Widowmaker heart attack: হার্ট অ্যাটাকের মধ্যে সবচেয়ে ভয়ানক হল উইডোমেকার হার্ট অ্যাটাক। কেন এমন বলেন বিশেষজ্ঞরা? কারণটা জানা আছে?
1/6হার্ট অ্যাটাকের বেশ কয়েকটি ধরন রয়েছে। বৈশিষ্ট্য অনুযায়ী তাদের এক একেকটিকে একেক নামে ডাকা হয়। তেমনই একটি হল উইডোমেকার হার্ট অ্যাটাক। চিকিৎসকদের কথায়, এটি সবচেয়ে ভয়ানক হার্ট অ্যাটাক। কেন জানেন?
2/6অভিধান মতে উইডোমেকার কথাটির অর্থ হল ভীষণ বিপজ্জনক কিছু। উইডোমেকার হার্ট অ্যাটাক আসলে ঠিক তাই। অন্যান্য হার্ট অ্যাটাকের তুলনায় এই হার্ট অ্যাটাক অনেক বেশি ভয়ের।
3/6চিকিৎসকদের কথায়, এই হার্ট অ্যাটাকে বাঁচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যদি বা কেউ বেঁচে যান, তাঁর আয়ু এক বছরের বেশি হয় না।
4/6হৃৎপিণ্ডের প্রধান ধমনী ডান ও বাম ধমনীতে ভাগ হয়ে হৃৎযন্ত্রে প্রবেশ করে। এর মধ্যে বাম ধমনীর আরেকটি ভাগ হল বাম অ্যান্টেরিওর ডিসেন্ডিং ধমনী। এটি বেশ বড় ধমনী। এতে পুরো ব্লকেজ হলে হৃৎপিণ্ডে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায়। এর ফলেই এই মারাত্মক হার্ট অ্যাটাক হয়।
5/6হৃৎপিণ্ডের বাম ধমনী হৃৎপিণ্ডের মধ্যে ৫০ শতাংশ রক্ত সরবরাহ করে। ফলে এই ধমনী হৃৎপিণ্ড ঠিকঠাক রাখতে বড় ভূমিকা নেয়। উইডোমেকার হার্ট অ্যাটাকে এই ধমনীই অকেজো হয়ে পড়ে।
6/6একবার বাম ধমনীতে রক্ত জমাট বাঁধলেই হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ হয় না। হৃদযন্ত্র আসলে একটি পেশির থলি। রক্ত ঠিকমতো না প্রবাহিত হলে পেশিগুলিও অকেজো হয়ে পড়তে থাকে। এর ফলেই কিছুক্ষণেই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়।