বাজারে ভালো ইলিশ উঠেছে শুনে ফেলেছেন নিশ্চয়ই? তাই দেরি না করে এখনই শিখে নিন এই নতুন পদ। ইলিশ ভাপা, ইলিশ বরিশালি, ইলিশের তোল-ঝোল তো অনেক হল! এবার বরং ইলিশ মাছ রাঁধা হোক দই-পোস্টের কম্বিনেশনে। খেতে স্বাদ হবে দারুণ!
কী কী লাগবে
ইলিশ মাছের টুকরো (৪টি), জল ঝরানো টকদই (এক কাপ); পোস্তবাটা (এক কাপ); পাতিলেবুর রস (১ চা চামচ), নুন (পরিমাণ মতো), কাঁচালঙ্কা বাটা (১ টেবিল চামচ) চেরা কাঁচালঙ্কা (২-৩টি), কালোজিরে (১/২ চা চামচ) সরষের তেল (২ টেবিল চামচ)
কীভাবে বানাবেন
ইলিশ মাছ ভালো করে ধুয়ে ওতে পাতিলেবুর রস, হলুদ আর নুন দিয়ে ঘণ্টাখানেক ম্যারিনেট করে রাখুন। এই ফাঁকে পোস্ত বেটে নিন ও নুন দিয়ে দই ভালো করে ফেটিয়ে নিন।
এবার কড়াইতে তেল গরম করে তাতে ইলিশ মাছ হালকা করে ভাজে নিন। মাছ খুব সাবধানে ভাজতে হবে নাহলে ভেঙে যেতে পারে। তারপর ওই তেলেই কাঁচালঙ্কা আর কালোজিরে ফোড়ন দিন। তারপর তাতে ঢেলে দিন পোস্ত ও দইয়ের মিশ্রণ। যদি মনে হয় গ্রেভি হলুদ রাখবেন, তাহলে এই সময় সামান্য গুঁড়ো হলুদও দিয়ে দিন। দিয়ে দিন কাঁচালঙ্কা বাটা। তারপর ভালো করে নাড়াচাড়া করে পোস্তর কাঁচা গন্ধ চলে গেলে জল দিন সামান্য। নুন চেখে দেখুন ঠিক আছে কি না।
ঝোল ফুটে উঠলে সাবধানে কড়াইতে দিয়ে দিন মাছের টুকরোগুলো। গ্রেভি গা-মাখা হয়ে এলে নামিয়ে নিন।