বাংলা নিউজ > টুকিটাকি > Kalipuja: কালীপুজোর রাতে ইস্পাতের খড়গ থাকে দেবীর হাতে, কোথায় জানেন
পরবর্তী খবর

Kalipuja: কালীপুজোর রাতে ইস্পাতের খড়গ থাকে দেবীর হাতে, কোথায় জানেন

হালদার বাড়ির পুজো

Kalipuja: বনেদি বাড়ির পুজোগুলোর সঙ্গে কতই না ইতিহাস জড়িয়ে থাকে। তেমনই এই বনেদি বাড়ির সঙ্গেও জড়িয়ে আছে। কালীপুজোর রাতে এই বাড়ির দেবীর হাতে থাকে ইস্পাতের খড়গ।

দুর্গাপুজো শেষ হওয়ার পরেই মনটা ভারাক্রান্ত হয়ে আসে। আবার এক বছরের অপেক্ষা শুরু হয়। কিন্তু এই কষ্ট থেকে আমাদের আনন্দ দিতে কদিনের মধ্যেই চলে আসে কালীপুজো। বাঙালির আলোর উৎসব। চারিদিকে আলোয় মেলায় সেজে ওঠে।

বনেদি বাড়ির দুর্গাপুজো যেমন পরিচিত। অনেকে দেখতে আসেন। বিভিন্ন বনেদি বাড়ির দুর্গাপুজোর সঙ্গে যেমন অনেক গল্প জুড়ে থাকে, তেমনই কালীপুজোতেও। একাধিক বনেদি বাড়িতে কালীপুজো হয়ে থাকে। এর অন্যতম হল কলকাতার হালদার বাড়ির পুজো।

বউবাজারের রামনাথ কবিরাজ লেনের হালদার বাড়ির কালীপুজো বেশ বিখ্যাত। প্রায় ৩০০ বছর ধরে এই পুজো হয়ে আসছে। লক্ষ্মীনারায়ণ হালদারের হাত ধরেই এই পুজোর শুভারম্ভ ঘটে সতেরো শতকের মাঝামাঝি সময়ে।

বাদলা গ্রামের জমিদার ছিলেন লক্ষ্মীনারায়ণ হালদার। এছাড়া তাঁর বাবার কলকাতায় অনেক জমি জায়গা ছিল। তখন তাঁরা এখানে এসে ব্যবসা শুরু করেন। এই পরিবারের খুবই ভালো সম্পর্ক ছিল ইংরেজদের সঙ্গে। এর ফলে হালদার বাড়ির তরফে বিদেশ থেকে জিনিসপত্র আমদানি করা ছিল অত্যন্ত সহজ বিষয়। কলকাতায় তখন যে কজন বড় ব্যবসায়ী ছিলেন তার মধ্যে লক্ষ্মীনারায়ণ হালদার ছিলেন অন্যতম।

হালদারদের ব্যবসা যত বাড়ছিল ততই তাদের পুজোর জাঁকজমক বাড়ছিল। কুমারটুলি থেকে শিল্পী আনা হতো প্রতিমা তৈরি করার জন্য। ডাকের সাজে প্রতিমাকে সাজানো হয়। কালীপুজোর রাতে এই বাড়িতে আলো জ্বালানো হয় না। জ্বালানো হয় মোমবাতি। মোমবাতির আলোয় এই বাড়ি সেজে ওঠে। আজও সেই প্রথা মেনে চলা হচ্ছে। এই বাড়ির ঠাকুর দালানে মা কালীর দশ রূপের ছবি লাগানো রয়েছে।

এই বাড়ির কালীপুজোয় আগে পাঁঠা বলি দেওয়া হতো। কিন্তু ১৯৪২ সাল থেকে এই নিয়ম বন্ধ হয়ে যায় দাঙ্গার পর থেকে। তবে এখন আঁখ, চাল কুমড়া, ইত্যাদি বলি দেওয়া হয়ে থাকে। জন ইয়েটস, ইংল্যান্ডের ইস্পাত উৎপাদনকারী এই বাড়ির পুজোতে এসেছিলেন। এসে পুজোর আয়োজন দেখে এতটাই মুগ্ধ হন যে তিনি ইস্পাতের দুটি খড়গ বানিয়ে পাঠিয়েছিলেন। আজও সেই খড়গ দেবীর হাতে দেওয়া হয় কালীপুজোর দিন।

Haryana and JNK Election Haryana and JNK Election

Latest News

পুজোর মধ্যে ব্যবসায়ীর জামাইকে অপহরণের ছক বানচাল করল পুলিশ 'এত্তটা নির্লজ্জ, অসংবেদনশীল…', পুজো মণ্ডপে ঢাকের তালে নেচে ট্রোলড তনুশ্রীরা শিশু পর্নোগ্রাফি মামলায় দোষী সাব্যস্ত ওনলি ফ্যানস কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদিদের ঠেঙিয়ে দাপুটে শতরান, জো রুট ভেঙে দিলেন সুনীল গাভাসকরদের বিরাট নজির DHFC-র নাম প্রত্যাহার! কলকাতা লিগ ঢুকছে লালহলুদে! অপেক্ষা আইএফএর সরকারি ঘোষণার… ‘‌দুর্গাপুজো শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, সার্বজনীন’‌, শুভেচ্ছা ইউনুসের উত্তর কলকাতার সেরা ১০ পুজো বেছে নিল HT বাংলা, কোনগুলি এই বছর না দেখলেই নয়? বড় পর্দায় টেক্কা আসতেই হল ভিজিট দেব-সৃজিতের! কী অনুরোধ করলেন দর্শকদের? ‘ফুচকাওয়ালাকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে’, সিংহি পার্কের পুজো বয়কটের ডাক, এল সাফাই ‘বর্তমানেই থাকি, কালকের কথা ভাবি না’! সাফল্যের মন্ত্র জানালেন বিশ্বকাপজয়ী তারকা…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.