বাংলা নিউজ > টুকিটাকি > NBSTC Darjeeling Tour Package: মার্চে অফবিট দার্জিলিং, অহলদারা, সিটং, তিনচুলে, এনবিএসটিসি ট্যুর প্যাকেজে খরচ কেমন?
পরবর্তী খবর

NBSTC Darjeeling Tour Package: মার্চে অফবিট দার্জিলিং, অহলদারা, সিটং, তিনচুলে, এনবিএসটিসি ট্যুর প্যাকেজে খরচ কেমন?

অহলদারা। ছবি এনবিএসটিসি।

ছবির মতো দার্জিলিং। মার্চ মাসে বিশেষ প্যাকেজ আনল এনবিএসটিসি। দেখে নিন মাথাপিছু খরচ কেমন? 

পরীক্ষা শেষ হয়ে গিয়েছে অনেকেরই। এরপর অন্তত মাস খানেকের ছুটি। ঘরে বসে আর ভালো লাগছে না। মন বলছে বেড়িয়ে আসি পাহাড়ে। কিন্তু যাবেন কাদের সঙ্গে? কোথায় যাবেন? এসব সাতপাঁচ চিন্তা তো মাথাতে থাকছেই। সেক্ষেত্রে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা এবার বিশেষ ট্যুর প্যাকেজ এনেছে। মার্চ মাসের জন্য এই প্যাকেজ। দার্জিলিংয়ের অফবিট জায়গায় ঘুরে আসতে পারেন এনবিএসটিসির হাত ধরে। মাথাপিছু খরচ কত, কোথায় নিয়ে যাবে তারা, গাড়ি কেমন হবে সবটা জেনে নিন।

মার্চ মাসে বেশ কয়েকটি প্যাকেজ এনেছে এনবিএসটিসির পর্যটন বিভাগ। সরকারি এই সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনি প্যাকেজ বুক করতে পারেন।

সিটং-তিনচুলে ট্যুর প্যাকেজ। সিটং মানেই অনেকের কাছে ভেসে ওঠে সেই কমলালেবুর কথা। তবে এখন গেলে কমলালেবুর দেখা নাও পেতে পারেন। তবে বাকিরা তো রয়েছেই। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, স্ট্যান্ডার্ড ক্য়াটাগরি প্যাকেজে স্ট্যান্ডার্ড রুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজারের সুবিধা থাকবে। ডিলাক্স প্যাকেজে ডিলাক্স রুম মিলবে। তবে সিটং, তিনচুলে বা দার্জিলিংয়ের এসি লাগবে না।

খাবারের যে তালিকা দেওয়া হয়েছে তাতে থাকছে প্রথম দিন লাঞ্চ আর ডিনার, দ্বিতীয় দিন ব্রেকফাস্ট আর ডিনার। তৃতীয় দিন ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, চতুর্থ দিন ব্রেকফাস্ট আর ডিনার, আর পঞ্চম দিন কেবলমাত্র ব্রেকফাস্ট।

গাড়ি- নন এসি SUV/ Sedan থাকবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে শেয়ার গাড়ি থাকবে। ডিলাক্স প্যাকেজে এসি গাড়ি থাকবে। এখানে শেয়ার করতে হবে না।

ভ্রমণসূচি- ৫দিন ৪ রাতের প্যাকেজ। শিলিগুড়িতে শুরু হবে এই ভ্রমণসূচি। এনজেপি, তেনজিং নোরগে বাস টার্মিনাস বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে পর্যটকদের নিয়ে আসার ব্যবস্থা রয়েছে। প্রথম দিন সিটং-অহলদারা হোটেল অথবা রিসর্ট। অপরূপ সুন্দর জায়গা। দুপুরের খাবার খেয়ে গোটা দিনটা ঘুরে বেড়ান।

দ্বিতীয় দিনে সিটংয়ের চারপাশটা ঘুরিয়ে দেখানো হবে। অহলদারা ভিউ পয়েন্ট, যোগীঘাট ব্রিজ, সিটং মনাস্ট্রি, সিটং কমলালেবুর বাগান, মংপু, লাটপাঞ্চার, লেপচা পাহাড় সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে।

তৃতীয়দিনে ব্রেকফাস্টের পরে সোজা তিনচুলে। তবে রাস্তায় ত্রিবেণী সঙ্গমে ৪৫ মিনিটের জন্য গাড়ি দাঁড়াবে। দেখুন তিস্তার অপরূপ রূপ। নিজের টাকায় Rafting করতে পারেন।

চতুর্থ দিনে তিনচুলে ভিউ পয়েন্ট, পেশক চা বাগান, তাকদা, লামাহাটা। রাস্তাতেই লাঞ্চ। ডিনার হবে হোটেল বা হোমস্টেতে।

পঞ্চম দিনে ব্রেকফাস্ট সেরে সোজা এনজেপি অথবা তেনজিং নোরগে বাস টার্মিনাস।

মাথাপিছু খরচ ৯০০০ টাকা করে। এনবিএসটিসির ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারেন।

 

Latest News

আজ বিশ্বকর্মা পুজোয় ভুল করেও করবেন না এই কাজ, না হলে হতে পারে ভাগ্য বিমুখ খুব ‘ভ্যালুয়েবল ইনপুট’ আছে নির্যাতিতা বাবার চিঠিতে, ‘CBI ঘুমোচ্ছে না’, বলল SC ঐশ্বর্যর স্টাইলে তৈরি করা হল পুতুল, দেখলে চমকে যাবেন আপনিও সরকারি মেডিক্যাল কলেজে চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের বাংলার হোটেল ম্যানেজমেন্টের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু গুজরাটে, ফোন এল আত্মহত্যার যিশুর ‘বাবা হওয়ার’ গুঞ্জনের মাঝে ভাইরাল একটা ছবি! নীলাঞ্জনা লিখল, ‘এটাই শেষ…’ 'মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে হুজুর, লাইভ স্ট্রিমিং বন্ধ করুন' খুব তাড়াতাড়ি আসছে 'তুম্বাদ ২'! গল্পে কী চমক থাকবে? জানালেন সোহম শাহ RG Kar কাণ্ডের মাঝে এবার MD পড়ুয়ার মৃত্যু! নিট টপার-র দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বাবার সঙ্গে বরফে ঢাকা পাহাড়ে গিয়ে গরম পানীয়ে চুমুক সানির! ভিডিয়ো দেখে ববি বললেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.