হিন্দি টেলিভিশন দুনিয়ার অতি পরিচিত মুখ জিশান খান (Zeeshan Khan)। ‘কুমকুম ভাগ্য’ থেকে শুরু করে ‘নাগিন’-এর মতো হিট ফ্রাঞ্চাইসির অংশ থেকেছেন জিশান। রিয়ালিটি শো-এরও জনপ্রিয় মুখ তিনি। কঙ্গনার ‘লক আপ’ থেকে সলমনের ‘বিগ বস’-এর প্রতিযোগী হিসাবে দেখা মিলেছে জিশান খানের। এবার কাস্টিং কাউচের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন এই টেলি অভিনেতা। হ্যাঁ, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা কিংবা কাজ পাইয়ের দেওয়ার নাম করে শারীরিক নিগ্রহ নিয়ে বিভিন্ন সময়ে সরব হয়েছেন নায়িকারা, তবে পুরুষও কিন্তু ছাড় পান না! হাড়হিম করা অভিজ্ঞতার কথা শোনালেন জিশান।
কাজের জন্য তাঁকে দেওয়া হয় কুপ্রস্তাব, সম্প্রতি এমনটাই জানিয়েছেন অভিনেতা। মাত্র ২৩ বছর বয়সে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন জিশান, দেখতে দেখতে এক দশক পার করে ফেলেছেন। পিছন ফিরে তাকালে এমন অনেক ঘটনাই রয়েছে, যা আজও কাঁটা হয়ে বেঁধে। কেরিয়ারের শুরুতেই এক ট্যালেন্ট কোম্পানি তাঁর পরিশ্রমের টাকা মেরে দিয়েছিল বলে অভিযোগ করেন জিশান। এখানেই শেষ নয়, কর্মক্ষেত্রে যৌন সুবিধা চাওয়া হয়েছে তাঁর কাছে খোলসা করলেন অভিনেতা।
যৌন হয়রানি প্রসঙ্গে কথা বলতে গিয়ে জিশান বলেন, ‘অনেক মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, যারা আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে। বড় বড় নাম নিয়ে বলেছে, আমি এর কেরিয়ার গড়েছি। আমি কোনওদিন সেই পথে হাঁটতে চাইনি। আমি চোখের সামনে দেখেছি আমার অনেক বন্ধুকে কম্প্রোমাইজ করতে। আমি শুরু থেকেই নিশ্চিত ছিলাম, রাতে যখন আমি ঘুমাবো আমার শান্তির ঘুম চাই। আমার মধ্য়ে যেন এই ভয় কাজ না করে, যে আমি কিছু ভুল করেছি’।
একটা ঘটনার উদাহরণ টেনে ‘নাগিন’ তারকা বলেন টেলিভিশন জগতের এক নামী কাস্টিং ডিরেক্টর তাঁকে অফিসে ডেকেছিল। জিশানের কথায়, ‘উনি আমাকে নিজের শরীর প্রদর্শন করতে বললেন। আমি জানাই, আপনাকে ছবি পাঠিয়ে দেব। এরপর উনি বলেন, লোকজন সাধারণ ছবিতে ফটোশপ করে, তাই তুমি এখনই নিজের শার্ট খুলে দেখাও। সেই পর্যন্ত ঠিক ছিল। আমি টি-শার্ট খুলে ফেলি। এরপর উনি আমার পা দেখতে চাইলেন, বললেন- প্যান্ট খুলে ফেল। আমি এক কথায় অস্বীকার করি, জানাই জিনসের উপর দিয়েই দেখুন। এরপরই উনি মেজাজ হারান। আমাকে বলেন,'তোর মতো অনেক দেখেছি, দু-মাস পরেই এসে বলে যা বলবেন তাই করবো, কাজ পাইয়ে দিন। আমি কিন্তু তাদের পাত্তা দিই না। মনে রাখিস তুই আমাকে না বললি, এর জন্য আফসোস করতে হবে।' আমি মুখের উপর বলেছিলাম, ‘আমি সেই আফসোস নিয়েও বাঁচতে রাজি, তোমাকে হ্যাঁ বলব না’। বহুবছর পর এক পার্টিতে আচমকাই ওই কাস্টিং ডিরেক্টরের সঙ্গে দেখা হয়েছিল জিশানের। তখন ইন্ডাস্ট্রিতে নিজের নাম তৈরি করে ফেলেছেন অভিনেতা।
সাম্প্রতিক এক অভিজ্ঞতা প্রসঙ্গে জিশান জানান, গত বছর এক পার্টিতে এক ফ্যাশন ডিজাইনার তাঁকে জোর করে ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা করেছিল। তাঁকে আড়ালে নিয়ে গিয়ে সচেতন করেন জিশান, বলেন- 'এমন কাজ দ্বিতীয় বার করার চেষ্টা করলে সবার সামনে তোমাকে ফেলে মারব'। আজও পরোক্ষভাবে কুপ্রস্তাব মেলে, জানালেন অভিনেতা। পার্টিতে ‘স্ট্রিপার’ হওয়ার অফারও মেলে নায়কদের, জানালেন জিশান।