Dol 2023 eye care tips: দোলের দিন সামান্য ভুলেই চোখে আবির লেগে যেতে পারে। আর তা থেকে হতে পারে বড়সড় ক্ষতি। জেনে নিন বিশেষজ্ঞ চিকিৎসকরা কী বলছেন।
1/6দোলের দিন আবির খেলতে খেলতে সামান্য ভুলেই চোখে ঢুকে যেতে পারে। এর থেকে বড়সড় ক্ষতিও হতে পারে। দিশা আই হাসপাতালের চক্ষু চিকিৎসক সোহম বসাক চোখ ভালো রাখতে কয়েকটি মূল্যবান টিপস দিচ্ছেন।
2/6চোখের চারপাশে তেল লাগান: চোখের চারপাশে ভালো করে নারকেল তেল লাগিয়ে রাখুন। এতে সেই অংশের রং সহজে উঠে যাবে।
3/6চোখ ঘষবেন না: আবির খেলতে খেলতে অনেক সময় চোখে রং ঢুকে যেতে পারে। সে সময় ভুলেও চোখ ঘষাঘষি করবেন না। এতে চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে।
4/6সানগ্লাস পরুন: আবির খেলার আগে চোখে সানগ্লাস পরে নিন। এতে চোখে রং যাবে না। চোখ সুরক্ষিত থাকবে।
5/6খুদেকে চোখে চোখে রাখুন: খুদেও এই দিন আবির খেলায় মেতে উঠবে। হইহই করে আবির খেলার মাঝেও ওর দিকে খেয়াল রাখুন। যাতে কোনও সমস্যা না হয়।
6/6চিকিৎসকের পরামর্শ নিন: চোখে রং ঢুকে গুরুতর পরিস্থিতি হলে স্থানীয় চিকিৎসকের পরামর্শ নিন। যত তাড়াতাড়ি সম্ভব পরামর্শ নিলে চোখের ক্ষতি হবে না।