গরমকালে ডিম খাওয়া কি ঠিক? খেলেও কতগুলি ডিম খাওয়া উচিত
1 মিনিটে পড়ুন . Updated: 10 Jun 2022, 12:59 PM IST- গরমে ডিম খেলে কি সমস্যা হতে পারে? ডিম খাওয়া কি বিপদ ডেকে আনতে পারে? কী বলছেন পুষ্টিবিদ?
খাবার হিসাবে ডিম খুবই জনপ্রিয়। কিন্তু এই ডিম নিয়ে মানুষের মধ্যে নানা ধারণা রয়েছে। তার মধ্যে একটি হল, গরমকালে ডিম খাওয়া অস্বাস্থ্যকর। দেখা যাক এই ধারণা সঠিক কি না।
ডিম এমন একটি খাদ্য যা প্রোটিন, ভিটামিন ও খনিজের গুণে সমৃদ্ধ। সেই কারণেই জলখাবার হিসাবে ডিম খুবই জনপ্রিয়। কিন্তু অনেকে মনে করেন, ডিম যেহেতু খাদ্য হিসাবে গরম, সেই কারণে গরমকালে ডিম খাওয়া কোনও ভাবেই উচিত নয়। গরমে ডিম খেলে তা থেকে লিভার ও হজমের সমস্যা সৃষ্টি করতে পারে।
এই বিষয়ে পুষ্টবিদ নিকি সাগর বলেছেন, ডিম একটি অতিপ্রয়োজনীয় খাদ্য। গরমকালে ডিম খাওয়া ক্ষতিকর— এ কথার কোনও বাস্তবিক ভিত্তি নেই। ডিম গরম খাদ্য বলেই তা গরমকালে খাওয়া যাবে না, সেই ধারণা ঠিক নয়। কিন্ত গরমকালে ডিম অবশ্যই নিয়ন্ত্রিতহারে খাওয়া উচিত।
গরমকালে ডিম খাওয়ার কিছু উপকারিতা
কিন্তু পুষ্টিবিদ নিকি সাগর বলেছেন, গরমে অত্যাধিক ডিম খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে দৈনিক ২টির বেশি ডিম খাওয়া উচিত নয়।