বাংলা নিউজ > টুকিটাকি > Rose Day 2024: প্রেমের সপ্তাহ শুরুতেই লক্ষ্মীলাভ ব্লিঙ্কিটের, অনলাইনের রেকর্ড-ব্রেকিং বিক্রি গোলাপ
পরবর্তী খবর

Rose Day 2024: প্রেমের সপ্তাহ শুরুতেই লক্ষ্মীলাভ ব্লিঙ্কিটের, অনলাইনের রেকর্ড-ব্রেকিং বিক্রি গোলাপ

প্রেমের সপ্তাহ শুরুতেই লক্ষ্মীলাভ ব্লিঙ্কিটের (Pixabay)

Rose Day 2024: ব্লিঙ্কিটের সিইও আলবিন্দর ধিন্ডসা জানিয়েছেন যে এই কুইক কমার্স কোম্পানি ২০২৩ সালের থেকে ২০২৪ সালের রোজ ডেতে সবচেয়ে বেশি ব্যবসা করেছে।

আজ, ৭ ফেব্রুয়ারি, গোলাপ দিবস, সকাল ১১টা বাজতে না বাজতেই বেশিরভাগ গোলাপ বিক্রি করে ফেলেছিল ব্লিঙ্কিট। ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হতেই লক্ষ্মীলাভ করল কুইক কমার্স কোম্পানিটি। এই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে, এক্স-এ একটি পোস্টে, ব্লিঙ্কিটের সিইও আলবিন্দর ধিন্ডসা জানিয়েছেন যে কুইক কমার্স কোম্পানি সকাল ১১ টার মধ্যে এতটাই বেশি গোলাপ সরবরাহ করেছে যে তা ২০২৩ সালের গোলাপ দিবসের বিক্রির থেকে ঢের বেশি।

ব্লিঙ্কিট সিইও ঠিক সকাল ১১টা নাগাদ সোশ্যাল মিডিয়াটিতে লিখেছেন, 'ভ্যালেন্টাইনস সপ্তাহের দারুণ শুরু! এখন সকাল ১১টা এবং আমরা ইতিমধ্যেই ২০২৩ সালে রোজ ডে-তে যতটা গোলাপ বিক্রি করেছি তার চেয়ে ঢের বেশি গোলাপ এরইমধ্যে বিক্রি হয়ে গিয়েছে।' এখানেই শেষ নয়। এরপর আজ সারাদিনের বাজার চাহিদা দেখে তিনি এও নিশ্চিত হয়ে গিয়েছেন যে সকালের থেকে সন্ধ্যায় আরও বেশি গোলাপ বিক্রির সম্ভাবনা রয়েছে।

একটি ফলো-আপ টুইটে, মিঃ ধীন্ডসা আরও বলেছেন যে সব অর্ডারের ২০ শতাংশই আজ অন্য কারও বাড়িতে ডেলিভার করা হয়েছিল। তাই সিইও-র বলেছেন, ব্লিঙ্কিটের মাধ্যমে গ্রাহকদের প্রিয় মানুষের কাছে পছন্দের উপহারটি পাঠাতে পেরে, তাঁরা খুশি।

মিঃ ধীন্ডসা আরও শেয়ার করেছেন, ব্লিঙ্কিটও গত বছরের তুলনায় আজ বেশি চকলেট বিক্রি করেছে। এমনকি গত বছরের চকোলেট দিবসকেও ছাপিয়ে যেতে পারে আজকের চকলেট বিক্রির হার।"

বলা বাহুল্য, গোলাপ দীর্ঘদিন ধরেই ভালোবাসার প্রতীক। একটি তাজা লাল গোলাপ দিয়ে কাউকে উপহার দিয়ে ভালবাসা প্রকাশ করাটা হল সবচেয়ে রোমান্টিক একটি উপায়। এই দিনে, ব্যক্তি নিজের প্রিয়জনের সঙ্গে গোলাপ বিনিময় করে বা একটি ফুলের তোড়া পাঠায়। আর এই ফুলের তোড়াই এবার পাঠানো হয়েছে ব্লিঙ্কিটের মাধ্যমে।

ভ্যালেন্টাইন উইক শুরু হয়েছে আজ থেকে অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ২০২৪ থেকে। রোজ ডে এই সপ্তাহের প্রথম দিন। রোজ ডে উপলক্ষে সাধারণত ১০-২০ টাকায় পাওয়া গোলাপের দামও বেড়েছে। আর আপনি যদি এখনও আপনার সঙ্গীকে গোলাপ দিতে না পারেন বা ফুল কিনতে ভুলে যান, তাহলে চিন্তার দরকার নেই। এখন যেহেতু ইন্টারনেটের যুগ, অনলাইন শপিংয়ের যুগ, তাই আপনি ঘরে বসেই গোলাপ অর্ডার করতে পারেন। তাই দেরি না করে কুইক ডেলিভারি অ্যাপগুলির মাধ্যমে ১০ মিনিটের মধ্যে আপনার প্রেমিক, সঙ্গী, স্ত্রী কিংবা স্বামীকে প্রেমের গোলাপটি পাঠিয়ে ফেলুন।

Latest News

আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত পুজোয় ডিম দিয়ে রেঁধে ফেলুন ঠাকুরবাড়ির বিশেষ পদ ‘চাও চাও’, রইল রেসিপি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.