট মেয়ে খুশি কাপুররে সঙ্গে তেমনি বাবা বনি কাপুরের বন্ডিং বেশি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো ভিডিয়োতে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে দেখা গিয়েছে তাঁর মা, প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর সঙ্গে।
ভাইরাল হওয়া পুরনো সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, খুদে জাহ্নবী হাসিমুখে তাঁর মায়ের হাত ধরে হেঁটে যাচ্ছেন। প্রযোজক বনি কাপুরকে ছোট মেয়ে খুশি কাপুররে হাত ধরে হাঁটতে দেখা গেছে। কোনও অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে প্রবেশের মুহূর্তের ভিডিয়ো। প্রয়াত অভিনেত্রীকে ভিডিয়োতে রুপোর জরীর কাজ করা, গোলাপী লেহেঙ্গায় দেখা গেছে। সোনালী এবং পিচ রঙের লেহেঙ্গায় দেখা যায় ছোট্ট জাহ্নবীকে। বনি কাপুরকে দেখা যায় কাঁধে শাল জড়িয়ে কালো এথেনিক পোশাকে।
জুন মাসে এক সর্বভারতীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী জানিয়েছিলেন, তাঁর চারপাশে অনেক সাহসী মহিলা রয়েছে। তারমধ্যে আলি ভাট, সারা আলি খান থেকে বেয়ন্সে এমনকি তাঁর বোন খুশিও। তাঁদের থেকেে অনেক কিছু শিখতে পারেন তিনি। তাঁর মা তাঁকে কখনও কারও উপর নির্ভর না করে নিজের পরিচয় তৈরি করার উপদেশ দিয়েছিলেন।
ধড়ক ছবি দিয়ে ২০১৮ সালে বলিউডে ডেবিউ করেন জাহ্নবী কাপুর। নেটফ্লিক্সে জোয়া আখতারের অ্যান্থোলজি ঘোস্ট স্টোরিজে অভিনয় করেছেন জাহ্নবী। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘রুহি’। অন্যদিকে, কাজের ক্ষেত্রে সদ্য ‘গুড লাক জেরি’ ছবির কাজ শেষ করেছেন তিনি। মার্চ মাসে এই ছবির শ্যুট শেষ করেছিলেন। খুব তাড়াতাড়ি শুরু করবেন ‘দোস্তানা ২’ এর শ্যুটিং। কো-স্টার কার্তির আরিয়ানকে সরিয়ে দেওয়ার ফলে ছবির শ্যুটিং পিছিয়ে গেছে।