দেশে বিদেশে সিনেমাপ্রেমীদের মুখে শুধু একটাই নাম 'জওয়ান'। আর শাহরুখ অনুরাগীদের উপর যেন 'জওয়ান' ভূত চেপে বসেছে। কেউ 'জওয়ান'-এর গান, কেউ আবার 'জওয়ান' ডায়ালগ আওড়াচ্ছেন। কেউ আবার শাহরুখ সেজে 'জওয়ান'-এর কোনও এক দৃশ্যের অভিনয় করে বসেছেন। এরই মাঝে এক ইউটিউবার আবার অন্য কাণ্ড ঘটালেন…
কী করেছেন শাহরুখ ভক্ত ইউটিউবার?
'জওয়ান'-এর বিক্রম রাঠোর সেজে ছবির সেই অ্যাকশন-প্যাকড সিকোয়েন্সের শ্যুট করে ফেললেন, তাও আবার দামি ক্যামেরায় নয়, সস্তার স্মার্ট ফোনে। সেই ভিডিয়োতে আবার শোনা গিয়েছেন ‘জওয়ান’ -এর সেই জনপ্রিয় ডায়ালগ, ‘বেটে সে হাত লাগানে সে প্যহেলে বাপ সে বাত কর।’ ভিডিয়োটি কীভাবে শ্যুট করেছেন, সেটিও নিজের ইউটিউব চ্যানেল 'জার্মাটিক্স'-এ দেখিয়েছেন ওই ইউটিউবার।
ইউটিউবার নিজের টুইটার অ্যাকাউন্টে ভিডিওটির একটি স্নিক পিকও শেয়ার করেছেন, যা শুধু নেটপাড়ার হাজার হাজার মানুষ নয় খোদ 'বাদশা' শাহরুখের নজরেও পড়েছে। তা নকল 'জওয়ান' এর শ্য়ুটিং দেখে কী বললেন কিং খান?
খোদ ‘বাদশা’রও ইউটিউবারের এই উদ্যোগ দারুণ লেগেছে। প্রকাশ্যে তাঁর প্রশংসা করে শাহরুখ লিখেছেন, ‘এটি অসামান্য!!! ভাল কাজ… খুব masssy!!! প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ. তোমাকে ভালোবাসি।’
আরও পডুন-দেড় ঘণ্টা বাথরুমে ঢুকে AsSRK সেশনে মজে শাহরুখ, ডাকাডাকি শুরু করলেন রাজকুমার হিরানি
আরও পড়ুন-শাহরুখের 'জওয়ান'-এর সব থেকে রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্য, দেখুন কীভাবে শ্যুট হয়েছে…
শাহরুখ অনুরাগীরাও এই ইউটিউবারের কাজের প্রশংসা করেছেন, আর খোদ কিং ‘চিফ #জওয়ান আপনার জন্য অনেক ভালবাসা। সম্পাদককেও ধন্যবাদ।’ আরও একজন লিখেছেন, ‘এটি শুনতে দারুণ লাগে যদি আপনার ইতিবাচক পদক্ষেপ ব্যাপকভাবে প্রশংসা পায়, এটা স্পষ্ট যে আপনি আপনার কাজের জন্য অনেক পরিশ্রম করেছেন। চমৎকার কাজ চালিয়ে যান।’
এদিকে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ বিশ্বব্য়াপী ১০০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। দেশীয় বক্স অফিসে ৫৬৬.০৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি।