তুমুল লড়াইয়ের জেরে রীতিমতো কেঁপে উঠছে মাটি। দুই অতিকায় প্রাণীর এমন বীভৎস লড়াই শেষ কবে দেখা গিয়েছে তা বলা মুশকিল। তবে ক্যামেরা আর উৎসুক দর্শকের সৌজন্যে সম্প্রতি তাদের লড়াইয়ের ভিডিয়ো ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়। এই দুই বিশাল প্রাণী কারা কারা, শুনলে একটু অবাক হতে পারেন। এক হাতি ও এক গণ্ডারের মধ্যেই তুমুল লড়াই বেঁধে যায়। তবে ভিডিয়োটি ঠিক কোথায় তোলা তা জানা যায়নি। কোন কুরুক্ষেত্রে লড়ছিল এই মহারথীরা, তাও জানা যায়নি। ভিডিয়োটি ইদানীং টুইটারে আইএফএস সুশান্ত নন্দার প্রোফাইল থেকে শেয়ার করা হয়। শেয়ার করার পরেই বিপুল মাত্রায় লাইক ও ভিউস ওই ভিডিয়ো।
আরও পড়ুন: বায়ুদূষণের দৌড়ে দিল্লিকে টেক্কা দিল নিউ ইয়র্ক, কানাডার দাবানল কতটা ক্ষতি করল
আরও পড়ুন: মাধ্যমিকে ৩৫ শতাংশ! তাতেই বেজায় খুশি বাবা-মা, কারণটাও জানালেন তাঁরাই
গায়ে কাঁটা দেওয়ার মতো ওই ভিডিয়োর শুরুতে দেখা যায়, দুই অতিকায় জন্তু পরস্পরকে মেপে নিচ্ছে পায়ে হেঁটে হেঁটে। এরপরেই দেখা যায়, হাতিটি ধীরে ধীরে এগিয়ে আসছে গণ্ডারের দিকে। আকারে দুটোই অতিকায় হলেও হাতির তুলনায় গণ্ডারটি ছোট ছিল। ফলে সহজেই হাতিটি ঝাঁপিয়ে পড়ে গণ্ডারের উপর। প্রথমেই পায়ের থাবা মেরে তাকে পেড়ে ফেলে মাটিতে। এবার তার উপর ঝুঁকে আক্রমণ চালাতে শুরু করে। অন্য দিকে গণ্ডারটিও ছেড়ে দেয়নি। মাটিতে পড়ে গেলেও নিজেকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা জারি রেখেছিল। শুয়ে শুয়েই বিশাল বড় হাতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল। অবশেষে কোনওমতে, হাতির থাবা এড়াতে পারে আকারে ছোট ওই গণ্ডার। থাবা এড়ানোর সঙ্গে সঙ্গেই সে উঠে দাঁড়ায় ও পালাতে শুরু করে। এরপর হাতি কিছুটা দূর এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ছেড়ে দেয় প্রতিপক্ষকে।
শেয়ার করার পর রীতিমতো ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি। কিছুক্ষণের মধ্যে প্রচুর লাইক ও কমেন্টও করতে থাকেন নেটিজেন। একজন নেটিজেন লেখেন, ‘নিশ্চিত এই গণ্ডারটি নেশা করেছিল। নয়তো কোন সাহসে হাতির সঙ্গে পাঙ্গা নিতে যায়।’ অনেকে আবার ভিডিয়োটি কোথায় তোলা হয়েছে, সেই নিয়েও নানা আন্দাজ করতে থাকেন। তবে এটি কোথাকার ভিডিয়ো তা নিশ্চিতভাবে জানা যায়নি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup