তলপেটে মাঝে মাঝেই অকারণে চাপ চাপ ব্যথা হয়। পা-ও কিছু দিন ধরে ফুলে যাচ্ছে। অজান্তেই মূত্রথলির কোনও বড় বিপদ হচ্ছে না তো? জেনে নিন বিশদে।
1/5তলপেটে মাঝে মাঝেই অকারণে চাপ চাপ ব্যথা হয়। পা-ও কিছু দিন ধরে ফুলে যাচ্ছে। অজান্তেই মূত্রথলির কোনও বড় বিপদ হচ্ছে না তো? জেনে নিন বিশদে। (Freepik)
2/5বিশেষজ্ঞদের কথায়, মূত্রথলির ক্যানসার হলে এমনই কিছু লক্ষণ দেখা দিতে পারে। তলপেটের কাছে চাপ চাপ ব্যথা যার অন্যতম লক্ষণ। ক্যানসারের মতো মারণরোগে সাধারণত প্রথম প্রথম কোনও লক্ষণকে বেশি গুরুত্ব দেওয়া হয় না। এর ফলেই আরও গেড়ে বসে ক্যানসার। (Freepik)
3/5পা ফুলে যাওয়ার মতো উপসর্গও দেখা দেয় মূত্রথলির ক্যানসারে। এক্ষেত্রে রেচিত দূষিত পদার্থ মূত্রথলিতে জমা না হয়ে শরীরের অন্যান্য অঙ্গে জমা হতে থাকে। সেই থেকেই বাড়ে বিপদ। (Freepik)
4/5তবে শুধুই চাপ চাপ ব্যথা বা পা ফুলে যাওয়া নয়, আরও বেশ কয়েকটি লক্ষণ দেখা দিতে পারে এই মারণরোগে। চিকিৎসকদের কথায়, প্রস্রাবের সঙ্গে রক্ত বেরনোর মতো লক্ষণও দেখা যেতে পারে। এমন লক্ষণ দেখা দিলেই তা চেপে না রেখে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। (Freepik)
5/5জন্ডিস: মূত্রথলির ক্যানসারের আরেকটি বড় লক্ষণ হল জন্ডিস। এই রোগে বিলিরুবিনের উৎপাদন বেড়ে যায় শরীরে। ফলে এমন লক্ষণ দেখলেই সতর্ক হওয়া জরুরি। (Freepik)