‘করওয়া’ অর্থাৎ মাটির পাত্র, ‘চৌথ’ অর্থাৎ চতুর্থী। এই দুইয়ে মিলে ব্রতের নামকরণ। স্বামীর দীর্ঘায়ু কামনায় উত্তর ও পশ্চিম ভারতের বিবাহিত মহিলাদের এই ব্রত অনেকেই পালন করে থাকেন। এই ব্রতে কড়াইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ। যাঁরা ব্রত রাখেন, তাঁরা নতুন কড়াই কেনেন। সেখানে নতুন কাপড় রাখেন। কাচের চুড়ি পরেন। বাড়িতে তৈরি হয় মুখরোচক খাবার ও মিষ্টি। এই ব্রতর রীতি হল, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছু খাওয়া যাবে না। এমনকি, জলপানও নিষিদ্ধ। তাই অনেক রাজ্যেই সূর্যোদয়ের আগে বিবাহিতারা খেয়ে নেন। এই দিনটি ভালোবাসাকে আরও দৃঢ় করে। তাই দিনটির শুভেচ্ছা জানান অন্যদেরও। ব্রতপালনকারীদের যাতে সব কামনা পূর্ণ হয়, সেই শুভকামনা থাক। পাঠিয়ে দিন আপনার পছন্দের শুভেচ্ছাবার্তাটি।
(আরও পড়ুন: হ্যালোইনের মেজাজে রোহিত-কন্যাও, পার্টি মুডের সাজ ভাইরাল নেটদুনিয়ায়)
- করওয়া চৌথ আপনার ভালোবাসার বাঁধনকে আরও মজবুত করুক। গভীর হোক আপনাদের সম্পর্ক।
- করওয়া চৌখ উপলক্ষে আপনার জন্য রইল অসংখ্য শুভকামনা।
- তোমার প্রেম করওয়া চৌথের চাঁদের আলোয় সুন্দর হয়ে উঠুক, অনেক শুভকামনা রইল তোমার জন্য।
- এই করওয়া চৌথে আপনার সুস্থ ও দীর্ঘ আয়ু কামনা করছি। ভালো থাকুন, ভালো রাখুন।
- আপনার ভালোবাসা আরও গভীর ও দীর্ঘস্থায়ী হোক। করওয়া চৌথের অনেক শুভেচ্ছা আপনাকে।
- আপনার জীবনে যেন ভালোবাসার অভাব না হয়, সবসময় ভালো থাকুন ভালো রাখুন গোটা পরিবারকে। করওয়া চৌথের অনেক শুভেচ্ছা।
(আরও পড়ুন: হলুদ না, কালো হয়ে যাওয়া কলাই নাকি সেরা! মহিলারাও এর থেকে পাবেন বিশেষ উপকার)
- করওয়া চৌথ মানেই ভালোবাসার এক সুন্দর মুহূর্ত। এই দিনটি তোমাদের সম্পর্ককে আরও গভীর করুক, এই কামনা করি।
- একরাশ আনন্দ ও সুখবর নিয়ে আসুক এই করওয়া চৌথ। ভালোবাসায় গভীর হয়ে উঠুক আপনার প্রতিটি দিন।
- করওয়া চৌথ ভালোবাসার বন্ধনকে আরও শক্তিশালী করে। আরও সুন্দর করে তোলে ভালোবাসাকে। আপনার জীবনেও যেন তাই হয়। অনেক শুভকামনা করওয়া চৌথের।
- করওয়া চৌথ নতুন করে আপনার জীবন আলোয় ভরিয়ে তুলুক। অনেক শুভকামনা আপনার জন্য।