চলতি বছরে পরপর দুটো ব্লকবাস্টার। ‘পাঠান’, ‘জওয়ান’-এর পর এবার কমেডি ড্রামা 'ডাঙ্কি'র মুক্তির অপেক্ষায় রয়েছেন শাহরুখ। এরই মাঝে বুধবার AskSRK সেশনে যোগ দিয়েছিলেন কিং খান। সেখানেও উঠে আসে 'ডাঙ্কি'র প্রসঙ্গ। এক অনুরাগীর প্রশ্নে শাহরুখ বলেন, ‘ডাঙ্কির কাজ শেষ এবং এটা খুব সুন্দর একটা ছবি। খানিকটা নিজের জীবনের মতো’।
আরও এক অনুরাগী শাহরুখকে প্রশ্ন করেন 'পাঠান', 'জওয়ান'-এ প্রচুর অ্যাকশন সিকোয়েন্স ছিল, 'ডাঙ্কি'তেও কি থাকবে? এর উত্তরে শাহরুখ লেখেন, ‘ডাঙ্কিতে সবই মজার ও আবেগপ্রবণ। এটা রাজু স্যারের দুনিয়া মেরে ভাই। থোড়াসা অ্যাকশন ম্যায়নে ডাল দিয়া হ্যায়...পাতা নাহি স্যার রহেন না রাখে...ওহ সম্পাদক ভি হ্যায় না। (অল্প বিস্তর অ্যাকশন আমি ঢুকিয়েছি, জানি না স্যার রেখেছেন নাকি বাদ দিয়ে দিয়েছেন, উনি তো আবার সম্পাদকও তো না)’।
এক অনুরাগী লেখেন, ডাঙ্কি তো ক্রিসমাসে মুক্তি পাচ্ছে। তখন শাহরুখ লেখেন, এটা ফিক্সড, তাঁর কিছুই করার নেই আর। এভাবেই প্রায় দেড়ঘণ্টা অনুরাগীদের সঙ্গে কথা বলেন শাহরুখ। লেখেন, 'আমি এখন শ্যুটিং থেকে দূরে রয়েছি, কল টাইম অনেক পড়ে। তবে তাড়াতাড়ি করতে হবে। ভাবুন আপনিও যদি আমার মতো মুক্ত হন, তাহলে আপনিও আমার মতো AskSrk কিংবা Ask এনিথিং করতে পারেন।' শাহরুখের কথাবার্তার মাঝে ঢুকে পড়েন রাজকুমার হিরানি।
আরও পড়ুন-বিয়ের ৪ মাসের মাথায় বেবি বাম্পে ছবি পোস্ট, এবার 'মা' হলেন মিষ্টি সিং!
আরও পড়ুন-শাহরুখের সঙ্গে সম্পর্ক এখন তিক্ততায় ভরা? মুখ খুললেন নানা পাটেকর
আরও পড়ুন-দেশ ছেড়ে বিদেশে, রূপকথার ডিজনিল্যান্ডে ছুটি কাটাচ্ছেন তনুশ্রী
শাহরুখের উদ্দেশ্যে পরিচালল হিরানি লেখেন, ‘(স্যার, দয়া করে বাথরুম থেকে বেরিয়ে আসুন। আপনি কী করছেন? আপনাকে ট্রেলার দেখাতে হবে)’ উত্তরে শাহরুখ লেখেন, ‘ওহ স্যার, আসছি, বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম’। অনুরাগীদের উদ্দেশ্য শাহরুখ লেখেন, দুঃখিত, এখনই তাড়াহুড়ো করতে হবে।… খুব শীঘ্রই থিয়েটারে দেখা হবে। আপনাদের সকলকে ভালবাসি। '
প্রসঙ্গত, 'ডাঙ্কি' ছবিটি JIO স্টুডিও, রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং রাজকুমার হিরানি ফিল্মস দ্বারা প্রযোজিত। এটি ২০২৩সালে সালে মুক্তি পাওয়া শাহরুখের তৃতীয় হতে চলেছে। এর আগে 'পাঠান', 'জওয়ান' দুটি ছবিই ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে।