বাংলা নিউজ > টুকিটাকি > NBSTC Darjeeling Tour Package: মার্চে অফবিট দার্জিলিং, অহলদারা, সিটং, তিনচুলে, এনবিএসটিসি ট্যুর প্যাকেজে খরচ কেমন?

NBSTC Darjeeling Tour Package: মার্চে অফবিট দার্জিলিং, অহলদারা, সিটং, তিনচুলে, এনবিএসটিসি ট্যুর প্যাকেজে খরচ কেমন?

অহলদারা। ছবি এনবিএসটিসি।

ছবির মতো দার্জিলিং। মার্চ মাসে বিশেষ প্যাকেজ আনল এনবিএসটিসি। দেখে নিন মাথাপিছু খরচ কেমন? 

পরীক্ষা শেষ হয়ে গিয়েছে অনেকেরই। এরপর অন্তত মাস খানেকের ছুটি। ঘরে বসে আর ভালো লাগছে না। মন বলছে বেড়িয়ে আসি পাহাড়ে। কিন্তু যাবেন কাদের সঙ্গে? কোথায় যাবেন? এসব সাতপাঁচ চিন্তা তো মাথাতে থাকছেই। সেক্ষেত্রে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা এবার বিশেষ ট্যুর প্যাকেজ এনেছে। মার্চ মাসের জন্য এই প্যাকেজ। দার্জিলিংয়ের অফবিট জায়গায় ঘুরে আসতে পারেন এনবিএসটিসির হাত ধরে। মাথাপিছু খরচ কত, কোথায় নিয়ে যাবে তারা, গাড়ি কেমন হবে সবটা জেনে নিন।

মার্চ মাসে বেশ কয়েকটি প্যাকেজ এনেছে এনবিএসটিসির পর্যটন বিভাগ। সরকারি এই সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনি প্যাকেজ বুক করতে পারেন।

সিটং-তিনচুলে ট্যুর প্যাকেজ। সিটং মানেই অনেকের কাছে ভেসে ওঠে সেই কমলালেবুর কথা। তবে এখন গেলে কমলালেবুর দেখা নাও পেতে পারেন। তবে বাকিরা তো রয়েছেই। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, স্ট্যান্ডার্ড ক্য়াটাগরি প্যাকেজে স্ট্যান্ডার্ড রুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজারের সুবিধা থাকবে। ডিলাক্স প্যাকেজে ডিলাক্স রুম মিলবে। তবে সিটং, তিনচুলে বা দার্জিলিংয়ের এসি লাগবে না।

খাবারের যে তালিকা দেওয়া হয়েছে তাতে থাকছে প্রথম দিন লাঞ্চ আর ডিনার, দ্বিতীয় দিন ব্রেকফাস্ট আর ডিনার। তৃতীয় দিন ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, চতুর্থ দিন ব্রেকফাস্ট আর ডিনার, আর পঞ্চম দিন কেবলমাত্র ব্রেকফাস্ট।

গাড়ি- নন এসি SUV/ Sedan থাকবে। স্ট্যান্ডার্ড প্যাকেজে শেয়ার গাড়ি থাকবে। ডিলাক্স প্যাকেজে এসি গাড়ি থাকবে। এখানে শেয়ার করতে হবে না।

ভ্রমণসূচি- ৫দিন ৪ রাতের প্যাকেজ। শিলিগুড়িতে শুরু হবে এই ভ্রমণসূচি। এনজেপি, তেনজিং নোরগে বাস টার্মিনাস বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে পর্যটকদের নিয়ে আসার ব্যবস্থা রয়েছে। প্রথম দিন সিটং-অহলদারা হোটেল অথবা রিসর্ট। অপরূপ সুন্দর জায়গা। দুপুরের খাবার খেয়ে গোটা দিনটা ঘুরে বেড়ান।

দ্বিতীয় দিনে সিটংয়ের চারপাশটা ঘুরিয়ে দেখানো হবে। অহলদারা ভিউ পয়েন্ট, যোগীঘাট ব্রিজ, সিটং মনাস্ট্রি, সিটং কমলালেবুর বাগান, মংপু, লাটপাঞ্চার, লেপচা পাহাড় সহ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে।

তৃতীয়দিনে ব্রেকফাস্টের পরে সোজা তিনচুলে। তবে রাস্তায় ত্রিবেণী সঙ্গমে ৪৫ মিনিটের জন্য গাড়ি দাঁড়াবে। দেখুন তিস্তার অপরূপ রূপ। নিজের টাকায় Rafting করতে পারেন।

চতুর্থ দিনে তিনচুলে ভিউ পয়েন্ট, পেশক চা বাগান, তাকদা, লামাহাটা। রাস্তাতেই লাঞ্চ। ডিনার হবে হোটেল বা হোমস্টেতে।

পঞ্চম দিনে ব্রেকফাস্ট সেরে সোজা এনজেপি অথবা তেনজিং নোরগে বাস টার্মিনাস।

মাথাপিছু খরচ ৯০০০ টাকা করে। এনবিএসটিসির ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারেন।

 

টুকিটাকি খবর

Latest News

দ্বিতীয় দফাতেও বাংলায় ঝপ করে কমল ভোটদানের হার, কোন কেন্দ্রে কত পড়ল জেনে নিন কাসাভের মামলায় দিইয়ে ছেড়েছিলেন ফাঁসির সাজা! আইনজীবী উজ্জ্বল নিকমকে টিকিট BJP DC vs MI: IPL-এর ইতিহাসে নিজেদের সর্বোচ্চ স্কোর দিল্লির, ভাঙল ১৩ বছর আগের রেকর্ড 4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে 'ভয় করছে...' লাগাতার প্রযোজকের হাতে হেনস্থার শিকার বাংলার কৃষ্ণার! স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! 'মোদীবাবু, আপনার দাম পড়ে গিয়েছে…এমন পিএম আগে দেখিনি,' বললেন সিএম মমতা খাতায় শুধু 'জয় শ্রী রাম' লিখে পরীক্ষায় ৫০% পেলেন ৪ পড়ুয়া, ফের টেস্টে বসে মিলল… গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ?

Latest IPL News

4,4,6,4,4,4: মুড়ি-মুড়কির মতো চার-ছয় স্টাবসের, উডের ওভারে সব বল গেল মাঠের বাইরে স্ট্যাম্প ভেঙে দিয়েছিলাম,আশা করি ওর মনে আছে,দলনায়ককে নিয়ে মন্তব্য আক্রমের! গেইলকে ভয় পান বোল্ট! ১০০ মিটারে ক্রিকেটারের সঙ্গে দৌড়াতে নারাজ তারকা দৌড়বিদ টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে ঋষভ পন্ত না সঞ্জু স্যামসন-কাকে বাছলেন সৌরভ? চোখের নিমেষে ৫০, নিজের পুরনো নজির ছুঁলেন ফ্রেজার, বেঁচে গেল গেইলের বিশ্বরেকর্ড পঞ্জাব ব্যাটারদের হাতে তুলোধনা, ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে পণ্ডিতের বিশেষ বার্তা KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি এবার বেটিংয়েও কৃত্রিম বুদ্ধিমত্তা, সহজেই জুয়াড়িরা বুঝে নিচ্ছেন ম্যাচের ভবিষ্যৎ দামে কম কাজে সমান, স্টার্কের মতোই রান খরচ করেছেন চামিরা, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায় প্রথাগত বোলিং করলে হবে না, অভিনব ট্যাকটিক্স নিতে হবে, নাইটদের দাওয়াই টেন্ডোর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.