Pre-Bridal Juice: রূপচর্চা নয়, বিয়ের আগে ত্বকের গ্লো ফেরান এই পানীয় খেয়ে Updated: 29 Nov 2023, 10:10 PM IST Subhasmita Kanji Share Pre-Bridal Juice: সামনেই বিয়ে এদিকে কাজের চাপে তেমন রূপচর্চা হচ্ছে না? অথচ গ্লো চান? তাহলে খান এই জুস। 1/6সামনেই বিয়ে? আর মাত্র কয়েকটা দিন বাকি? এদিকে কাজের চাপে একেবারেই রূপচর্চা করার সময় পাচ্ছেন না? এদিকে বিয়ের আগে গ্লোইং স্কিন চান? তাহলে কুছ পরোয়া নেহি, নিয়মিত খান এই জুসগুলোর একটি তাহলে মাত্র সাতদিনেই পেয়ে উজ্জ্বল, ঝকঝকে ত্বক। বিয়ের আগে কোন কোন পানীয় খেতে পারেন গ্লোইং স্কিন পাওয়ার জন্য দেখে নিন এবার। 2/6পালং শাক চুল এবং ত্বকের জন্য ভীষণই ভালো। এতে ভরপুর ভিটামিন ই রয়েছে। একই সঙ্গে এটি শরীরে জমে থাকা টক্সিন বের করতেই সাহায্য করে। তাই লেবুর রসের এবং পালং শাক ব্লেন্ড করে সেই রস খান উপকার পাবেন। 3/6বেদানা কমলালেবুর রস: ফল মানেই সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর কমলালেবু মানেই ভরপুর ভিটামিন সি অন্যদিকে বেদানায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই দুটো ফলই ত্বকের কোমলতা ধরে রাখে। সজীব এবং টানটান ভাব বজায় রাখে। 4/6তরমুজ এবং পুদিনার রস: ত্বকের আর্দ্রতা বজায় রাখতে তরমুজ এবং পুদিনার রস বানিয়ে খেতে পারেন। এতে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে। তাই যদি সামনেই আপনার বিয়ে থাকে তাহলে এই পানীয়র একটি খেতে পারেন উপকার পেতে। 5/6শসা-অ্যালোভেরা জুস: শসা অ্যালোভেরা জুস খেতে পারেন নিয়মিত এতে ত্বকের জেল্লা ফিরবে। এই পানীয় আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে। এটার জন্য একটা শসা ব্লেন্ড করে তাতে সামান্য পরিমাণ অ্যালোভেরার জুস এবং সামান্য চাট মশলা মিশিয়ে খেতে পারেন। 6/6টমেটো মুখে মাখলেই যে খালি উপকার পাওয়া যায় সেটা একদম নয়। টমেটোর রস খেলেও সমান উপকার পেতে পারেন। এতে লাইসোপিন নামক একটি উপাদান থাকে যা আমাদের ত্বকের জন্য ভালো। পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি