Durga Puja Hair Care: বেশ কয়েকটি ফলের রস চুলকে ঘন ... more
Durga Puja Hair Care: বেশ কয়েকটি ফলের রস চুলকে ঘন কালো করতে খুবই সাহায্য করে। ফলের রস আমরা সকলেই খাই। আর তার পুষ্টিগুণে শরীর ভালো রাখাই আসল লক্ষ্য। তবে এই ফলের রস চুলের জন্য পান করলেও মিলতে পারে ঘন কালো চুল। দেখে নেওয়া যাক সেই সমস্ত ফলের রস কোনগুলি।
1/7সামনেই পুজো। তার আগে রূপ চর্চায় আরও বেশি করে মন দেওয়ার পালা শুরু। ষষ্ঠী থেকে দশমীতে এক ফোঁটাও যেন রূপে খামতি না থাকে, তার জন্য চেষ্টায় মহিলা মহল। পিছিয়ে নেই বহু পুরুষও। আর পুরুষ হোন বা মহিলা, চুলের যত্নে অনেকেই সজাগ! অনেকেই চিন্তায় থাকেন পাতলা চুল, বা চুল পড়ার সমস্যা নিয়ে। কয়েকটি ঘরোয়া উপায়েই সেই সমস্যাকে কাবু করা যাবে।
2/7বলা হচ্ছে, বেশ কয়েকটি ফলের রস চুলকে ঘন কালো করতে খুবই সাহায্য করে। ফলের রস আমরা সকলেই খাই। আর তার পুষ্টিগুণে শরীর ভালো রাখাই আসল লক্ষ্য। তবে এই ফলের রস চুলের জন্য পান করলেও মিলতে পারে ঘন কালো চুল। দেখে নেওয়া যাক সেই সমস্ত ফলের রস কোনগুলি। (ফাইল ছবি)
3/7গাজর- গাজরে রয়েছে ভিটামিন এ। এতে চুলের স্বাস্থ্য ভালো হয়। চুল পড়া কমে যায় ও অকাল পক্কতা থেকে রক্ষা করে। লম্বা চুল পেতে গেলে রোজ এক গ্লাস গাজরের রস খেতে পারেন।
4/7কিউই জুস- কিউইর মধ্যে রয়েছে একাধিক গুণ। চুলকে আরও ভালো করতে কিউইর গুণের অন্ত নেই। এছাড়াও কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে কিউইর গুণ রয়েছে। এই ফল কাটার সময় বোঁটার দিকের অংশটি না ফেলে দিয়ে তা স্ক্যাল্পে লাগান। মিলবে ঘন কালো চুল। REUTERS/Guglielmo Mangiapane
5/7অ্যালোভেরা- ত্বকের জন্য তো বটেই, চুলের জন্যও ভালো অ্যালোভেরা। অ্যালোভেরায় ভিটামিন থাকে, তা চুলকে মজবুত করে। এতে চুল পড়ার সমস্যা দূর হয়। এতে খুশকির সমস্যাও দূর হয়। চুলে যদি অ্যালোভেরা পাতার জেলের জুস লাগাতে পারেন, তাহলে তা আলাদা জেল্লা দেবে।
6/7আমলকির জুস- পুজোর আগে চুলকে আরও ঘন করে নিতে আমলকির রস দারুন উপকারি। ভিটামিন সি সমৃদ্ধ এই জুস ডায়েটে রাখুন। এছাড়াও জুসের কয়েক ফোঁটা তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগিয়ে নিন। এতে চুল থাকবে সুন্দর।
7/7পেয়ারার জুস- পেয়ারায় রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিডের মতো বিভিন্ন পুষ্টিগুণে ভরা সামগ্রী। এটি খেলে শরীর স্বাস্থ্য ভালো হয়, চুল পড়া আটকে যায়। (এই আলেখ্য, মান্যতার ওপর নির্ভর।)