আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানাল এক উদ্বেগের কথা। তাঁদের তরফে জানানো হয়েছে আমেরিকায় আবার বাড়ছে কোভিড সংক্রমণ। কোভিড নিয়ে এর আগে সকলের মনে যে ভয় ছিল, তা অনেকটাই কেটে গিয়েছে ঠিকই। কিন্তু হঠাৎ করে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফল কী হতে পারে, তা নিয়ে সংশয়ে ওয়াকিবহাল মহল।
ডিসেম্বর ২০২২ সালের পরে আবার এই গ্রীষ্মে কোভিডে সংক্রমিতের সংখ্যা বাড়ছে আমেরিকায়। সেটিই দুশ্চিন্তায় ফেলেছে সকলকে। পরিসংখ্যান বলছে, হঠাৎ করে প্রায় ১০ শতাংশ বেড়েছে কোভিডে আক্রান্তের সংখ্যা। জুলাই ১৫-র সপ্তাহে প্রায় সাড়ে ৬ হাজারের কাছাকাছি মানুষ কোভিডে সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
কিন্তু এই ঘটনা কি আদৌ দুশ্চিন্তা বৃদ্ধির মতো? পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, গত ৬-৭ মাস ধরে কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশ কমছিল। তার পরে এই সময়ে এসে আবার হঠাৎ করে বাড়তে শুরু করেছে। আর সেটি নিয়েই হতবাক বিশেষজ্ঞরা। শুধু আক্রান্তের সংখ্যাই নয়, একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও। বিশেষজ্ঞরা বলছেন, এটিকে ‘সেট সামার ওয়েভ’ হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে। তবে সেটি কতটা ভয়ঙ্কর হতে চলেছে, তা এখনই বলা সম্ভব নয়।
গোটা ঘটনার জন্য কোভিডের মিউটেশনকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায়, এশিয়ার দিকে কিছু মিউটেশন হয়েছে এই ভাইরাসের। তার মধ্যে বেশ কয়েকটি খুবই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সেগুলির কোনওটি থেকেই হালে আমেরিকায় এই কোভি সংক্রমণ বৃদ্ধি হয়ে থাকতে পারে। যদিও এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। তবে এটি নিয়ে সারা বিশ্বে উদ্বেগের কোনও কারণ নেই বলেই মনে করছেন তাঁরা। করোনার নতুন রূপটির রোগ প্রতিরোধ শক্তি শরীরে তৈরি হয়ে গেলে এটি আবার ধীরে ধীরে ক্ষমতা হারাবে বলেও মনে করছেন তাঁরা।