বাংলা নিউজ > টুকিটাকি > রোজ মাথাব্যথার ওষুধ খেলে বারোটা বাজবে কিডনির! ট্রাই করুন কার্যকরী এই ঘরোয়া টোটকা
পরবর্তী খবর

রোজ মাথাব্যথার ওষুধ খেলে বারোটা বাজবে কিডনির! ট্রাই করুন কার্যকরী এই ঘরোয়া টোটকা

মাথাব্যথার ঘরোয়া চিকিৎসা। 

দেখুন কীভাবে সারবে অসহ্য মাথাব্যথার সমস্যা। 

মাথাব্যথার সমস্যা যাদের রয়েছে, তাঁরা জানেন এর কষ্ট। মাইগ্রেন হোক বা সাইনাস, মাথা ব্যথা থাকলে জেরবার হয়ে পড়েন প্রায় সকলেই। কিছুতেই যেন মন বসে না কোনও কাজে। না খাওয়া যায়, না ঘুমনো যায়, না সাধের মুঠোফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করা যায়। অনেকে তো মাথাব্যথার কষ্ট সহ্য করতে না পেরে মুখে তুলে নেন ওষুধ। এর মধ্যে বেশিরভাগই ডাক্তারের পরামর্শ ছাড়াই ওষুধ খান। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে রোজ মাথাব্যথা-র ওষুধ খেলে শরীরে নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে! যার মধ্যে অন্যতম হল কিডনির সমস্যা। তাই এবার থেকে মাথাব্যথার সমস্যায় এই ঘরোয়া টোটকা ট্রাই করে দেখতে পারেন। 

১. অনেকেই খাবার খাওয়া নিয়ে অনিয়ম করেন। দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে অনেকেরই মাথাব্যথা হয়। বিশেষ করে যাদের মাইগ্রেনের সমস্যা আছে। তাই ৩-৪ ঘণ্টা পরপর খাবার খান। 

২. শরীরে ডিহাইড্রেশন দেখা দিলেও মাথাব্যথা করে। তাই দিনে অন্তত ১০ থেকে ১২ গ্লাস জল পান করুন। মাথাব্যথা হলে একটু জল খেয়ে চোখ বুজে মিনিট ২০ বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। 

৩.সময় মতো ঘুমতে যাওয়া ও সময়মতো ঘুম থেকে ওঠা বিশেষ গুরুত্বপূর্ণ। দেখবেন, এতে আপনার রোজ রোজ মাথা ধরার সমস্যা অনেকটাই কমেছে। আসলে ঠিক মতো ঘুম না হলেও মাথাব্যথার সমস্যা হয়। আর যাদের রাতে ঘুম আসতে চায় না, তাঁরা প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চিকিৎসা করান। 

৪. এক্সারসাইজ করুন। বিশেষ করে যোগাসন এই সমস্যার জন্য খুব উপকারি। 

৫. শরীরে যদি ম্যাগনেশিয়াম নামক খনিজের ঘাটতি দেখা যায়, তা হলেও মাথা ব্যথা হয়। তাই ম্যাগনেশিয়াম আছে এমন খাবার যেমন পালং শাক, বিভিন্ন রকমের বাদাম, ডার্ক চকোলেট ইত্যাদি খান।

৬. আদা দিয়ে বানানো কড়া লিকার চা খেতে পারেন। মাথা ধরা, গা বমি ও মাথা ঘোরা কমিয়ে দেয় আদায় থাকা রস। তবে এই সময় দুধ চা বা দুধ দিয়ে বানানো কফি না খাওয়াই ভালো।

Latest News

পুজোর আগে চিন্তা দূর বাংলার বহু সরকারি কর্মীর, নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের অনুদান ফেরানো পুজো কমিটিগুলির ‘বন্ধু’ হতে চায় বিজেপি? প্রথম বলটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে- রোহিতের সেই কথা আজও ভোলেননি ধ্রুব জুরেল মেয়ের বয়সী তরুণীকে আটকে রেখে ২ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা রান্নাপুজোয় পাতে থাকবে না ইলিশ, মনখারাপ ছড়িয়েছে বাঙালির রান্নাঘরে ধেয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, কলকাতা থেকে মাত্র ১০০ কিমি দূরে গভীর নিম্নচাপ পুলিশ আমাকে ডেকেছিল, পুলিশই টাকা মিটিয়েছে, দাবি সেদিন শববাহী গাড়ির চালকের জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ছক কষা 'স' পড়েছে ধরা, 'ক' নিয়ে জল্পনা সিপিএমে পিতৃপক্ষের সময় এভাবে করুন তুলসী দিয়ে বিশেষ ব্যবস্থা, পাবেন পূর্ণ ফল ধসে পড়ে যাবে জেনেও, পাহাড়ের উপরে ৩.৩ কোটি টাকার বাড়ি কিনলেন 'শৌখিন' ব্যক্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.