বাবা ও ছেলের সম্পর্কের সঙ্গে আর কোনও সম্পর্কের তুলনা চলে না। দুজন দুজনকে ভালোবাসার কথা মুখে না বললেও কাজের মাধ্যমে তা বুঝিয়ে দেয়। কোনও বিপদ হলে ছেলের পাশে বাবা এসে দাঁড়ায়। তেমনই বাবার পাশেও ছেলে গিয়ে দাঁড়াতে দ্বিধা করে না। আবার কখনও কখনও বাবা ও ছেলের মধ্যেও মন কষাকষি হয়। সেই থেকে অভিমানের পালা চলে দুই তরফে। তবে এসব ঘটনা কিছুক্ষণের জন্য হয়। পরে আবার তা ঠিক হয়ে যায়। হঠাৎ করে বাবা ও ছেলের কথা কেন উঠে আসছে এই প্রতিবেদনে? এমন প্রশ্ন পাঠকের মনে আসতেই পারে। তারই উত্তর এবার পড়বেন পাঠকরা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়ে পড়ে। সেখানেই বাবা ও ছেলের মধুর সম্পর্কের ছবি উঠে আসে। ভিডিয়োতে দেখা যায়, বাবাকে ছেলে গান করে শোনাচ্ছে। একটা সময় ছেলেকেই বাবা গান শুনিয়ে ঘুম পাড়াত। সেই ছেলেই এবার বাবাকে গান শুনিয়ে আনন্দ দিচ্ছে। ভিডিয়ো ভাইরাল হওয়ার পিছনে অবশ্য আরেকটি কারণ রয়েছে। বাবা ও ছেলের বয়সই তার কারণ। ভিডিয়োতে গান গেয়ে শোনানো ছেলেটির বয়স ৬৮ বছর! আর বাবার বয়স ১০৫ বছর। কয়েক সেকেন্ডের ভিডিয়োতে দেখা যায়, ছেলে বাবার বিছানার একপাশে বসে আছে। অন্যদিকে বাবা তার পাশে চিৎ হয়ে শুয়ে আছে। একটু দূরে বসেছিলেন বাড়ির দুই মহিলা সদস্যও। এরপরেই হালকা মাথা নেড়ে একটি মিষ্টি সুরে শিষ দিতে শুরু করে ছেলেটি। গানটি গাওয়ার সময় বাবার চোখ ছিল উপর দিকে। যেন মন দিয়ে গান শুনছিলেন তিনি। শিষ দেওয়া শেষ হলে বাবাকে গানের কলি গেয়েও শোনান চিনি। এরপরেই দেখা যায়, বাবা অল্প অল্প হাত নেড়ে তাল দিচ্ছেন গানের। ছেলের প্রশংসা করতেও দেখা যায় তাঁকে। এতেই বাড়ির সবাই আনন্দে মেতে ওঠে।
ভিডিয়োটি টুইটারে আসতেই প্রচুর পরিমাণে শেয়ার হতে থাকে। বাবা ও ছেলের এই সম্পর্ককে অনেকে ভালোবাসা জানান। নেটিজেনরা বলেন। এমন সম্পর্কই হওয়া উচিত বাবা ও ছেলের।
পোস্টটি ভাইরাল হওয়ার পর জগন্নাথ আর নামে অন্য একটি প্রোফাইল থেকে এক ব্যক্তি জানান ওই বাবা ও ছেলে আসলে তাঁর আত্মীয়। ১০৫ বছর বয়সি বাবা তাঁর বাবা। ৬৮ বছর বয়সি ছেলেটি তার ভাই। তাঁর নিজের বয়স ৭৪।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup