অবশেষে অযোধ্যায় ভগবান রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়েছে ২২ জানুয়ারি। আর তারপরের দিন অর্থাৎ ২০২৪ সালের ২৩ জানুয়ারি থেকে রাম মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। আপনিও যদি রামলালা দেখার পরিকল্পনা করেন, তাহলে IRCTC আপনার জন্য নিয়ে এল একটি দুর্দান্ত প্যাকেজ। যেখানে খুব স্বল্প বাজেটে আপনি ঘুরে নিতে পারবেন অযোধ্যা শহর। জানুন বিস্তারে-
আইআরসিটিসি-র তরফ থেকে ভক্তদের জন্য একটি বিশেষ ট্যুর প্যাকেজ চালু করা হয়েছে। যার নাম গয়া-কাশী এবং প্রয়াগরাজ ভায়া বেঙ্গালুরু, সঙ্গে পবিত্র অযোধ্যা (HOLY AYODHYA WITH GAYA, KASHI & PRAYAGRAJ EX BENGALURU)। এতে আপনাকে রামনগরী অযোধ্যার পাশাপাশি গয়া, কাশী, প্রয়াগরাজ, সারনাথ ইত্যাদি স্থানে নিয়ে যাওয়া হবে।
IRCTC-এর এই ট্যুর প্যাকেজটি ২৫ মার্চ ২০২৪ থেকে শুরু হচ্ছে এবং ৩০ মার্চ পর্যন্ত চলবে। আপনি এখানে ৫ রাত ৬ দিন ঘোরাঘুরি করার সুযোগ পাবেন। ফ্লাইট ট্যুর প্যাকেজ এটি। যা আপনাকে বেঙ্গালুরু থেকে বারাণসী এবং তারপরে বারাণসী থেকে বেঙ্গালুরু নিয়ে আসবে। সেক্ষেত্রে কলকাতা বসবাসকারীদের পৌঁছতে হবে বেঙ্গালুরুতে।
এই ট্যুর প্যাকেজে হোটেলে থাকার পাশাপাশি সকালের জলখাবার, দুপুরের খাবার ও রাতের খাবার দেওয়া হবে। আর খরচ পড়বে মাথা পিছু ৩২,৯৯০ টাকা।
কীভাবে বুক করবেন IRCTC-এর অযোধ্যা প্যাকেজ:
আপনি যদি এই ট্যুর প্যাকেজটি বুক করতে চান তবে আপনি আইআরসিটিসি ওয়েবসাইট https://irctctourism.com -এ গিয়ে লগ ইন করুন। তারপর চলে যান https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SBA23 -এ। সেখানেই পেয়ে যাবেন ট্যুর সম্পর্কিত সমস্ত তথ্য। এমনকী, সরাসরি আইআরসিটিসি-র সঙ্গে যোগাযোগও করতে পারবেন আপনি আরও বিস্তারিত জানতে।
কোথায় কোনদিন ঘুরবেন:
প্রথমদিন আপনাকে নিয়ে যাওয়া হবে বিমানে বেঙ্গালুরু থেকে বেনারসি। হোটেলে টেক ইন করে দেখানো হবে গঙ্গারতি। তার পরের দিন সেখান থেকে বুদ্ধ গয়া নিয়ে গিয়ে ঘুরিয়ে আনা হবে। রাত কাটাবেন বুদ্ধ গয়াতেই।
তৃতীয়দিন সকালে গয়ার বিষ্ণুপদ মন্দিরে পুজো দিয়ে নিয়ে আসা হবে বেনারসে। চতুর্থ দিনে ঘোরানো হবে কাশী বিশ্বনাথ মন্দির এবং অন্নপূর্ণা মন্দির। তারপর সোজা সারনাথ। পঞ্চম দিনে সেখান থেকে অযোধ্যা। ষষ্ঠ দিনে অযোধ্যা মন্দির, দশরথ মহল, হনুমান গড়ি এবং সীতা রসোই দর্শন করিয়ে প্রয়াগরাজে রাত্রিবাস। আর সপ্তম দিনে ত্রিবেণী সঙ্গম, এলাহাবাদ ফোর্ট এবং পাতালপুরি মন্দির ঘুরিয়ে বেনারস। তারপর বিমান ধরে ফের ফিরিয়ে আনা হবে বেঙ্গালুরুতে।