প্রতিবারই পুজোতে গরুমারা অভয়ারণ্যের প্রতি বাড়তি টান থাকে। তবে এবার যেন উৎসাহ একেবারে মাত্রা ছাড়া। আসল কারণটা হল হাতি সাফারি। আবার গরুমারাতে ফের শুরু হচ্ছে হাতি সাফারি।তার প্রস্তুতি একেবারে তুঙ্গে। ইতিমধ্য়ে জেনি আর মাধুরি নামে দুই কুনকি হাতিকে জলদাপাড়া থেকে গরুমারাতে নিয়ে আসা হয়েছে।
এবার জেনে নিন গরুমারাতে হাতি সাফারি করতে গেলে আপনাকে কত টাকা খরচ করতে হবে?
হাতি সাফারির জন্য মাথাপিছু খরচ হতে পারে ১২০০ টাকা। একটি হাতিতে চারজন উঠতে পারবেন।
মোটামুটি ২০২১ সালে ধূপঝোরাতে যখন হাতি সাফারি চালু ছিল তখন দুটি স্লটে বুকিং হত। একটা সকাল সাতটা থেকে ৮টার মধ্য়ে। আর একটি সাড়ে তিনটে ও সাড়ে চারটে। কালীপুরে ছিল সকাল ৭টা থেকে সকাল ৮টা। আর সকাল ৮টা থেকে ৯টা। হাতি সাফারির জন্য় ছিল ১০২০ টাকা মাথাপিছু। তবে এবার সেটা বেড়ে ১২০০ টাকা হতে পারে। তবে ১৫ সেপ্টেম্বরের পরে জঙ্গল খোলার পরেই গোটা বিষয়টি পরিষ্কার হবে। তবে এবার দুজনের বদলে চারজন পর্যটক চাপতে পারেন হাতির পিঠে। তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর। তবে প্রথমদিকে অফলাইনে বুকিং হবে হাতি সাফারির।
কীভাবে যাবেন গরুমারা?
বাসে করে শিলিগুড়ি থেকে চালসা চলে যেতে পারেন। শিলিগুড়ি থেকে চালসা যাওয়ার অনেক বাস আছে। সেখান থেকে ৩০ মিনিটের জার্নি গরুমারা। বাগডোগরা বা এনজেপি থেকে সরাসরি গরুমারা গাড়িতে আসতে পারেন।
এখানে কার সাফারির ব্যবস্থা রয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট এজেন্সির ওয়েবসাইটে গিয়ে আপনি বুক করতে পারেন। তবে হাতি সাফারির জন্য় এখনও পর্যন্ত অনলাইন বুকিং শুরু হয়নি। হাতি সাফারির প্রতি পর্যটকদের কতটা আকর্ষণ থাকে সেটা দেখে নিয়ে তারপর অনলাইন বুকিং শুরু হবে।
তবে হাতির পিঠে চেপে জঙ্গলের পথে ঘোরার মজাই আলাদা। কেমন যেন রাজা রাজা অনুভূতি হয়। পাশ দিয়ে হেঁটে যাবে হরিণ। দূরে বাইসন। বনমুরগি, ময়ুরের দল দেখবেন। হাতি চলবে দুলকি চালে। তবে ওয়াইল্ড লাইফ দেখা একেবারেই ভাগ্যের ব্যাপার। সেক্ষেত্রে হাতি সাফারিতে গেলেই যে ওদের দেখা পাবেন এমনটা নয়। তবে বন্যেরা বনে সুন্দর। সেক্ষেত্রে কোনও বন্য জন্তুর দেখা পেলেও তাদের বিরক্ত না করাটাই শ্রেয়। কারণ তাদের জঙ্গলে, তাদের আবাসস্থলে যাওয়ার সুযোগ হচ্ছে পর্যটকদের। সেক্ষেত্রে জঙ্গলের ব্যাকরণ মেনে চলাটা সবার আগে দরকার।