পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে পাহাড়ে। তবে এখনও ম্যালে সেই গিজগিজে ভিড় নেই। তবে ভোট নিয়ে উৎসাহ তলানিতে দার্জিলিংয়ে। সামনেই আসছে পর্যটনের ভরা মরসুম। গরমের ছুটি পড়বে স্কুল কলেজে। এবার আবার বাংলার স্কুলে টানা ২২দিন ছুটি। সেই সময় সমতল থেকে প্রচুর মানুষ দার্জিলিংয়ে ঘুরতে আসেন। সেদিকেই তাকিয়ে রয়েছেন দার্জিলিংয়ের গাড়ি চালক থেকে শুরু করে হোটেল ব্যবসায়ীরা।
ভোটের তাপ উত্তাপ বিশেষ নেই দার্জিলিং শহরে। শিলিগুড়ি থেকে দার্জিলিং পাহাড়ে আসার সময় পাহাড়ের বিভিন্ন পাকদন্ডীতে দেখা যায় মোদীর ছবি। অন্যদিকে কিছু জায়গায় তৃণমূলের জনগর্জনের ছবিও রয়েছে। কিন্তু মূল দার্জিলিং শহরে রাজনৈতিক দলের কোনও পোস্টার ব্য়ানার চোখে পড়ে না।
দার্জিলিংয়ে বেড়াতে গেলে ম্যালে ঘুরতে যাননি এমন পর্যটক প্রায় খুঁজে পাওয়া যায় না। কিন্তু কোথাও রাজনৈতিক দলের পোস্টার বা ব্যানার নেই সেখানে। একেবারে উৎসবের মেজাজে দার্জিলিংয়ের ম্যাল। প্রচুর বাঙালি পর্যটক ম্যালে ঘুরছেন, মহাকাল মার্কেটে কেনাকাটা করছেন। কিন্তু রাজনীতি থেকে অনেক দূরে পাহাড়। পর্যটকদের মধ্যেও রাজনীতি নিয়ে কোনও আলোচনা নেই। পাহাড়ের ব্যবসায়ী থেকে গাড়ি চালক, হোটেলের ম্যানেজার থেকে ট্যুর অপারেটর সকলেই চান ভোট ভোটের মতো আসুক। কিন্তু তার জেরে যেন দার্জিলিংয়ের পর্যটনের ক্ষেত্রে কোনও প্রভাব না পড়ে।
সামনেই গ্রীষ্মের ছুটি পড়বে। সেই সময় প্রচুর পর্যটক পাহাড়ে আসেন। সেই আশায় দিন গুনছে পাহাড়। সেই সঙ্গে একটু চিন্তাও রয়েছে সমতলের ভোটের কারণে পর্যটকদের পাহাড় বেড়াতে আসার উদ্যোগে কি ভাটা পড়বে?
তবে পাহাড়ে পর্যটনের সঙ্গে যুক্ত সকলেই চান আরও বেশি পর্যটক আসুন পাহাড়ে। তবে পাহাড়ে কান পাতলে অবশ্য় দুর্নীতির নানা অভিযোগ নিয়ে চর্চা চলছে। তবে সেটা একেবারেই নীরবে। কোথাও মাইকের আওয়াজ নেই। রাজনীতির কচকচানি নেই। পাহাড়ের একাধিক বাসিন্দা বলছেন, পর্যটনে আরও সমৃদ্ধ হোক পাহাড়। পানীয় জলের সমস্যা মিটুক। দুর্নীতি দূর হয়ে যাক। আর পাহাড়ের যুবক যুবতীদের যেন কর্মসংস্থান হয়।
বিকালে দার্জিলিংয়ের ম্যালে ভিড় জমতে শুরু করে। প্রচুর বাঙালি পর্যটক এসেছেন। ঝপ করে রাত নামে পাহাড়ে।আরও নিঝুম হয় পাহাড়। গোটা পাহাড় যেন আলোর নেকলেশ পড়ে রয়েছে। দোকানপাট একে একে বন্ধ হচ্ছে। তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি। বৃষ্টিও হয়েছে পাহাড়ে। মহাকাল মার্কেটে দোকান গোটাচ্ছিলেন এক ব্যবসায়ী। ভোট নিয়ে প্রশ্ন করতেই হেসে ফেলেন তিনি। বলেন, কিছু চাই না। আরও টুরিস্ট আসুক পাহাড়ে। দুর্নীতি মুক্ত হোক পাহাড়।